Header Ads

নাটক | Natok | Drama | সাহিত্যের রূপরীতি

  


নাটক 


১. Drama শব্দটির উৎস কী ?

উত্তর:— ‘Drama' শব্দটির উৎস হল গ্রিক ‘Dran' যার অর্থ ‘কিছু করা’।

২. আমাদের দেশে নাটকের কথা পাওয়া যায় এমন একটি প্রাচীন গ্রন্থের নাম লেখ ।

উত্তর:— ভরতের 'নাট্যশাস্ত্র' গ্রন্থে নাটকের কথা পাওয়া যায়।

3. The Poetics কার লেখা ?

উত্তর: The Poetics গ্রন্থটি অ্যারিস্টটলের লেখা।

৪. সংস্কৃত নাটকের শুরু কোন্ অংশ দিয়ে ? 

উত্তর:— সংস্কৃত নাটকের শুরু ‘মঙ্গলাচরণ' দিয়ে।

৫. নাটকের প্রাণ কোনটি ?

উত্তর:— নাটকের প্রাণ বলা হয় প্লটকে।

৬. পঞ্চাঙ্ক নাটকের পাঁচটি পর্যায় কী কী ?

উত্তর:— পঞ্চাঙ্ক নাটকের পাঁচটি পর্যায় হল সূচনা, জটিলতা, শীর্ষবিন্দু, গ্রন্থিমোচন ও সমাপ্তি।

৭. নাটকে ঐক্য বলতে কী বোঝায় ?

উত্তর:— নাটকে ঐক্য বলতে সময়ের ঐক্য বা Unity of Time এবং ঘটনার ঐক্য বা Unity of Action-কে বোঝায়।

৮. ঐতিহাসিক নাটক কাকে বলে ?

উত্তর:— ইতিহাসের কোনো ঘটনা বা কাহিনি কিংবা চরিত্রকে কেন্দ্র করে যে সব নাটক রচিত হয় তাকেই ঐতিহাসিক নাটক বলে। এই নাটকে ইতিহাসের সঙ্গে কবিকল্পনাও যুক্ত থাকে।

উদাহরণ—শেক্সপিয়রের ‘জুলিয়াস সিজার', 'ক্লিওপেট্রা।

সংস্কৃতে—বিশাখদত্তের ‘মুদ্রারাক্ষস'।

বাংলায়—দ্বিজেন্দ্রলাল রায়ের 'প্রতাপ সিংহ', 'নূরজাহান', 'মেবার পতন', 'সাজাহান', 'চন্দ্রগুপ্ত', 'সিংহল বিজয়'। গিরিশচন্দ্রের 'সিরাজদ্দৌলা',

‘মীরকাশিম’, মন্মথ রায়ের 'অশোক'।

৯. পৌরাণিক নাটক কাকে বলে ?

উত্তর:— পৌরাণিক কাহিনি বা চরিত্র অবলম্বনে ভক্তিরসোজ্জ্বল যে সমস্ত নাটক রচিত হয় তাকে পৌরাণিক নাটক বলে। দেবমহিমা বা ধর্মভাব প্রকাশই এই নাটকের মূল লক্ষ্য।

বাংলায় এর উদাহরণ—গিরিশচন্দ্রের ‘রাবণবধ', ‘নল দময়ন্তী', 'বিশ্বমঙ্গল', ‘জনা', ক্ষীরোদপ্রসাদের ‘ভীষ্ম’, ‘নরনারায়ণ', ডি এল রায়ের ‘পাযাগী', 'সীতা'। 

১০. কয়েকটি চরিত নাটকের উদাহরণ দিন।

উত্তর:— বনফুলের 'শ্রীমধুসূদন', 'বিদ্যাসাগর', মহেন্দ্র গুপ্তের 'মাইকেল', গিরিশচন্দ্রের “চৈতন্যলীলা'।

১১. রূপক সাংকেতিক নাটক কাকে বলে ?

