Header Ads Widget

এক নজরে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | Sri Krishna Kirtan Kabya | বাংলা সাহিত্যের ইতিহাস


শ্রীকৃষ্ণকীর্তন কাব্য


১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয় ?
উত্তর : ১৯০৯ খ্রিস্টাব্দে।
২. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিটি কে আবিষ্কার করেন ?
উত্তর : বসন্ত রঞ্জন রায়।
৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যেটি  কার গোয়াল ঘর থেকে উদ্ধার হয়েছিল ?
উত্তর :  দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের।
৪. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কার সম্পাদনায় প্রকাশিত হয় ?
উত্তর : বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায়।
৫. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি গ্রন্থাকারে প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে ?
উত্তর: ১৯১৬ খ্রিস্টাব্দে।
৬. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে মুদ্রিত আকারে প্রকাশিত হয় ?
উত্তর : বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
৭. কাব্যটির রচয়িতা কে ?
উত্তর : বড়ু চন্ডীদাস।
৮. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বড়ু চন্ডীদাস ভনিতা কতবার ব্যবহৃত হয়েছে ?
উত্তর : ২৯৮ বার।
৯. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে শুধু চন্ডীদাস ভনিতা কতবার ব্যবহৃত হয়েছে ?
উত্তর: ১০৭ বার।
১০. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে অনন্ত বা আনন্ত চন্ডীদাস ভনিতাটি কতবার ব্যবহৃত হয়েছে ?
উত্তর: ৫ বার ।
১১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ডিত পদের সংখ্যা কয়টি ?
উত্তর: ১৫ টি ।
১২. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কতগুলি পদে ভনিতা পাওয়া যায়নী ?
উত্তর: ৮ টি।
১৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সম্পূর্ণ খণ্ড সংখ্যা কয়টি ?
উত্তর : ১০ টি।
১৪. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সর্বমোট পদ সংখ্যা কয়টি ?
উত্তর: ৪১৮ টি।
১৫. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহৃত সংস্কৃত শ্লোক সংখ্যা কয়টি ?
উত্তর:  ১৬১ টি।
১৬. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কতগুলি সংস্কৃত শ্লোক একাধিকবার ব্যবহৃত হয়েছে ?
উত্তর: ১৮ টি।
১৭. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ব্যবহৃত  কতগুলি রাগরাগিণীর উল্লেখ আছে ?
উত্তর : ৩২ টি।
১৮. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ক্ষুদ্রতম খন্ড কোনটি ?
উত্তর : জন্ম খণ্ড।
১৯. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বৃহত্তম খন্ড কোনটি ?
উত্তর: দান খণ্ড।
২০. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ‘তাম্বুল’ খণ্ডের পদ সংখ্যা কয়টি ?
উত্তর : ২৬ টি।
২১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে দান খণ্ডের পদ সংখ্যা কয়টি ?
উত্তর : ১১২ টি।
২২. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ‘জন্ম’ খণ্ডের পদ সংখ্যা কয়টি ?
উত্তর : ৯ টি।
২৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ‘নৌকা’ খণ্ডের পদ সংখ্যা কয়টি ?
উত্তর : ৩০ টি।
২৪. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ‘বৃন্দাবন’ খণ্ডের পদ সংখ্যা কয়টি ?
উত্তর : ৩০ টি।
২৫. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ‘ভার’ খণ্ডের পদ সংখ্যা কয়টি ?
উত্তর : ৩৭ টি।
২৬. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ‘যমুনা’ খণ্ডের পদ সংখ্যা কয়টি ?
উত্তর : ৩৭ টি।
২৭. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ‘বান’ খণ্ডের পদ সংখ্যা কয়টি ?
উত্তর : ৩৭ টি।
২৮. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ‘রাধাবিরহ’ খণ্ডের পদ সংখ্যা কয়টি ?
উত্তর : ৬৯ টি।
২৯. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে ‘বংশী’ খণ্ডের পদ সংখ্যা কয়টি ?
উত্তর : ৪১ টি।
৩০. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খণ্ডের নিজস্ব পদ নেই ?
উত্তর : যমুনা ।
৩১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল কাহিনীর সূত্রপাত কোন ঋতুতে ?
উত্তর: বসন্ত ঋতুতে।
৩২. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের  সমাপ্তি হয় কোন ঋতুতে ?
উত্তর : শরৎ ঋতুতে।
৩৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনী  বিস্তারের সময় কত ?
উত্তর : আড়াই বছর।
৩৪. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে যে চিরকুটটি পাওয়া গিয়েছিল তাতে কী নাম লেখা ছিল ?
উত্তর:  শ্রীকৃষ্ণ সন্দর্ভ ।
৩৫. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে শ্রীকৃষ্ণের জননীর নাম কী ?
উত্তর : দেবকী।
৩৬. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শ্রীকৃষ্ণের পিতার নাম কী ?
উত্তর : বসুদেব।
৩৭. শ্রীকৃষ্ণ সন্দর্ভ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : শ্রীজীব গোস্বামী।
৩৮. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রাধা মায়ের নাম কী ? 
উত্তর : পদুয়া।
৩৯. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার পিতার নাম কী ?
উত্তর : সাগর।
৪০. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রাধার শাশুড়ির নাম কী ?
উত্তর: জটিলতা।
৪২. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার স্বামীর নাম কী ?
উত্তর : অভিমন্যু।
৪৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রাধার শ্বশুরের নাম কী ?
উত্তর : গোল।
৪৪. কালীয়দমন কালে জলমগ্ন অচৈতন্য কৃষ্ণকে চেতনা ফিরিয়ে দিয়েছিলেন কে ?
উত্তর : বলভদ্র।