জ্ঞানচক্ষু
রচয়িতা: আশাপূর্ণা দেবী
জন্ম: ২৮ জানুয়ারি ১৯০৯ খ্রিস্টাব্দ। পটলডাঙ্গা, উত্তর কলকাতা। আদি নিবাস বেগমপুর গ্রাম, হুগলি।
মৃত্যু: ১৩ জুলাই ১৯৯৫ খ্রিস্টাব্দ।
পিতা: হরেন্দ্রনাথ গুপ্ত ।
মাতা: সরলা সুন্দরী দেবী।
রচনা সম্ভার:
প্রথম প্রকাশ: ১৯৩৮ খ্রিস্টাব্দে ছোটদের জন্য 'ছোট ঠাকুরদার কাশীযাত্রা' গল্প সংকলনটি প্রকাশিত হয়।
উপন্যাস:
আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত তিনটি উপন্যাস-- 'প্রথম প্রতিশ্রুতি'(১৯৬৪), 'সুবর্ণ লতা'(১৯৬৭),ও 'বকুল কথা'(১৯৭৪) প্রকাশ পায়।
তাঁর লেখা আরও কয়েকটি বিখ্যাত উপন্যাস হল-- 'মিত্তির বাড়ি'(১৯৪৭), 'বলয়গ্রাস'(১৯৫২), 'অগ্নিপরীক্ষা'(১৯৫২), 'কল্যাণী'(১৯৫৪), 'নির্জন পৃথিবী'(১৯৫৬), 'শশী বাবুর সংসার'(১৯৫৬), 'অতিক্রান্ত'(১৯৫৭), 'উন্মোচন'(১৯৫৭), 'জনম জনম কি সাথি'(১৯৫৮), 'নেপথ্য নায়িকা'(১৯৫৮), 'যোগ বিয়োগ'(১৯৬০), 'নবজন্ম'(১৯৬০), 'উত্তর লিপি'(১৯৬০), 'সমুদ্র নীল আকাশ নীল'(১৯৬১), 'জীবন স্বাদ'(১৯৬৩), 'উত্তরণ'(১৯৬৪), 'প্রেম যুগে যুগে'(১৯৬৪) ইত্যাদি।
ছোট গল্প:
আশাপূর্ণা দেবী জীবনে অসংখ্য ছোট গল্প লিখেছেন । সব মিলিয়ে তাঁর ছোটগল্প সংকলনের সংখ্যা প্রায় ৩০ টির মতো।
তাঁর লেখা উল্লেখযোগ্য গল্প সংকলন গুলি হলো-- 'মনের সুখ', 'ভুল ট্রেনে উঠে', 'নষ্ট কোষ্ঠি', 'কখনো কাছে কখনো দূরে', 'মজারু মামা' প্রভৃতি।
উৎস: আশাপূর্ণা দেবী রচিত 'কুমকুম' গল্প সংকলন গ্রন্থ থেকে 'জ্ঞানচক্ষু' গৃহীত হয়েছে।
উৎস: আশাপূর্ণা দেবী রচিত 'কুমকুম' গল্প সংকলন গ্রন্থ থেকে 'জ্ঞানচক্ষু' গৃহীত হয়েছে।
জ্ঞানচক্ষু গল্পটি থেকে SLST,Bengali পরীক্ষার জন্য সম্ভাব্য বহুবিকল্পীয় প্রশ্নোত্তরঃ
১. কথাটা শুনে তপনের চোখ
ক। লাল হয়ে গেল
খ। জ্বালা শুরু হলো
গ। মার্বেল হয়ে গেল
ঘ। চোখ বুঝে গেল
২. 'নতুন মেসোমশাই' মানে যার সঙ্গে তপনের
ক। বড় মাসির বিয়ে হয়েছিল
খ। ন- মাসির বিয়ে হয়েছিল।
গ। ছোট মাসির বিয়ে হয়েছিল
ঘ। মেজ মাসির বিয়ে হয়েছিল।
৩. ''তিনি নাকি বই লেখেন''--- তিনি হলেন তপনের
ক। মেজো কাকা
খ। ছোট মেসো মশাই
গ। বড় মামা
ঘ। ছোট মাসি
৪. ''কিন্তু নতুন মেসো কে দেখে______খুলে গেল তপনের।''--- শূন্যস্থান পূরণ করো।
ক। জামা
খ। জুতো
গ। টুপি
ঘ। জ্ঞানচক্ষু
৫. "এ দেশের কিছু হবে না"--- এ কথা বলেন
ক। তপনের জেঠামশাই
খ। তপনের ছোট মেসো মশাই
গ। তপনের মাস্টারমশাই
ঘ। তপনের সেজ মাসি
৬. বই লেখা ছাড়া তপনের মেসোমশাই
ক। ডাক্তারি করেন
