Header Ads Widget

প্রলয়োল্লাস | কাজি নজরুল ইসলাম | দশম শ্রেণির সাহিত্য সঞ্চয়ণ।

প্রলয়োল্লাস(কাজি নজরুল ইসলাম)


SLST পরীক্ষার জন্য ‘প্রলয়োল্লাস’ কবিতা থেকে সম্ভাব্য প্রশ্নোত্তোর : 

১. ‘প্রলয়োল্লাস’ কবিতা টি কার লেখা ?
উত্তর: কাজী নজরুল ইসলামের লেখা।

২. ‘প্রলয়োল্লাস’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ?
উত্তর: অগ্নিবীনা।

৩. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ টির প্রকাশকাল কত ?
উত্তর: ১৯২২ খ্রিস্টাব্দ।

৪. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা কয়টি ?
উত্তর: ১২টি ।

৫. ‘অগ্নিবীণা’ কাব্য গ্রন্থটি কবি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেন ?
উত্তর: বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে।

৬. ‘প্রলয়োল্লাস’ কবিতাটিতে কাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে ?
উত্তর: পরাধীন দেশের নাগরিকদের।

৭. ‘প্রলয়োল্লাস’ কবিতায় কবি প্রলয়োল্লাসে মেতে উঠেছেন কেন ?
উত্তর: ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টির জন্য।

৮. ‘নূতনের কেতন’ শব্দটির অর্থ কী ?
উত্তর: স্বাধীনতার বার্তাবাহী পতাকা।

৯. ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘নৃত্য পাগল’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
উত্তর: মহাদেব কে।

১০. ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘সিন্ধুপারের’ বলতে কী বুঝিয়েছেন ?
উত্তর: ভারতভূমি কে ।

১১. ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘আসছে ভয়ংকর’-- ‘ভয়ঙ্কর’ কীভাবে আসছে ?
উত্তর: বজ্রশিখার মশাল জ্বেলে।

১২.‘প্রলয়োল্লাস’ কবিতায়  ‘ঝামর’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
উত্তর: রুক্ষ ।

১৩. “রক্ত তাহার কৃপাণ ঝোলে” --‘কৃপাণ’ শব্দের অর্থ কী ?
উত্তর: তরবারি।

১৩. “সপ্ত মহাসিন্ধু দোলে” ---- ‘সপ্ত মহাসিন্ধু’ কোথায় দোলে ?
উত্তর: কপোলতলে।

১৪. ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘চরাচর’ শব্দটির আভিধানিক অর্থ কী ?
উত্তর: সমগ্র পৃথিবী।

১৫. “দ্বাদশ রবির বহ্নি জ্বালা” --‘দ্বাদশ রবি’ কী ?
উত্তর: দুপুর বেলার রবি বা সূর্য।

১৬. “পিঙ্গল তার ত্রস্ত জটায়।”-- ‘তার’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
উত্তর: মহাদেব শিবের কথা বলা হয়েছে।

১৭. “মাভৈঃ মাভৈঃ!” -- ‘মাভৈ’ কথাটির অর্থ কী ?
উত্তর: নির্ভয়ে এগিয়ে যাওয়া।

১৮. “তোরা সব জয়ধ্বনি কর” --- বাক্যটি কবিতায় ক-বার ব্যবহৃত হয়েছে ?
উত্তর: ১৯ বার।

১৯. প্রলয়োল্লাস কবিতাটির মূলভাব কী ?
উত্তর: ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির বার্তাবহ আনন্দের প্রকাশ।

২০. হ্রেষার কাঁদন, বজ্রগান, ঝড় ও তুফান কীসের প্রতীক ?
উত্তর: ধ্বংশের প্রতীক ।



MCQ

বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর নিম্মে আলোচনা করা হলো


১. ‘প্রলয়োল্লাস' কবিতাটির কবি—

ক। রবীন্দ্রনাথ ঠাকুর

খ। সুকান্ত ভট্টাচার্য

গ। নজরুল ইসলাম

ঘ। বিষ্ণু দে

২. ‘প্রলয়োল্লাস’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত ?

ক। অগ্নিবীণা

খ। বিষের বাঁশি

গ। সিন্ধুহিন্দোল

ঘ। ছায়ানট

৩. ‘অগ্নিবীণা' কাব্যটির প্রকাশকাল হল______খ্রিস্টাব্দ। (শূন্যস্থান পূরণ)

ক। ১৯২২ 

খ। ১৯২৪

গ। ১৯২৫

ঘ। ১৯২৩

৪. “ওই নূতনের কেতন ওড়ে...”—'নূতনের কেতন' কেমনভাবে ওড়ে ?

