হারিয়ে যাওয়া কালি কলম
পশ্চিমবঙ্গ SLST পরীক্ষায় ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধ থেকে সম্ভাব্য প্রশ্নোত্তোর:
১. ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধটি রচয়িতা কে ?
উত্তর: নিখিল সরকার।
২. ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে ?
উত্তর: ‘কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই’ রচনা থেকে নেওয়া হয়েছে।
৩. নিখিল সরকার কী ছদ্মনামে সাহিত্য লিখেছেন ?
উত্তর: শ্রীপান্থ ছদ্মনামে।
৪. আদিতে ফাউন্টেন ফাউন্টেন পেনের নাম কী ছিল ?
উত্তর: রিজার্ভার পেন।
৫. সোনার কলম কার সংগ্রহে ছিল ?
উত্তর: শুভো ঠাকুরের।
৬. বিদেশে একসময় নিব তৈরি হতো কী দিয়ে ?
উত্তর: গোরুর সিং দিয়ে।
৭. ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে ?
উত্তর: ওয়াটার ম্যান।
৮. “অক্ষর জ্ঞান হীন লোককে বলে ।”–কী বলে ?
উত্তর: ওর কাছে ক' অক্ষর গোমাংস।
৯. “এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে ।” – কীসের নেশা ?
উত্তর: ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ।
১০. “একবার দেখিয়ে ছিলেন তাঁর ফাউন্টেন সংগ্রহ।” –কে দেখিয়ে ছিলেন ?
উত্তর: শৈলজানন্দ মুখোপাধ্যায়।
১১. “কলম তাদের কাছে আজ অস্পৃশ্য ।”– কাদের কাছে কলম আজ অস্পৃশ্য ?
উত্তর: সাহিত্যিকদের।
১২. “বেঁচে থাক বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক ।” –বক্তা কে ?
উত্তর: গ্রামের বুড়ো-বুড়িরা।
১৩. “তুমি সবল, আমি দুর্বল। তুমি সাহসী, আমি ভীরু।” –উক্তি টি কার ?
উত্তর: জনৈক ফরাসি কবি ।
১৪. “লাঠি তোমার দিন ফুরাইয়াছে।”–বক্তা কে ?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৫. শেষ পর্যন্ত নিব কলমের মান বাঁচিয়েছিলেন কে ?
উত্তর: সত্যজিৎ রায়।
১৬. “কলমকে বলা হয় _______চেয়েও শক্তিধর।” (শূন্যস্থান পূরণ)
উত্তর: তলোয়ারের।
১৭. “অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন।” –তিনি কে ?
উত্তর: অন্নদাশঙ্কর রায়।
১৮. “তিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন।” – তিনি কে ?
উত্তর: দার্শনিক।
১৯. উনিশ শতকে লিপি-কুশলীদের বারো আনা দিয়ে কতটা দেখানো যেত ?
উত্তর: বত্রিশ হাজার।
২০. নিজের হাতে কলমে বৃদ্ধ হয়ে কোন স্বনামধন্য লেখক মারা গিয়েছিলেন ?
উত্তর: ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
_ধন্যবাদ_
👉 অর্থনীতি
0 Comments