খ। অধ্যাপনা করেন
গ। অফিসে চাকরি করেন
ঘ। ওকালতি করেন
৭. তপনের ছোট মেসো মশাই ছিলেন একজন
ক। কবি
খ। সম্পাদক
গ। লেখক
ঘ। অভিনেতা
৮. তপনের ছোট মেসো শ্বশুরবাড়ি রয়ে গেছেন, কারণ
ক। গরমের ছুটি
খ। শ্বশুরবাড়িতে পুজো হবে
গ। শরীর খারাপ
ঘ। মন খারাপ
৯." রত্নের মূল্য জহুরির কাছেই"--- এখানে 'জহুরী' হলেন
ক। মেজো কাকা
খ। বড় মেসো মশাই
গ। ছোট মামা
ঘ। ছোট মেসো মশাই
১০. তপন নিজের লেখা গল্প টা প্রথম দেখিয়েছিল
ক। ছোট পিসি মশাই কে
খ। ছোট মামাকে
গ। ছোট মাসি কে
ঘ। ছোট ভাইকে
১১. "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা"--- এখানে উল্লেখিত উপযুক্ত কাজটি হলো
ক। তপনকে লিখতে উৎসাহ দেওয়া
খ। তপনের লেখা ছাপিয়ে দেওয়া
গ। তপনের লেখা কারেকশন করে দেওয়া
ঘ। তপনকে লিখতে ভাড়া দেওয়া
১২. 'কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো।"-- এই মন্তব্যটি করেন
ক। তপনের মেজ কাকা
খ। তপনের মা
গ। তপনের ছোট মাসি
ঘ। তপনের ছোট মেসো মশাই।
১৩. তপনের ছোটো মেসোমশাই ছাপাতে চান
ক। দেশ পত্রিকায়
খ। শুকতারা পত্রিকায়
গ। কিশোর ভারতী পত্রিকায়
ঘ। সন্ধ্যা তারা পত্রিকায়
১৪. "না-না আমি বলছি তপনের হাত আছে।" হাত শব্দটি যে অর্থে প্রযুক্ত হয়েছে তা হলো
ক। ছবি আঁকার দক্ষতা
খ। গল্প লেখার দক্ষতা
গ। সুন্দর হাতের লেখার দক্ষতা
ঘ। ক্রিকেট খেলার দক্ষতা
১৫. "শুধু এইটাই জানা ছিল না," ---যা জানা ছিল না, তা হল
ক। ছোট মেসো মশাই একজন লেখক
খ। ছোট মেসো মশাই একজন অধ্যাপক
গ। ছোট গল্প সাধারন মানুষ লিখতে পারে
ঘ। নিজে নিজে ভালো গল্প লেখা যায়
১৬. "দুপুরবেলা, সবাই যখন নিথর নিথর,"--- এখানে যে ঋতুর দুপুরের কথা বলা হয়েছে, সেটি হল
ক। শরৎকাল
খ। গ্রীষ্ম কাল
গ। বর্ষাকাল
ঘ। বসন্তকাল
১৭. তপনের লেখা গল্পের নাম
ক। বিদ্যালয়ের প্রথম দিন
খ। প্রথম দিন
গ। স্কুলে প্রথম দিন
ঘ। স্মৃতিলেখা
১৮. ''যেন নেশায় পেয়েছে''--- তপনকে যে নেশায় পেয়েছে, তা হল
ক। টিভি দেখার
খ। বই পড়ার
গ। ক্রিকেট খেলার
ঘ। গল্প লেখার
১৯. "পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে ?'' ---অলৌকিক ঘটনাটি হল
ক। এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে
খ। বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী
গ। তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকা ছাপা হয়েছে
ঘ। তপন দেখল ছাপানো গল্পেরই একটি লাইনও তার নিজের নয়
২০. তপনের গল্পটি একটু-আধটু কারেকশন করে দিয়েছে
