উপন্যাস
১. উপন্যাস কী ?
উত্তর: উপন্যাস জীবনের সুসংহত শিল্পিত রূপ। বাস্তব অথচ কল্পনার রঙে রঞ্জিত। উপন্যাসের মধ্য দিয়ে সামাজিক জীবন বাস্তবতার সামগ্রিক ছবি পাওয়া যায়।
২. উপন্যাসকে কে 'নির্দিষ্ট আয়তনের গদ্য কাহিনি' বলেছেন?
উত্তর: E.M Forster তাঁর বিখ্যাত রচনা 'Aspects of the Novel' গ্রন্থে একথা বলেছেন।
৩. 'Novel' শব্দটির উৎস কী?
উত্তর: 'Novel' শব্দটির উৎস ইতালীয় 'Novella' শব্দ থেকে।
৪. উপন্যাসের শুরু কোন সময় থেকে ?
উত্তর: উপন্যাসের শুরু চতুর্দশ শতকে।
৫. ইংরেজিতে প্রথম উপন্যাস কোনটিকে বলা হয় ?
উত্তর: ইংরেজিতে প্রথম উপন্যাস হল রিচার্ডসনের 'পামেলা'।
৬. উপন্যাসের উপাদানগুলি কী কী ?
উত্তর: উপন্যাসের উপাদানগুলি হল প্লট, চরিত্র, সংলাপ, পটভূমি, বাস্তবতা, দ্বন্দ্ব ও শৈলী।
৭. প্লট কয় প্রকার হতে পারে? কী কী ?
উত্তর: প্লট দুই প্রকার—সরল ও যৌগিক।
৮. প্লটের প্রাণ কী ?
উত্তর:— খন্দু বা conflict হল প্লটের প্রাণ।
৯. চরিত্র কয় প্রকারের হয়ে থাকে ?
উত্তর:— দুই প্রকারের। নির্বিশেষ বা type চরিত্র ও ব্যক্তি কেন্দ্রিক চরিত্র।
১০. উপন্যাসকে কথাসাহিত্য কেন বলা হয় ?
উত্তর: উপন্যাসকে কথাসাহিত্য বলার কারণ হল শব্দ বা কথা সাজিয়ে জীবনের নানা ছবি অঙ্কিত হয় উপন্যাসে।
১১. রোমান্সধর্মী উপন্যাস কী ? উদাহরণ দিন।
উত্তর:— প্রেমের শৌর্য বীর্যের মহিমা প্রকাশ করে রচিত উপন্যাসকে রোমান্স উপন্যাস বলে। যেমন—বঙ্কিমচন্দ্রের 'দুর্গেশনন্দিনী' কিংবা 'কপালকুণ্ডলা'।
১২. সামাজিক উপন্যাস কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:— যে প্রকার উপন্যাসে সামাজিক ও পারিবারিক জীবনের নানা বিবরণ, ব্যাখ্যা বিশ্লেষণ থাকে, নানা সামাজিক সমস্যা এবং চরিত্রের মানসবৃত্তির নানা প্রতিক্রিয়া ধরা পড়ে তাকেই সামাজিক উপন্যাস বলে। যেমন—'পল্লীসমাজ', 'গণদেবতা', 'পঞ্চগ্রাম', 'শহরতলি','বিষবৃক্ষ', 'কৃষ্ণকান্তের উইল', ইত্যাদি।
১৩. বাংলায় প্রথম সামাজিক উপন্যাস হিসেবে কোন রচনার কথা বলা যায়?