উত্তর:— যে প্রকার নাটকে একটি বক্তব্যের আড়ালে আর একটি বক্তব্য লুকিয়ে থাকে এবং উভয়ের ভেদ খুব স্পষ্ট থাকে না, থাকে শুধু তার আভাস তাকেই রূপক সাংকেতিক নাটক বলে। বাংলায় এমন নাটকের উদাহরণ—রবীন্দ্রনাথের 'ডাকঘর', ‘অচলায়তন', 'রক্তকরবী', 'রাজা' ইত্যাদি।

১২. বাংলা নাট্যসাহিত্যে রূপ-সাংকেতিক নাটকের কৃতিত্ব কার ?

উত্তর:— বাংলা নাট্যসাহিত্যে রূপ-সাংকেতিক নাটকের কৃতিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের।

১৩. সামাজিক নাটক কাকে বলে ?

উত্তর:— কোনো একটি যুগ বা সময়ের সামাজিক নানা সমস্যা কিংবা সংকট নিয়ে নাটক লেখা হয় তখন তাকে সামাজিক নাটক বলে।

বাংলায় এর উদাহরণ—গিরিশচন্দ্রের ‘প্রফুল্ল', 'বলিদান', বিজন ভট্টাচার্যের ‘নবান্ন', বিধায়ক ভট্টাচার্যের 'ক্ষুধা', মন্মথ রায়ের ‘ধর্মঘট', তুলসী লাহিড়ীর ‘ছেঁড়া তার' ইত্যাদি।

১৪. বাংলায় প্রথম সামাজিক নাটক কোনটিকে বলা যেতে পারে ?

উত্তর:— রামনারায়ণ তর্করত্নের ‘কুলীনকুলসর্বস্ব' বাংলায় প্রথম সামাজিক নাটক।

১৫. Problem Play কী ?

উত্তর:— কোনো একটি বিশেষ সামাজিক সমস্যার রূপায়ণ করে যে সামাজিক নাটক অঙ্কিত হয় তাকে বলে Problem Play l

১৬. প্রহসন বা Farce কী ?

উত্তর:— সামাজিক অন্যায়, দুর্নীতি কপটতা বা অনাচারের বিরুদ্ধে হাস্য পরিহাসের মধ্য দিয়ে যে সংক্ষিপ্ত নাটক লেখা হয় তাকে প্রহসন বলে। বাংলায় প্রহসন—মাইকেলের ‘একেই কি বলে সভ্যতা', ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’, দীনবন্ধু মিত্রের ‘সধবার একাদশী', দ্বিজেন্দ্রলাল রায়ের ‘কল্কি অবতার'।

১৭. 'Farce' শব্দটির উৎস কী ?

উত্তর:— 'Farce' শব্দটির উৎস লাতিন ‘farsus' শব্দ থেকে।

১৮. বাংলায় দীনবন্ধু মিত্র কার আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রহসন লিখেছিলেন ? 

উত্তর:— দীনবন্ধু মিত্র মাইকেল মধুসূদন দত্তের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রহসন লিখেছিলেন।

১৯. 'Melodrama' শব্দটির উৎস কী ?

উত্তর:— 'Melodrama' শব্দটির উৎস গ্রিক ‘melos' থেকে ।

২০. মেলোড্রামা বা অতি নাটক কী ?

উত্তর:— নাটকে যখন তার দ্বন্দ্ব অতিরঞ্জিত হয়, ঘটনা হয় অস্বাভাবিক, আকস্মিক কোনো উত্তেজনা সৃষ্টি করাই নাটকের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন তাকে অতিনাটক বা মেলোড্রামা বলে।

যেমন—দ্বিজেন্দ্রলাল রায়ের 'সাজাহান', রবীন্দ্রনাথের 'রাজা ও রাণী অতিনাটকের উদাহরণ।

নাট্যকাব্য হল সেই নাটক যা কাব্যের রূপ ও রীতি দ্বারা আচ্ছন্ন। এই নাটকে ‘নাট্যত্ব কাব্যভাবনা, কল্পনা ও সংলাপের কাব্যময়তা' মুখ্য। উদাহরণ—রবীন্দ্রনাথের ‘বিদায় অভিশাপ', 'কর্ণকুন্তী সংবাদ’, ‘গান্ধারীর আবেদন।

২১. রবীন্দ্রনাথের কাব্যনাট্য গুলি কী কী ?