ক। আশ্বিনের ঝড়ের মতো 

খ। কালবৈশাখীর ঝড়ের মতো

গ। ঝড়-তুফানে বজ্রের মতো

ঘ। বজ্রশিখার মশাল জ্বেলে

৫. কবিতায় ব্যবহৃত ‘কেতন' শব্দের অর্থ কী ?

ক। পতাকা 

খ। নিবাস

গ। ঘর

ঘ। ব্যজন 

৬. ‘প্রলয়োল্লাস' কবিতায় কোন্ ঝড়ের কথা বলা হয়েছে ?

ক। টর্নেডো

খ। ঘূর্ণি

গ। কালবৈশাখী

ঘ। ফাঁপি

৭. “আসছে এবার...”-কার আসার কথা বলা হয়েছে ?

ক। বর্গিদের

খ। অত্যাচারী শাসক ইংরেজদের

গ। পাঠান-মোগলদের

ঘ। প্রলয়ংকর শিবের

৮. সিন্ধুপারের কোথায় ধমক হেনে আগল ভাঙার কথা বলা হয়েছে ?

ক। দ্বারে

খ। খিড়কিতে

গ। প্রান্তরে

ঘ। সিংহদ্বারে

৯. ভয়ংকর কীরূপে আসে ?

ক। মহাকালের চণ্ডরূপে 

খ। শিবরূপে 

গ। প্রলয়রূপে

ঘ। মৃত্যুরূপে

১০. ভয়ংকর কীসের মশাল জ্বেলে আসে ? 

ক। বিদ্যুতের

খ। কেরোসিনের

গ। বজ্রশিখার
ঘ। ক্রোধের

১১ “ঝামর তাহার________দোলায়”— শূন্যস্থান পূরণ করো ।

ক। কেশের

খ। দেহের

গ। পুচ্ছ 

ঘ। শরীর

১২. “_________তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায় ?”—শূন্যস্থান পূরণ করো।

ক। ঝামর

খ। পামর

গ। সাগর

ঘ। বাতাস

১৩. চামর ঢুলায় কে ?

ক। নক্ষত্র

খ। চন্দ্ৰ

গ। সূর্য

ঘ। ধূমকেতু

১৪. বিশ্বপাতার বক্ষ-কোলে কী ঝোলে ?

ক। ফল

খ। ফুল

গ। মুণ্ডু

ঘ। কৃপাণ

১৫. রক্ত তাহার কৃপাণ ঝোলে”—‘কৃপাণ' শব্দটির অর্থ হল—

ক। তরোয়াল 

খ। ঢাল

গ। বর্ষা

ঘ। বন্দুকের গুলি 

১৬. অট্টরোলের হট্টগোলেও কী স্তব্ধ হয়ে আছে ?

ক। বিশ্ব

খ। চরাচর 

গ। বাংলা

ঘ। পৃথিবী

১৭. “_______ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়ন কটায়” শূন্যস্থান পূরণ করো।

ক। পঞ্চম

ঘ। সপ্তম

গ। দশম

ঘ। দ্বাদশ

১৮. পিঙ্গল এস্ত জটায় কী লুটায় ?

ক। হাসি 

খ। কাঁদন

গ। আনন্দ 

ঘ। বেদনা

১৯. “দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় !”— ‘পিঙ্গল' শব্দটির অর্থ হল—

ক। আগুনের মতো রং 

খ। হলুদ

গ। গাঢ় নীল

ঘ। সাদা

২০. “বিন্দু তাহার নয়নজলে”— কী দুলছে ?

ক। সপ্তপাতাল

খ। ত্রিভুবন

গ। সপ্তসিন্ধু

ঘ। বিশ্বচরার

২১. “কপোলতলে!”—“কপোল' শব্দটির অর্থ হল—

ক। কপাল

খ। কিশোর

গ। কুৎসিত

ঘ। গাল

২২. বিশ্বমায়ের আসন ভয়ংকরের কোন স্থানে অবস্থিত ?

ক। মাথার ওপর

খ। কোলের ওপর

গ। বাহুর ওপর

ঘ। বক্ষের ওপর

২৩. “মাভৈঃ মাভৈঃ”—‘মাভৈঃ' শব্দের অর্থ হল—

ক। ভয়ংকর

খ। ভয় কোরো না

গ। আর কোনো ভয় নেই 

ঘ। ধ্বংস আসছে

২৪. জগৎজুড়ে কী ঘনিয়ে আসে ?

ক। প্রলয় 

খ। ঝঞ্ঝা

গ। মেঘ

ঘ। বৃষ্টি

২৫. জরায় মরা মুমূর্ষুদের প্রাণ কোথায় লুকোনো আছে ?