উত্তর:— ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের 'নববাবুবিলাস' (১৮২৫)।
১৪. ঐতিহাসিক উপন্যাস কী ? উদাহরণ দাও।
উত্তর:— যখন কবিকল্পনায় ইতিহাসের কাহিনি ও চরিত্র অবলম্বনে উপন্যাস রচিত হয়, তখন তাকে ঐতিহাসিক উপন্যাস বলে। যেমন- বঙ্কিমচন্দ্রের 'রাজসিংহ', রমেশচন্দ্র দত্তের 'বঙ্গবিজেতা', ‘মহারাষ্ট্র জীবনপ্রভাত', প্রতাপচন্দ্র ঘোষের 'বঙ্গাধিপ পরাজয়', হরপ্রসাদ শাস্ত্রীর 'কাঞ্চনমালা', শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'তুমি সন্ধ্যার মেঘ', নারায়ণ গঙ্গোপাধ্যায়ের 'পদসঞ্চার', 'অমাবস্যার গান' ইত্যাদি।
১৫. বাংলায় ঐতিহাসিক উপন্যাসের প্রথম যথার্থ শিল্পী কে ?
উত্তর:— বাংলায় ঐতিহাসিক উপন্যাসের প্রথম যথার্থ শিল্পী বঙ্কিমচন্দ্র।
১৬. বাংলায় প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি ?
উত্তর: ভূদেব মুখোপাধ্যায়ের 'ঐতিহাসিক উপন্যাস' (১৮৫৬-৫৭)।
১৭. আঞ্চলিক উপন্যাস কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:— যে প্রকার উপন্যাসে বিশেষ কোনো একটি অঞ্চলের পরিবেশ, কাহিনি, চরিত্র, চরিত্রগুলির জীবন সংগ্রাম তাদের সুখ দুঃখ বা আনন্দ বেদনার নানা ছবি মূর্ত হয়ে ওঠে তাকেই আঞ্চলিক উপন্যাস বলে। যেমন—'ধাত্রীদেবতা', ‘হাঁসুলিবাঁকের উপকথা', 'পদ্মানদীর মাঝি', 'তিতাস একটি নদীর নাম', 'গঙ্গা' ইত্যাদি।
১৮. বাংলায় প্রথম আঞ্চলিক উপন্যাস কোনটি ?
উত্তর:—বাংলায় প্রথম আঞ্চলিক উপন্যাস শৈলজানন্দের ‘কয়লাকুঠির দেশ'।
১৯. রাজনৈতিক উপন্যাস কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:— যে সমস্ত উপন্যাস কোনো একটি দেশের বা জাতির নানা অবস্থার কথা, তাদের দ্বন্দ্ব সমস্যা সংকট পরিস্ফুট করে তোলে তাকে রাজনৈতিক উপন্যাস বলা হয়। যেমন—সতীনাথ ভাদুরীর ‘জাগরী', শরৎচন্দ্রের 'পথের দাবী'।
২০. মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:— যে প্রকার উপন্যাসে লেখক জোর দেন চরিত্রের মন মেজাজ তাদের মনের বিচিত্র গতিবিধির ওপর, প্লট প্রাধান্য পায় না তাকেই মনস্তাত্ত্বিক উপন্যাস বলে। যেমন—রবীন্দ্রনাথের 'চোখের বালি', বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণকান্তের উইল'।
২১. চেতনাপ্রবাহমূলক উপন্যাস কী ? উদাহরণ দাও।
উত্তর: অতীব জটিল ও দুর্ভেয় মানবমনের অন্তর রহস্য উন্মোচনের জন্য ও সবার অন্তরালে নিমজ্জিত মানব চৈতন্য উদ্ঘাটনে নতুন ভাষা-ভঙ্গি, রীতি-পদ্ধতি অবলম্বনে যে সমস্ত উপন্যাস রচিত হয় তাই চেতনাপ্রবাহমূলক উপন্যাস। বুদ্ধদেব বসুর 'লালমেঘ', গোপাল হালদারের 'একদা', মতি নন্দীর 'নক্ষত্রের রাত' এই ধরনের উপন্যাস।
২২. বাংলায় মনস্তাত্ত্বিক উপন্যাস রচনা শুরু কার হাতে ?
