Thursday

ধর্ম জগতের পবিত্র কথা | Darma Jagater Pabitra Katha

 

ধর্ম জগতের পবিত্র কথা



১। জগতে সর্বাধিক প্রচলিত ধর্মগুলির নাম কী?

উত্তর: হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম, জৈন, শিখ ও ইহুদি।


২। হিন্দু ধর্মের প্রবর্তক কে?

উত্তর: প্রাচীন আর্য ঋষিগণ।


৩ । হিন্দু ধর্মের প্রচারক কে? বিদেশে প্রচারক কে?

উত্তর: শঙ্করাচার্য। বিদেশে প্রচারক- স্বামী বিবেকানন্দ।


৪। হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কী ?

উত্তর: বেদ (উপনিষদ, পুরাণ, গীতা)।


৫। কোন্ সময়ে বেদ রচিত হয়?

উত্তর: খ্রিস্টের জন্মের দু-হাজার বছর আগে।


৬। বেদ ক-ভাগে বিভক্ত?

উত্তর: ৪ ভাগে: ঋক্, সাম, যজুঃ ও অথর্ব।


৭। রামায়ণ ও মহাভারত রচনা করেন কে?

উত্তর: রামায়ণ: মহর্ষি বাল্মীকি, মহাভারত: মহর্ষি ব্যাসদেব।


৮। রামায়ণ ও মহাভারত বাংলায় অনুবাদ করেন কে?

উত্তর: রামায়ণ : কৃত্তিবাস ওঝা, মহাভারত: কাশীরাম দাস।


৯। মহাভারতের অপর নাম কী ?

উত্তর: মহাভারতের অপর নাম পঞ্চম বেদ।


১০। মুসলমানদের ধর্ম ও ধর্মগ্রন্থের নাম কী ?

উত্তর: ধর্ম: ইসলাম ধর্ম, ধর্মগ্রন্থ: কোরান।


১১। ইসলাম ধর্মের প্রবর্তক কে ?

উত্তর: হজরত মহম্মদ: তিনি আরবে জন্মগ্রহণ করেন।


১২। মুসলমানদের কতবার নমাজ পড়া বিধেয়?

উত্তর: প্রত্যহ পাঁচবার।


১৩। হিজরী সন কবে থেকে গণনা করা হয়?

উত্তর: যে তারিখে হজরত মহম্মদ মক্কা ছেড়ে মদিনায় যান।


১৪। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে?

উত্তর: গৌতম বুদ্ধ। জন্ম কপিলাবস্তুর লুম্বিনী বনে, মৃত্যু কুশীনগরে।


১৫। বুদ্ধদেবের জন্ম, মৃত্যু কোন্ তিথিতে হয়?

উত্তর: বুদ্ধদেবের জন্ম, মৃত্যু এবং সিদ্ধিলাভ হয় পূর্ণিমা তিথিতে।


১৬। কোন্ সম্রাট বৌদ্ধ-ধর্ম প্রচার করেছিলেন?

উত্তর: অশোক ও হর্ষবর্ধন।


১৭। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কী?

উত্তর: ত্রিপিটক।


১৮। জিশখ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: বেথেলহেম (প্যালেস্টাইন) শহরে ঘোড়ার এক আস্তাবলে।


১৯। জিশখ্রিস্টকে শত্রুহস্তে ধরিয়ে দেয় কে?

উত্তর: জুডাস ইসকেরিয়ট।


২০। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কী ও প্রবর্তক কে?

উত্তর: ধর্মগ্রন্থ: বাইবেল। প্রবর্তক: জিশুখ্রিস্ট।


২১। বাইবেলের দুটি অংশের নাম কী কী?

উত্তর: ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টে আছে ইহুদিদের ও পৃথিবীর জন্মকথা এবং নিউ টেস্টামেন্টে আছে জিশুখ্রিস্টের জন্মকথা, বাণী ও উপদেশ।


২২। খ্রিস্টীয় সন কী ?

উত্তর: খ্রিস্টের জন্মের পর 'অব্দ' = খ্রিস্টাব্দ, জন্মের পূর্বে = খ্রিস্টপূর্বাব্দ।


২৩। শিখদের ধর্মগ্রন্থের নাম ও কী প্রবর্তক কে?

উত্তর: ধর্মগ্রন্থ: গ্রন্থ সাহেব। প্রবর্তক গুরু নানক।


২৪। পারসিক ধর্মগ্রন্থের নাম কী ও প্রবর্তক কে?

উত্তর: ধর্মগ্রন্থ: জেন্দ আবেস্তা। প্রবর্তক: জরথুস্ট্র।


২৫। ব্রাহ্ম ধর্মের প্রবর্তক কে?

