ভারতীয় ব্যাঙ্ক ক্ষেত্র সম্পর্কিত কিছু উল্লেখযোগ্য তথ্য

  • ভারতের প্রথম ব্যাঙ্ক 'ব্যাঙ্ক অফ হিন্দুস্তান' প্রতিষ্ঠিত হয় 1770 সালে। 'দ্য জেনারেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' ভারতের দ্বিতীয় ব্যাঙ্ক হিসাবে 1786 সালে প্রতিষ্ঠিত হয়।
  • ভারতের প্রাচীনতম ব্যাঙ্ক যেটি বর্তমানেও কার্যকর আছে সেটি হল 'স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'। 1921 সালে ব্যাঙ্ক অফ বেঙ্গল', ‘ব্যাঙ্ক অফ বোম্বে' এবং 'ব্যাঙ্ক অফ ম্যাড্রাস' একত্রিত হয়ে ইমপেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' প্রতিষ্ঠিত হয়, যেটি পরে 1955 সালে 'স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' নামে পরিচয় লাভ করে।
  • ভারতের সর্বপ্রথম সম্পূর্ণ ভারতীয় দেশীয় ব্যাঙ্ক হল 'পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ভারতের প্রথম ব্যাঙ্ক যেটি বিদেশে তাদের শাখা খুলেছিল সেটি হল 'ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'। ব্যাঙ্কটি 1946 সালে লন্ডনে তাদের এই বিদেশি শাখার উদ্বোধন করে।
  • ভারতের সবচেয়ে প্রাচীন পাবলিক সেক্টর ব্যাঙ্ক হল 'এলাহাবাদ ব্যাঙ্ক'।
  • ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাঙ্ক যেটি সম্পূর্ণ দেশীয় তত্ত্বাবধানে গড়ে উঠেছিল, সেটি হল 'সেন্ট্রাল ব্যাঙ্ক
  • অফ ইন্ডিয়া'।
  • লালা লাজপৎ রাই 'পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে'র প্রতিষ্ঠা করেন।
  • 1919 সালে মহাত্মা গান্ধি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'-র উদ্বোধন করেন। 
  • ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক' 1935 সালে প্রতিষ্ঠিত হয়।
  • 'কানাড়া ব্যাঙ্ক' হল প্রথম ভারতীয় ব্যাঙ্ক যেটির আই.এস.ও. সার্টিফিকেশন রয়েছে।
  • 19 জুলাই, 1969 সালে ভারতীয় ব্যাঙ্কগুলির (14টি) জাতীয়করণ করা হয়।
  • রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ।রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি.ডি. দেশমুখ।
  • 'প্রেসিডেন্সি ব্যাঙ্ক' 1833 সালে ভারতে প্রথম সেভিংস অ্যাকাউন্ট সিস্টেম চালু করে। 1784 সালে প্রতিষ্ঠিত 'বেঙ্গল ব্যাঙ্ক' হল প্রথম ব্যাঙ্ক যেটি ব্যাঙ্কিং পরিষেবায় চেক ব্যবস্থার সূচনা করে।
  • 'আই.সি.আই.সি.আই.' ব্যাঙ্ক প্রথম ভারতীয় ব্যাঙ্ক যেটি ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করে।
  • এইচ.এস.বি.সি. ব্যাঙ্ক মুম্বাইতে 1987সালে প্রথম এ.টি.এম. চালু করে। 
  • 'সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' হল প্রথম ভারতীয় ব্যাঙ্ক যেটি ক্রেডিট কার্ড চালু করে।
  • আই.সি.আই.সি.আই.' হল প্রথম ভারতীয় ব্যাঙ্ক যেটি মোবাইল এ.টি.এম.-এর সূচনা করে।
  • ব্যাঙ্ক অফ বরোদা'-র বিদেশে সবথেকে বেশি শাখা আছে। 
  • মোট শাখার নিরিখে 'ভারতীয় স্টেট ব্যাঙ্ক' বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে।
  • ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাঙ্ক হল অউধ কমার্শিয়াল ব্যাঙ্ক (1881)
  • ভারতীয় পুঁজিতে স্থাপিত প্রথম ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (1894) স্থপতি-লালা লাজপত রায়)।
