Header Ads Widget

অস্ত্রের বিরুদ্ধে গান (জয় গোস্বামী) , সাহিত্য সঞ্চয়ন, দশম শ্রেণি।


অস্ত্রের বিরুদ্ধে গান (জয় গোস্বামী)


SLST পরীক্ষার জন্য ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতা থেকে সম্ভাব্য প্রশ্নোত্তোর: 

১. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতা টি কোন কবি রচনা ‌?
উত্তর: জয় গোস্বামী।

২. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
উত্তর: পাতার পোশাক

৩. ‘পাতার পোশাক’ কাব্য গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ?
উত্তর: ১৯৯৭ খ্রিস্টাব্দে।

৪. ‘পাতার পোশাক’ কাপের জন্য জয় গোস্বামী কোন পুরস্কার লাভ করেন ?
উত্তর:  বীরেন্দ্র স্মৃতি পুরস্কার।

৫. ‘পাতার পোশাক’ কাব্যগ্রন্থটি কবি জয় গোস্বামী কাকে উৎসর্গ করেছেন ?
উত্তর: অনুপ আর মঞ্জু কে।

৬.  ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির চরণ সংখ্যা কয়টি ?
উত্তর: ১৮ টি।

৭.  ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় ‘অস্ত্র ফ্যালো’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে ?
উত্তর: ৩ বার।

৮. ঋষি বালক কীসের প্রতীক ?
উত্তর: ধ্যানের প্রতীক।

৯. ঋষি বালকের মাথায় কী গোঁজা রয়েছে ?
উত্তর: ময়ূর পালক।

১০ “মাথায় কত শকুন বা চিল” -- ‘চিল’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
উত্তর: সভ্যতা ধ্বংসকারী শক্তিকে।

১১. কবি কীসের বর্ম পরে বুলেট তারান  ?
উত্তর: গানের বর্ম ।

১২.. “গান তো জানি একটা দুটো” -- সেই গান কে কার সঙ্গে তুলনা করা হয়েছে ?
উত্তর: খড়কুটো।

১৩. “আঁকড়ে ধরে সে খড়কুটো” -- ‘খকুটো’ বলতে কী বোঝানো হয়েছে ?
উত্তর: গান কে ।

১৪. আদুল গায়ে কথাটির অর্থ কী ?
উত্তর: আবরণহীন শরীর।

১৫. “আমার শুধু একটা কোকিল” ---কবি জয় গোস্বামী ‘কোকিল’ কে কীসের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন ?
উত্তর: যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধের প্রেরণা।

১৬. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায়  কবি  মাথার উপরে কী দেখেছেন ?
উত্তর: শকুন-চিল ।

১৭. কবি জয় গোস্বামীর  ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় উঠে দাড়িয়ে হাত দিয়ে কী তাড়াতে বলেছেন ?
উত্তর: বুলেট।

১৮. সমাজ-সভ্যতার রক্ত কবি মুছে ফেলেছেন কোথায় ?
উত্তর: গানের গায়ে ।

১৯. কবি জয় গোস্বামী ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় অস্ত্রের বিরুদ্ধে ক-টা গান জানার কথা উল্লেখ করেছেন ?
উত্তর: দু-একটা।

২০. “গানের বর্ম আজ পড়েছি গায়ে”--- ‘বর্ম’ শব্দটির অর্থ কী ?
উত্তর: অস্ত্রের আঘাত থেকে দেহকে রক্ষাকারী পোশাক।



_ধন্যবাদ_
Please Share & Comments..

Post a Comment

1 Comments