উত্তর:— রবীন্দ্রনাথের কাব্যনাট্যগুলি হল ‘রুদ্রচণ্ড', ‘প্রকৃতির প্রতিশোধ', 'চিত্রাঙ্গদা', ‘মালিনী'।

২২. অদ্ভুত নাট্য কী ?

উত্তর:— অদ্ভূত নাট্য এক প্রহসনধর্মী নাটক যেখানে ব্যঙ্গ খুব তীব্র নয়, লঘু চপল আনন্দ থাকে।

যেমন—রবীন্দ্রনাথের ‘বৈকুণ্ঠের খাতা”।

২৩. একাঙ্ক নাটক কী ?

উত্তর:— একটি মাত্র অঙ্কে এবং বস্তুত একটি মাত্র দৃশ্যে সম্পূর্ণ নাটক হল একাঙ্ক নাটক। এই নাটকে নাট্যকার জীবনের একটি ক্ষুদ্র অংশকে সুনিবিড় অখণ্ডতা দান করেন।

২৪. বাংলায় একাঙ্ক নাটকগুলি কী কী ?

উত্তর:— মন্মথ রায়ের ‘রাজপুরী’, ‘বিদ্যুৎপর্ণা', ‘জন্মদিন’; প্রবোধ মজুমদারের ‘শুভযাত্রা, বনফুলের ‘শিক কাবাব' ইত্যাদি। -

২৫. কোন্ শ্রেণির নাটকের সঙ্গে ছোটোগল্পের সাদৃশ্য আছে ? 

উত্তর:— একাঙ্ক নাটকের সঙ্গে ছোটোগল্পের সাদৃশ্য আছে।

২৬. রবীন্দ্রনাথের 'শ্যামা', চণ্ডালিকা', 'তাসের দেশ', 'নটীর পূজা' কোন শ্রেণির নাটক ?

উত্তর:— রবীন্দ্রনাথের ‘শ্যামা', চণ্ডালিকা', 'তাসের দেশ', 'নটীর পূজা' হল নৃত্যনাট্য।

২৭. অ্যাবসার্ড নাটকের বৈশিষ্ট্য কী?

উত্তর:— এই নাটকে গঠন পদ্ধতি উদ্দেশ্যহীন ও অনির্দিষ্ট। এর আরম্ভ যেখানে শেষও সেখানে। প্লটে কোনো পরিকল্পনার আভাস থাকে না, স্থান কালের সীমা থাকে না। জীবনের উদ্ভটত্ব, অর্থহীনতা প্রকাশই এই ধরনের নাটকের লক্ষ্য।

২৮. বাংলায় অ্যাবসার্ড নাটকের উদাহরণ গুলি কী কী ? 

উত্তর:— বাদল সরকারের ‘এবং ইন্দ্রজিৎ', ‘বাকি ইতিহাস', মোহিত চট্টোপাধ্যায়ের ‘মৃত্যু সংবাদ ইত্যাদি।

২৯. বাংলা নাট্যসাহিত্যে মন্মথ রায়ের নাম বিশেষ কী কারণে স্মরণীয় ?

উত্তর:— একাঙ্ক নাটকের যথার্থ রূপকার বলে বাংলা নাট্যসাহিত্যে মন্মথ রায়ের নাম বিশেষভাবে স্মরণীয়।



তথ্য সূত্র: এস. এল. এস. টি: বাংলা কম্পিটিটর, নীলরতন চট্টোপাধ্যায়।



No comments

Powered by Blogger.