অভিষেক
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত।
’অভিষেক’ কবিতাটি থেকে SLST,Bengali পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তরঃ
“অভিষেক” পদ্যাংশটি ‘মেঘনাদবধ’ কাব্যের যে সর্গ থেকে গৃহীত---
ক) প্রথম সর্গ খ) দ্বিতীয় সর্গ গ) তৃতীয় সর্গ ঘ) চতুর্থ সর্গ।
উত্তর: ক ।
বীরেন্দ্র কেশরী হলেন---
ক) রাবণ খ) ইন্দ্রজিৎ গ) বীরবাহু ঘ) রঘুবর।
উত্তর: খ ।
ইন্দ্রজিতের কাছে ধাত্রীর ছদ্মবেশে এসেছিলেন---
ক) দুর্গা খ) চন্ডী গ) লক্ষী ঘ) গঙ্গা
উত্তর গ ।
অম্বুরাশি-- সুতা যার মৃত্যুসংবাদ দিয়েছিলেন তিনি---
ক) বীরবাহু খ) মহাবাহু গ) রাবণ ঘ) রাম
উত্তর: ক ।
রাক্ষস অধিপতি হলেন---
ক) বিভীষণ খ) রাবণ গ) ইন্দ্রজিৎ ঘ) বীরবাহু
উত্তর: খ।
মহাবাহু হলেন---
ক) রাবণ খ) কুম্ভকর্ণ গ) ইন্দ্রজিৎ ঘ) বিভীষণ
উত্তর: গ।
ইন্দ্রজিৎ রঘুবর কে সংখ্যার করেছেন
ক) দিবা রণে খ) নিশা রণে গ) মধ্যাহ্ন রণে ঘ) প্রাত রণে
উত্তর: খ।
‘‘শীঘ্র কহ দাসে”-- এখানে ‘দাস’ হলেন---
ক) লক্ষণ খ) রাম গ) রাবণ ঘ) ইন্দ্রজিৎ
উত্তর: ঘ।
“তবে ধরে মরিয়া চিল”---
ক) লক্ষ্মীপতি খ) লঙ্কা পতি গ) সীতাপতি ঘ) রাক্ষসাধিপতি
উত্তর: গ ।
“যাও তুমি ত্বরা করি” ---উক্তিটির বক্তা ---
ক) ইন্দিরা খ) প্রমিলা গ) মন্দোদরী ঘ) হৈমবতী
উত্তর: ক।
“রক্ষঃকুল মান রক্ষা করতে বলা হয়েছে---
ক) রাবনকে খ) লক্ষণকে গ) বিভীষণকে ঘ)ইন্দ্রজিৎকে
উত্তর: ঘ।
রুষ্ট মেঘনাদ দূরে ফেলে দিল---
ক) কুসুমদাম খ) কনক-বলয় গ) আসি ঘ) কুন্তল
উত্তর: খ।
ভূ-পতিত কুন্তলের সাথে তুলনা করা হয়েছে---
ক) বিজলীর ছটার খ) অশোক ফুলের গ) কুসুম দামের ঘ) কনক বলয়ের
উত্তর: খ।
“হেতা আমি বামাদল মাঝে”--- ‘বামা’ শব্দের অর্থ---
ক) নারী খ) বৈরী গ) রাক্ষসী ঘ) দেবী
উত্তর: ক।
“সাজিলা রথীন্দ্রশরভ” --রথীন্দ্রশরভ হলেন ---
ক) রামচন্দ্র খ) রাবণ গ) কুম্ভকর্ণ ঘ) ইন্দ্রজিৎ
উত্তর: ঘ।
“হৈমবতীসুত” বলতে বোঝানো হয়েছে----
ক) লক্ষণকে খ) কার্তিককে গ) মেঘনাথকে ঘ) গণেশকে
উত্তর: খ।