১. রবীন্দ্রনাথ ঠাকুর কী কী ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মণ, ষষ্ঠীচরণ দেবশর্মা, বানীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা।
২. সমরেশ বসু কী কী ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— কালকূট, ভ্রমর।
৩. সৈয়দ মুজতবা আলী কী কী ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— প্রিয়দর্শী, ওমর খৈয়াম, মুসাফির, সত্যপীর।
৪. প্রভাত কিরণ বসু কী কী ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— কাকাবাবু।
৫. বিনয় ঘোষ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— কালপেঁচা।
৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন্ কোন্ ছদ্মনামে লিখতেন?
উত্তর:— কমলাকান্ত, শ্রীশ্রীকৃষ্ণ চট্টোপাধ্যায়, হরিদাস বৈরাগী, শ্রী চ চ চ , কমলাকান্ত চক্রবর্তী।
৭. চারুচন্দ্র চক্রবর্তী কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর: — জরাসন্ধ
৮. ডঃ অরবিন্দ গুহ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— ইন্দ্রনাথ মিত্র।
৯. বিনয় মুখোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— যাযাবর।
১০. দুলাল মুখোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— অবধূত।
১১. রাধারানী দেবী কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— অপরাজিতা দেবী।
১৩.অমিতাভ চৌধুরী কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— নিরপেক্ষ।
১৪. দীপ্তেন্দ্র সান্যাল কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— নীলকন্ঠ।
১৫. প্রফুল্ল চন্দ্র লাহিড়ী কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— কাফি খাঁ।
১৬. বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর: — বিরূপাক্ষ।
১৭. মনীশ ঘটক কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— যুবনাশ্ব।
১৮. সুনীল গঙ্গোপাধ্যায় কী কী ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— নীল উপাধ্যায়, নীল লোহিত, সনাতন পাঠক।
১৯. প্রেমাঙ্কুর আতর্থী কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— মহাস্থবির।
২০. প্রমথ চৌধুরী কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— বীরবল ।
২১. প্রমথনাথ বিশী কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— প্র.না.বি. ।
২২. অখিল নিয়োগী কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— স্বপনবুড়ো।
২৩. তরুণ রায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— ধনঞ্জয় বৈরাগী।
২৪. দেবেশ রায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— বেদুইন।
২৫. দেবব্রত মল্লিক কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— ভীষ্মদেব ।
২৬. কালীপ্রসন্ন সিংহ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— হুতুম পেঁচা।
২৭.. লালিত মুখোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— বিজ্ঞানভিক্ষু।
২৮. প্যারীচাঁদ মিত্র কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— টেকচাঁদ ঠাকুর।
২৯. নিহার ঘোষাল কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— দীপক চৌধুরী।
৩০. বিমল চন্দ্র ঘোষ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— মৌমাছি ।
৩১. ভবানী সেনগুপ্ত কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— চাণক্য সেন।
৩২. আশুতোষ মুখোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— শঙ্কর উপাধ্যায় ।
৩৩. নিখিল সরকার কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— শ্রীপান্থ ।
৩৪. নীহাররঞ্জন গুপ্ত কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:—বানভট্ট ।
৩৫. জ্যোতির্ময় ঘোষ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— ভাস্কর।
৩৬. গৌরকিশোর ঘোষ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— রূপদর্শী ।
৩৭. সুবোধ ঘোষ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— সুপান্থ, কালপুরুষ ।
৩৮. নারায়ন সান্যাল কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— বিকর্ণ।
৩৯. প্রবোধ চন্দ্র বসু কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— প্রবুদ্ধ।
৪০. মণিশংকর মুখোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— শংকর।
৪১. দীনেশ গঙ্গোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— শ্রীভট্ট।
৪২. বলাই চাঁদ মুখোপাধ্যায কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— বনফুল।
৪৩. নারায়ণ গঙ্গোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— সুনন্দ।
৪৪. শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— অনিলা দেবী ; শ্রীকান্ত শর্মা ।
৪৫. অমৃতলাল বন্দোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— অমিয়া দেবী।
৪৬. আনন্দ বাগচী কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— ত্রিলোচন কলমচী।
৪৭. সত্যেন্দ্রনাথ দত্ত কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— নবকুমার কবিরত্ন ।
৪৮. প্রবোধ বন্দোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— মানিক বন্দোপাধ্যায়।
৪৯. ইন্দ্রনাথ বন্দোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— পঞ্চানন।
৫০. প্রাণতোষ ঘটক কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— উদয়ভানু ।