ক। সৃষ্টিতে

খ।  রক্ষায়

গ। বিনাশে

ঘ। বিঘ্নে

২৬. “এবার মহানিশার শেষে”—এখানে 'মহানিশা' বলতে বোঝানো হয়েছে —

ক। দীর্ঘ দুঃখ-কষ্ট

খ। দীর্ঘ পরাধীনতা

গ। দীর্ঘ রাত্রিযাপন

ঘ। দীর্ঘ অপেক্ষা 

২৭. করুণ বেশে কে আসবে ?

ক। কালবৈশাখী

খ। মহাপ্রলয়

গ। প্রভাতের সূর্য

ঘ। শিব

২৮. “দিগম্বরের জটায় হাসে শিশু-চাঁদের-” চাঁদের হাসির অর্থ কী ?

ক। কালবৈশাখী থেমে গেছে 

খ। মহাপ্রলয় আসছে

গ। ধ্বংসের পর নতুন সৃষ্টির আনন্দ বা সুখ

ঘ। ধ্বংসই কাম্য

২৯. দিগম্বরের জটায় কী হাসে ?

ক। শিশু-চাঁদের কর 

খ। পূর্ণ-চাঁদের কর

গ। অর্ধচন্দ্রের কর

ঘ। ক্ষয়িত চাঁদের কর

৩০. “দিগম্বরের জটায় হাসে”______“দিগম্বর' কে ?

ক। ব্রহ্মা

খ। বিষ্ণু

গ। পবনদেব

ঘ। মহেশ্বর

৩১. রক্ত-তড়িৎ চাবুক কে হানে ?

ক।  মহাকাল-সারথি

খ। সারথি

গ। প্রলয়

ঘ। ঝড়

৩২. বজ্রগানে ঝড়-তুফানে কী রণিয়ে ওঠে ?

ক। হেষার কাঁদন

খ। ঝড়ের বেদন

গ। বাতাসের কান্না 

ঘ। প্রলয় নাচন

৩৩. প্রলয় কোথায় উল্কা ছটায় ?

ক। নীল খিলানে

খ। জগৎজুড়ে

গ। লাল খিলানে

ঘ। দিগন্তে

৩৪. “দেবতা বাঁধা______”—শূন্যস্থান পূরণ করো।

ক। অন্ধকূপে

খ। ধূম্ৰ-ধূপে

গ। যজ্ঞ-যূপৈ

ঘ। পাষাণ-স্তূপে

৩৫. “শোনা যায় ওই_________”— শূন্যস্থান পূরণ করো।
ক। জয়ধ্বনি

খ। রথঘর্ঘর

গ। অট্টরোলের হট্টগোল

ঘ। হাসছে ভয়ংকর

৩৬. জীবনহারা অসুন্দরে কে ছেদন করতে আসছে ?

ক। নবীন

খ। প্রবীণ

গ। শিশু

ঘ। যুবা

৩৭. “ভেঙে আবার গড়তে জানে” —কে ?

ক। ভয়ংকর

খ। চিরসুন্দর

গ। প্রলঙ্কর

ঘ। মহাকাল

৩৮. “ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর!”— ‘চিরসুন্দর বলা হয়েছে —

ক। মহাকালকে

খ। সূর্যকে

গ। শিবকে

ঘ। ব্রহ্মাকে

৩৯. “_________প্রদীপ তুলে ধর”— কাদের প্রদীপ ধরতে বলা হয়েছে ?

ক। শিশুদের

খ। নবীনদের

গ। বধূদের

ঘ। মুহূর্ষদের

৪০. “বধূরা প্রদীপ তুলে ধর।”—বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন ?

ক। প্রদীপের আলোয় অন্ধকার দূর করতে

খ। অশুভ শক্তিকে দূর করতে

গ। নতুনকে স্বাগত জানাতে

ঘ। ধ্বংস ও সৃষ্টির দেবতাকে বরণ করে নিতে

৪১. “ওই আসে সুন্দর !”—সুন্দর কীভাবে আসছে ?

ক। কালবৈশাখীর বেশে

খ। প্রলয়-নেশার নৃত্য করতে করতে

গ। ধূমকেতুর বেশে

ঘ। কাল-ভয়ংকরের বেশে

৪২. কবি সবাইকে কী করতে আহ্বান জানিয়েছেন ?

ক। বিপ্লব করতে

খ। বিদ্রোহ করতে

গ। প্রতিবাদ করতে

ঘ। জয়ধ্বনি করতে





ধন্যবাদ










Post a Comment

1 Comments