  • ভারতে স্থাপিত প্রথম বিদেশি ব্যাঙ্ক এইচ এস বি সি (HSBC)
  • ISO Certificate প্রাপ্ত প্রথম ভারতীয় ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক (1996)
  • ভারতের প্রথম Joint Stock Bank হল ব্যাঙ্ক অফ আপার ইন্ডিয়া (1863)
  • ভারতে তৈরি প্রথম ইউনিভার্সাল ব্যাঙ্ক আই সি আই সি আই (ICICI) (2000) 
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (1987) প্রথম মিউচুয়্যাল ফান্ড পরিষেবা শুরু করে।
  • ভারতের প্রথম রুরাল রিজিওন্যাল ব্যাঙ্ক (গ্রামীণ ব্যাঙ্ক) হল প্রথমা গ্রামীণ ব্যাঙ্ক (সিন্ডিকেট ব্যাঙ্কের তত্ত্বাবধানে গঠিত)।
  • IDFC ও বন্ধন ব্যাঙ্ক (2014) প্রথম বেসরকারি সংস্থা যেটি 'in principle' ব্যাঙ্কিং লাইসেন্স পেয়েছিল।
  • Grind Lays Bank (1967) ভারতে প্রথম 'Merchant Banking পরিষেবা চালু করে।
  • আই সি আই সি আই ব্যাঙ্ক (2002) প্রথম block chain technology চালু করেন।
  • সিটি ব্যাঙ্ক (2016) প্রথম voice biometric পদ্ধতি চালু করেছিল। 
  • সিটি ইউনিয়ন ব্যাঙ্ক (2016) ব্যাঙ্কিং ক্ষেত্রে প্রথম রোবট চালু করেছিল।
  • নিউ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (1993) হল ভারতের প্রথম ব্যাঙ্ক যেটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হয়েছিল।
  • ইউনিয়ন ব্যাঙ্ক (গুজরাটের আমেদাবাদে) ভারতে প্রথম ব্যাঙ্ক talking ATM পরিষেবা চালু করে।
  • ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল প্রথম কম্পিউটারাইজ ব্যাঙ্ক।
  • ভারতে প্রথম নন-ব্যাঙ্কিং এটিএম পরিষেবা চালু করেছিল টাটা কমিউনিকেশন পেমেন্টস সলিউশনস লিমিটেড।
  • প্রথম পেমেন্ট ব্যাঙ্ক হল এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক।
  • ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
  • ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক হল আই সি আই সি আই ব্যাঙ্ক।
  • ভারতের বৃহত্তম বিদেশি ব্যাঙ্ক হল স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্ক। ভারতের সবচেয়ে বেশি শাখা সমন্বিত সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
  • ভারতের সবচেয়ে পুরোনো সরকারি ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক।
  • আই সি আই সি আই ব্যাঙ্ক (2015) প্রথম ব্যাঙ্ক, যে UPI ভিত্তিক মোবাইল ওয়ালেট অ্যাপস চালু করেছে।
  • আই সি আই সি আই ব্যাঙ্ক (2015) প্রথম স্পর্শরহিত ডেবিট ও ক্রেডিট চালু করেছে। 
  • আই সি আই সি আই ব্যাঙ্ক (1999) হল প্রথম ব্যাঙ্ক যেটি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ-এ নথিভুক্ত হয়েছিল।”
  • প্রথম মহিলা ব্যাঙ্ক হল ভারতীয় মহিলা ব্যাঙ্ক। 
  • আই সি আই সি আই ব্যাঙ্ক (2015) প্রথম ব্যাঙ্ক যে ট্যুইটারে টাকা লেনদেন চালু করেছিল।
  • ইয়েস ব্যাঙ্ক (2016) হল প্রথম ব্যাঙ্ক, যে চ্যাট বট ভিত্তিক ব্যাঙ্কিং পরিষেবা চালু করেছিল। প্রথম স্মল ফিন্যান্স ব্যাঙ্ক হল ক্যাপিটাল স্মল ফিন্যান্স ব্যাঙ্ক (2016)।
................................................🌸...................................................
 যদি কোনও সুযোগে  আমার পোস্টে ত্রুটি থাকে  তবে মন্তব্যে আমাকে জানাতে দ্বিধা করবেন না।