৫১. অচিন্তকুমার সেনগুপ্ত কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— নীহারিকা দেবী।
৫২. কালি প্রসন্ন সিংহ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— হুতোম পেঁচা।
৫৩. মধুসূদন মজুমদার কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— দৃষ্টিহীন।
৫৪. রাজশেখর বসু কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— পরশুরাম।
৫৫. মোহিত লাল মজুমদার কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— 'সত্য সুন্দর দাস'; 'চামার খায় আম।'
৫৬. কাজী নজরুল ইসলাম
উত্তর:— ব্যাঙাচি, ধুমকেতু, প্রমিথিউস, তারাক্ষ্যাপা।
৫৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন্ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য।
৫৮. তারাশংকর বন্দ্যোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— হাবু শর্মা।
৫৯. মহাশ্বেতা দেবী কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— সুমিত্রা দেবী।
৬০. কিন্নর রায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— শ্বেত কৃষ্ণ।
৬১. বিভূতিভূষণ মুখোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— ক্বচিৎ প্রৌঢ়।
৬২. মীর মশাররফ হোসেন কোন্ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— গৌড়তটবাসী মশা, উদাসীন পথিক, গাজী মিয়াঁ।
৬৩. শম্ভু মিত্র কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:—প্রসাদ দত্ত, শ্রী সঞ্জীব, সুরঞ্জন চট্টোপাধ্যায় ।
৬৪. অন্নদাশংকর রায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— লীলাময় রায়।
৬৫. কামিনী রায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— জনৈক বঙ্গমহিলা।
৬৬. আবুল ফজল কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— শমসের উল আজাদ।
৬৭. আবুল হোসেন মিয়া কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— আবুল হাসান ।
৬৮. সতীনাথ ভাদুড়ী কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— চিত্রগুপ্ত।
৬৯. মাইকেল মধুসূদন দত্ত কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— টিমোথি পেনপোয়েম।
৭০. প্রেমেন্দ্র মিত্র কোন্ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— কৃত্তিবাস ভদ্র, লেখরাজ সামন্ত ।
৭১. কালিকানন্দ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— অবধূত।
৭২. বিমল মিত্র কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— জাবালী ।
৭৩. দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— দৃষ্টিহীন।
৭৪. রাজা রামমোহন রায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— শিবপ্রসাদ রায়।
৭৫. দীনবন্ধু মিত্র কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— 'কেনাচিৎ পথিকেনভিপ্রণীতম'।
৭৬. বিহারীলাল চট্টোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— নাদাপেটা হাঁদারাম ।
৭৭. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
৭৮. জসীমুদ্দিন কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— তুজম্বর আলি ।
৭৯. কালিদাস রায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:—বেতাল ভট্ট ।
৮০. অবনীন্দ্রনাথ ঠাকুর কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— রসুন আলি ।
৮১. বুদ্ধদেব গুহ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— লালমিঞা।
৮২. বুদ্ধদেব বসু কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— বিপ্রদাস মিত্র ।
৮৩. প্রভাতকুমার মুখোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— শ্রীজানোয়ারচন্দ্র শর্ম্মা ।
৮৪. চিত্তপ্রিয় ঘোষ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— শঙ্খ ঘোষ, কুন্তক ।
৮৫. শক্তি চট্টোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— অভিনব গুপ্ত, রূপচাদ পক্ষী।
৮৬. নারায়ন সান্যাল কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— বিকর্ণ।
৮৭. শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— চন্দ্রহাঁস।
৮৮. তারাপদ রায় কোন্ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর— গ্রন্থকীট, নক্ষত্র রায় ।
৮৯. ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— ভ্রমনকারী বন্ধু ।
৯০. বিজন ভট্টাচার্য কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— সহযাত্রী ।
৯১. অজিত দত্ত কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— রৈবতক ।
৯২. নবারুণ ভট্টাচার্য কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— পুরন্দর ভাট ।
৯৩. সুভাষ মুখোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— সুবচনী; ঢোল গোবিন্দ।
৯৪. সোমেন চন্দ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— ইন্দ্রকুমার সোম।
৯৫. সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— বীরভদ্র।
৯৬. গৌরকিশোর ঘোষ কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— গজমূর্খ।
৯৭. সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— বীরভদ্র।
৯৮. সজনীকান্ত দাস কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— আবোল তাবোল সেন ।
৯৯. অদ্রীশ বর্ধন কোন্ ছদ্মনামে লিখতেন ?
উত্তর:— কেয়া মিত্র ।
THANKS
3 Comments
good
ReplyDeleteI want বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম
ReplyDeleteবিভূতিভূষণ মুখোপাধ্যায় কোন্ ছদ্মনামে লিখতেন ?
Deleteউত্তর:— ক্বচিৎ প্রৌঢ়।