বাংলা সাহিত্যে প্রথম
১. বাংলা সাহিত্যে প্রথম অক্ষর খোদাইকারী কে ?
উত্তর:—পঞ্চানন কর্মকার।
২. বাংলা সাহিত্যে প্রথম যতি চিহ্ন ব্যবহারকারী কে ?
উত্তর:— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
৩. কে, কোথায় ছাপার হরফের প্রথম ব্যবহার করেন ?
উত্তর:—হালহেড সাহেব, ‘A Grammar of the Bengal Laguage’-এ।
৪. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি ?
উত্তর:— ‘Vocabulario em Idioma e bengalla e potuguez’.
৫. বাংলা ভাষায় রচিত প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?
উত্তর:—রাজাবলি।
৬. বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি ?
উত্তর:—রাজা প্রতাপাদিত্য চরিত্র।
৭. বাংলায় লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?
উত্তর:— সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব।
৮. বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি ?
উত্তর:—কীর্তিবিলাস।
৯. বাংলায় লেখা প্রথম কমেডি রচনা কোনটি ?
উত্তর:—ভদ্রার্জুন।
১০. বাংলায় লেখা প্রথম সার্থক ট্রাজেডি কোনটি ?
উত্তর:—কৃষ্ণকুমারী।
১১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে ?
উত্তর:—মাইকেল মধুসূদন। দত্ত।
১২. বাংলার প্রথম একাঙ্ক নাট্যকার কে ?
উত্তর:— মন্মথ রায়।
১৩. বাংলা ভাষায় প্রথম সনেট রচয়িতা কে ?
উত্তর:—মাইকেল মধুসূদন দত্ত।
১৪. বাংলা সাহিত্যে প্রথম মুসলমান নাট্যকার কে ?
উত্তর:— মীর মোশারেফ হোসেন।
১৫. বাংলা সাহিত্যে প্রথম সার্থক গীতিকবি কে ?
উত্তর:—বিহারীলাল চক্রবর্তী।
১৬. চলিত রীতির প্রথম ব্যবহারকারী কে ?
উত্তর:—প্রমথ চৌধুরী।
১৭. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে ?
উত্তর:—বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৮. বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয়োপাখ্যান কোনটি ?
উত্তর:—ইউসুফ জোলেখা।
১৯. বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষরের প্রয়োগ—পদ্মাবতী নাটক।
২০. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ?
উত্তর:—স্বর্ণকুমারী দেবী।
২১. বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি ?
উত্তর:—দিগ্দর্শন।
২২. বাংলা সাহিত্যে প্রথম ছোটোগল্প কোনটি ?
উত্তর:—মধুমতী।
২৩. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ? উত্তর:—মানকুমারী বসু।
২৪. বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি ?
উত্তর:—সংবাদ প্রভাকর।
২৫. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি ?
উত্তর:—দুর্গেশনন্দিনী ।
২৬. বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি ?
উত্তর:—বীরাঙ্গনা
২৭. বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্র পুরষ্কার প্রাপক কে ?
উত্তর:—সতীনাথ ভাদুড়ী।
২৮. বাংলা সাহিত্যে প্রথম বঙ্কিম পুরস্কার প্রাপক কে ?
উত্তর:—প্রবোধচন্দ্র সেন ।
২৯. বাংলা সাহিত্যে প্রথম সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপক কে ?
উত্তর:—জীবনানন্দ দাশ।
৩০. বাংলা সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে ?
উত্তর:—তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৩১. বাংলা সাহিত্যে প্রথম দীনবন্ধু পুরস্কার প্রাপক কে ?
উত্তর:—মন্মথ রায় ।
৩২. বাংলা সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার প্রাপককে ?
উত্তর:—রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৩. বিদেশি ভাষায় অনূদিত প্রথম বাংলা নাটক কে ?
উত্তর —নীলদর্পণ।
আরো পড়ুন—
Comming soon
👉
👉
👉
👉
👉
👉
👉
👉
0 Comments
Post a Comment