উত্তর: বাংলায় মনস্তাত্ত্বিক উপন্যাস রচনা শুরু বঙ্কিমচন্দ্রের হাতে।
২৩. পত্রোপন্যাস কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর: যে প্রকার উপন্যাসে পত্রাকারে যখন নানা ঘটনা বা তথ্য কিংবা চরিত্র উপস্থিত হয় তাকে পত্রোপন্যাস বলে। যেমন—শৈলজানন্দের 'ক্রৌঞ্চমিথুন' কিংবা তরুণ কুমার ভাদুড়ির ‘সন্ধ্যাদীপের শিখা' (পুরোপুরি না হলেও আংশিক পত্রোপন্যাস বলা যায়)
২৪. বিশ্বসাহিত্যে পত্রোপন্যাসের স্রষ্টা কে ?
উত্তর:— বিশ্বসাহিত্যে পত্রোপন্যাসের স্রষ্টা স্যামুয়েল রিচার্ডসন।
২৫. পিকারেস্ক শব্দটির উৎস কী ?
উত্তর: পিকারেস্ক শব্দটির উৎস স্পেনীয় 'পিকারো'। এর অর্থ ‘দুর্বৃত্ত'।
২৬. পিকারেস্ক উপন্যাস কী ? উদাহরণ দাও।
উত্তর:— ঠগ, চোর, জলদস্যু বা দুর্নীতিগ্রস্ত চরিত্রের ইতিবৃত্ত ধরা পড়ে যে ধরনের উপন্যাসে, তাকেই পিকারেস্ক নভেল বলে। বাংলায় এ ধরনের উপন্যাস হিসেবে মনোজ বসুর 'নিশিকুটুম্বে'র নাম উল্লেখ্য।
২৭. ‘কারা’ উপন্যাস কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:— কারা জীবনের নানা ঘটনা, জেলখানার আদব কায়দা, নিয়ম কানুন শাসন প্রণালী সেখানকার পরিবেশ বিধৃত হয় যে উপন্যাসে, তাকেই কারা উপন্যাস বলে। যেমন—তারাশঙ্করের ‘পাষাণপুরী', সতীনাথ ভাদুড়ির 'জাগরী', অতীন্দ্রনাথ বসুর 'বি কেলাস', জরাসন্ধের ‘লৌহকপাট', ‘তামসী' ইত্যাদি।
২৮. গোয়েন্দা উপন্যাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর: কোনো গোয়েন্দার বুদ্ধি ও দক্ষতাবলে খুন জখম বা অন্য কোনো অপরাধের রহস্য উন্মোচিত হয় যে প্রকার উপন্যাসে তাকেই গোয়েন্দা উপন্যাস বলে। যেমন—শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'সত্যান্বেষী', ‘পথের কাঁটা', সত্যজিত রায়ের 'রয়েলবেঙ্গল রহস্য' ইত্যাদি।
২৯. বাংলায় প্রথম মৌলিক গোয়েন্দা উপন্যাসের স্রষ্টা কে ?
উত্তর: বাংলায় প্রথম মৌলিক গোয়েন্দা উপন্যাসের স্রষ্টা পাঁচকড়ি দে।
৩০. কাব্যধর্মী উপন্যাস কী ?
উত্তর: যে প্রকার উপন্যাসে ঔপন্যাসিকের কবি দৃষ্টির লালিত্য বা ভাষার কাব্য মাধুর্য বেশি প্রাধান্য পায় তাকে কাব্যধর্মী উপন্যাস বলে। যেমন—রবীন্দ্রনাথের 'শেষের কবিতা', মাণিক বন্দ্যোপাধ্যায়ের 'দিবারাত্রির কাব্য', বুদ্ধদেব বসুর ‘যেদিন ফুটল কমল' এই শ্রেণির উপন্যাসের উদাহরণ।
তথ্য সূত্র: এস. এল. এস. টি: বাংলা কম্পিটিটর, নীলরতন চট্টোপাধ্যায়।
0 Comments
Post a Comment