বাংলা সাহিত্যে মনসামঙ্গল কাব্য
পশ্চিমবঙ্গ SSC, SLST পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর:--
একনজরে ‘মনসামঙ্গল কাব্য’
১. মঙ্গলকাব্য কী ?
উত্তর: বিভিন্ন দেব-দেবীর মাহাত্ম্যকীর্তন সম্বন্ধীয় আখ্যানকাব্যগুলি মঙ্গলকাব্য নামে পরিচিত। এই দেব-দেবীর অধিকাংশই আর্যপরিমণ্ডলের নন, বাংলার গ্রাম্য পরিবেশে ও সমাজে এঁদের আবির্ভাব ও প্রতিষ্ঠা। তাই এঁরা লৌকিক ও অপৌরাণিক গ্রামীণ আদর্শ থেকে উদ্ভূত।
২. উত্তরবঙ্গের দুইজন মনসামঙ্গল রচয়িতার নাম লেখো।
উত্তর: তন্ত্র বিভূতি ও জগজ্জীবন ঘোষাল।
৩. রাঢ়বঙ্গের চারজন বিখ্যাত মনসামঙ্গল রচয়িতার নাম লেখো।
উত্তর: বিপ্রদাস পিপিলাই, কেতকাদাস ক্ষেমানন্দ, সীতারাম দাস ও রসিক মিশ্র।
৪. পূর্ববঙ্গের দুইজন মনসামঙ্গল রচয়িতার নাম লেখো।
উত্তর: নারায়ণ দেব ও বিজয়গুপ্ত।
৫. পঞ্চদশ শতকের তিনজন মনসামঙ্গল রচয়িতার নাম লেখ।
উঃ বিজয়গুপ্ত, নারায়ণ দেব ও বিপ্রদাস পিপিলাই।
৬. সপ্তদশ শতকের চারজন মনসামঙ্গল রচয়িতার নাম লেখ।
উত্তর: দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ, তন্ত্রবিভূতি ও জগজ্জীবন ঘোষাল।
৭. অষ্টাদশ শতকের চারজন মনসামঙ্গল রচয়িতার নাম লেখ।
উত্তর: জীবনকৃষ্ণ মৈত্র, দ্বিজ রসিক, রামজীবন বিদ্যাভূষণ, বাণেশ্বর রায়।
৮. ঊনবিংশ শতকের চারজন মনসামঙ্গল রচয়িতার নাম লেখ।
উত্তর: যশোরের দ্বিজ কালীপ্রসন্ন, জগমোহন মিত্র, বৈদ্য হরিদাস, সিলেটের রাধানাথ রায় প্রভৃতি।
৯. মনসমঙ্গল কাব্যের আদি কবির নাম কী ?
উঃ কানা হরিদত্ত।
১০. মনসার ভয়ে চাঁদসদাগর কোথায় লোহার বাসরঘর তৈরি করেছিল ?
উঃ সাঁতালি পর্বতে।
১১. মনসামঙ্গল কাব্যের বেহুলা – লখীন্দর আসলে স্বর্গের কোন দেব-দেবী ?
উত্তর: ঊষা ও অনিরুদ্ধ
১২. বিজয়গুপ্তের জন্মস্থান কোথায় ?
উত্তর: বরিশাল জেলার গৈলা (অধুনা ফুল্লশ্রী) গ্রামে।
১৩. বিজয়গুপ্তের পিতা ও মাতার নাম কী ?
উত্তর: পিতার নাম সনাতন ও মাতা রুক্মিণী ।
১৪. বিজয়গুপ্তের কাব্যের নাম কী ?
উত্তর: ‘পদ্মাপুরাণ’ ।
১৫. বিজয়গুপ্তের কাব্য কবে কোথা থেকে প্রথম মুদ্রিত হয়?
উত্তর: বরিশাল থেকে ১৩০৩ সালে প্রথম মুদ্রিত হয়।
১৬. বিজয়গুপ্তের কাব্য কবে রচিত হয় ?
উত্তর: আনুমানিক ১৪৯৪ খ্রীষ্টাব্দে।
১৭. বিপ্রদাস পিপিলাই রচিত মনসামঙ্গল কাব্যের নাম কী ?
উত্তর: ‘মনসাবিজয়’।
১৮. বিপ্রদাস পিপিলাইয়ের জন্মস্থান কোথায় ?
উত্তর: বসিরহাটের কাছে বাদুড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯. বিপ্রদাস পিপিলাইয়ের পিতার নাম কী ?
উত্তর: মুকুন্দ।
২০. বিপ্রদাস পিপিলাই কবে কাব্য রচনা সমাপ্ত করেন ?
উত্তর: ১৪৯৫ খ্রীষ্টাব্দে।
২১. দ্বিজ বংশীদাস রচিত মনসামঙ্গল কাব্যটির নাম কী ? কাব্যটি কবে সর্বপ্রথম মুদ্রিত হয়?
উঃ ‘পদ্মাপুরাণ‘। ১৩১৮ বঙ্গাব্দে কাব্যটি প্রথম মুদ্রিত হয় ।
২২. দ্বিজ বংশীদাসের পিতা ও মাতার নাম কী?
উত্তর: পিতা যাদবানন্দ ও মাতা অঞ্জনা।
২৩. কোন কবির রচিত মনসামঙ্গল সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে ?
উত্তর: কেতকাদাস ক্ষেমানন্দের।
২৪. কেতকাদাস ক্ষেমানন্দের রচিত মনসামঙ্গল কাব্য কবে প্রথম মুদ্রিত হয় ?
উত্তর: ১৮৪৪ খ্রীষ্টাব্দে।
২৫. কেতকাদাস ক্ষেমানন্দের পিতার নাম কী? তিনি কার অধীনে চাকরি করতেন ?
উত্তর: পিতার নাম শঙ্কর। তিনি বারা খাঁর অধীনে চাকরি করতেন।
২৬. জগজ্জীবন ঘোষালের পিতা ও মাতার নাম কী?
উত্তর: পিতার নাম রূপ ও মাতার নাম রেবতী।
২৭. বসন্ত রোগ থেকে মুক্তি পাবার জন্য কোন দেবীর পুজো করা হয় ?
উত্তর: শীতলা দেবী।
২৮. বাঘের হাত থেকে রক্ষা পাবার জন্য সুন্দরবনে কোন দেবতার পুজো করা হয় ?
উত্তর: দক্ষিণ রায়।
২৯. ষোড়শ শতকের তিনজন চণ্ডীমঙ্গল কাব্য রচয়িতার নাম লেখো।
উঃ মাণিক দত্ত, কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তী এবং মাধব আচার্য।
৩০. সপ্তদশ শতকের দুইজন চণ্ডীমঙ্গল কাব্য রচয়িতার নাম লেখো।
উঃ কৃষ্ণরাম রায় ও দ্বিজ হরিরাম।
👉 বাংলা ছদ্মনাম ( বাংলা সাহিত্য)
3 Comments
অসাধারণ
ReplyDeleteawsome
ReplyDeletevery good
ReplyDelete