ক। মেজো কাকু
খ। ছোট মেসোমশাই
গ। সেজদা
ঘ। ছোট মাসি
২১. "ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে।"---যে কথাটা ছড়িয়ে পড়ে, সেটি হল
ক। তপন একটা ছোট গল্প লিখেছে
খ। তপনের ছোট গল্প সন্ধ্যাতারা পত্রিকা ছাপানো হয়েছে
গ। তপনের ছেপে বেরোনো গল্পটা ছোট মেসোমশাই-এর কারেকশন করে দেওয়া
ঘ। তপন পুরনো পত্রিকা থেকে গল্পটা টুকেছে
২২. তপনদের বাড়িতে এসে ছোট মাসি খেয়েছিল
ক। চাউমিন আর কফি
খ। পাপড় আর চা
গ। ডিম ভাজা আর চা
ঘ। বিস্কুট আর কফি
২৩. "তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়।"---উক্তিটির বক্তা হলেন
ক। তপনের মেজ কাকু
খ। ছোট মাসি
গ। ছোট মেসো মশাই
ঘ। তপনের মা
২৪. নিজের লেখা গল্পটি পাঠ করতে গিয়ে তপন দেখে
ক। গল্পের নাম বদলে গেছে
খ। গল্পের প্রতিটি লাইন নতুন
গ। গল্পের লেখকের নাম বদলে গেছে
ঘ। গল্পের দুটি চরিত্রের নাম বদলে গেছে
২৫. "এর মধ্যে তপন কথায়"--- কার মধ্যে?
ক। লেখকের নামের তালিকায়
খ। পত্রিকায়
গ। ছাপা গল্পের লেখনীতে
ঘ। সাহিত্য সমালোচনায়
২৬."তপন আর পড়তে পারে না"--- কারণ
ক। তার গলা বসে গিয়েছিল
খ। তার কষ্ট হচ্ছিল
গ। তার অভিমান হয়েছিল
ঘ। তার বিরক্ত লাগছিল
২৭. "তারপর ধমক খায়"-- তপন কেন ধমক খায়
ক। ছোট মাসির কথা অমান্য করার জন্য
খ। পড়াশোনা না করার জন্য
গ। লেখা গল্পটি না পড়ার জন্য
ঘ। গল্প লেখার জন্য
২৮. তপন সবচেয়ে দুঃখ পেল কখন
ক। যখন ছোটমেসো তার গল্পটি ছাপাতে নিষেধ করলেন
খ। যখন গল্প লেখার জন্য বাবার কাছে বকুনি খেলো
গ। যখন নিজের গল্প করতে গিয়ে অন্যের লেখা লাইন পড়তে হয়েছিল
ঘ। যখন গল্প লেখার জন্য কোন পারিশ্রমিক পেল না
২৯. তপনের লেখা গল্পটি পড়ে সকলে ধন্য ধন্য করলে তপন
ক। মনে শান্তি পেল
খ। আনন্দে লাফাতে লাগলো
গ। মনে খুব দুঃখ পেল
ঘ। হি-হি করে হাসতে লাগলো
৩০. গল্প পড়ার পর তপন সংকল্প করে
ক। আর কোনদিন গল্প লিখবে না
খ। আরো বেশি করে গল্প লিখবে
গ। ভবিষ্যতে নিজের লেখা নিজে ছাপাতে দেবে
ঘ। নিজের পয়সা দিয়ে নিজের গল্প ছাপবে
উত্তর: ১-গ, ২-গ, ৩-খ, ৪-ঘ, ৫-খ, ৬-খ, ৭-গ, ৮-ক, ৯-ঘ, ১০-গ, ১১-গ, ১২-গ, ১৩-ঘ, ১৪-খ, ১৫-গ, ১৬-খ, ১৭-খ, ১৮-ঘ, ১৯-গ, ২০-খ, ২১-গ, ২২-গ, ২৩-ক, ২৪-খ, ২৫-গ, ২৬-খ, ২৭-গ, ২৮-গ, ২৯-গ, ৩০-গ
উত্তর: ১-গ, ২-গ, ৩-খ, ৪-ঘ, ৫-খ, ৬-খ, ৭-গ, ৮-ক, ৯-ঘ, ১০-গ, ১১-গ, ১২-গ, ১৩-ঘ, ১৪-খ, ১৫-গ, ১৬-খ, ১৭-খ, ১৮-ঘ, ১৯-গ, ২০-খ, ২১-গ, ২২-গ, ২৩-ক, ২৪-খ, ২৫-গ, ২৬-খ, ২৭-গ, ২৮-গ, ২৯-গ, ৩০-গ