উত্তর: রাজা রামমোহন রায়।


২৬। বৈষুব ধর্মের প্রবর্তক কে?

উত্তর: শ্রীচৈতন্যদেব।


২৭। জৈন ধর্মগ্রন্থের নাম ও কী প্রবর্তন কে?

উত্তর: ধর্মগ্রন্থ: অঙ্গ-উপাঙ্গ। প্রবর্তক মহাবীর জৈন।


২৮। ইহুদিদের ধর্মগুরু কে?

উত্তর: মুশা (ইহুদিরা ঈশ্বরকে 'জিহোবা' বলেন)।


২৯। ত্রিভুবন কী?

উত্তর: স্বর্গ, মর্ত্য ও পাতাল।


৩০। পঞ্চকন্যাকে কে?

উত্তর: অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী ও মন্দোদরী।


৩১। পঞ্চ-অমৃত কী কী?

উত্তর: দধি, দুগ্ধ, ঘৃত, চিনি ও মধু।


৩২। পঞ্চ-রত্ন কী কী ?

উত্তর: মণি, মুক্তা, সোনা, রূপা ও প্রবাল।


৩৩। পঞ্চ-বট কী কী ?

উত্তর: অশ্বত্থ, বট, বিশ্ব, আমলকী ও অশোক।


৩৪। পঞ্চ-পল্লব কী কী ?

উত্তর: আম্র, পাকুড়, বট, অশ্বত্থ ও যজ্ঞডুমুর।


৩৫। পঞ্চ-গব্য কী কী ?

উত্তর: দধি, দুগ্ধ, ঘৃত, গোময় ও গোমূত্র।


৩৬। পঞ্চশস্য কী কী ?

উত্তর: ধান, যব, তিল, মুগ ও মাষ।


৩৭। পঞ্চ-তীর্থ কী কী ?

উত্তর: কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস ও পুস্তর।


৩৮। সপ্ততীর্থ বারি কী কী ?

উত্তর: গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী নদীর জল।


৩৯। পঞ্চ পাণ্ডবের নাম কী ?

উত্তর: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব।


৪০। পঞ্চভূত বা পঞ্চত্ব কী ?

উত্তর: ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম।


৪১। পঞ্চ ইন্দ্রিয় কী কী ?

উত্তর: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক।


৪২। সপ্তর্ষি কে কে ?

উত্তর: বশিষ্ঠ, অত্রি, মরীচি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ ও ক্রতু।


৪৩। অষ্টধাতু কী কী ?

উত্তর: সোনা, রূপা, তামা, লোহা, সিসা, রাং, পারদ ও দস্তা।


৪৪। অষ্টবসু কী কী ?

উত্তর: অমল, অনিল, ভব, প্রভব, সোম, ধ্রুব, বিষু ও প্রত্যুষ।


৪৫। নবগ্রহ কী কী ?

উত্তর: সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু।


৪৬। নবপত্রিকা কী কী ?

উত্তর: কলা, কচু, হলুদ, বেল, মানকচু, অশোক, জয়ন্তী, ধান ও ডালিম গাছ।


৪৭। দশমহাবিদ্যা কী ?

উত্তর: কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী


৪৮। বিষুর দশ অবতার কী কী ?

উত্তর: মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি।


৪৯। দ্বাদশ রাশি কী কী ?

উত্তর: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা বৃশ্চিক, মকর, ধনু, কুম্ভ ও মীন।


৫০। সপ্তবিংশ নক্ষত্র কী কী?

উত্তর: অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আর্দ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্বফাল্গুনী, বস্তা, চিত্রা, স্বাতী, উত্তরফাল্গুনী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্র, পূর্ব ভাদ্র ও রেবতী।


৫১। উপনিষদ কী ?

উত্তর: হিন্দুদের ধর্মগ্রন্থ- বেদের পরবর্তী যুগে এটি রচিত হয়।


৫২। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কী?

উত্তর: ঋগ্বেদ।


৫৩। সূত্র সাহিত্যের অপর নাম কী?

উত্তর: বেদাঙ্গ।


৫৪। সূত্র সাহিত্য কী কী?

উত্তর: শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প।


৫৫। সপ্তদ্বীপ কী কী ?

উত্তর: জম্বু, প্লক্ষ, শাশ্মলী, কুশ, ক্রৌঞ্চ, শাক ও পুষ্কর।


৫৬। নবরত্ন কী কী ?

উত্তর: মুক্তা, মাণিক্য, বৈদুর্য, গোমেদ, বজ্র, বিদ্রুম, পদ্মরাগ, মরকত ও নীলকান্ত।


৫৭। নবদুর্গা কী ?

উত্তর: পার্বতী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘটা, মহাগৌরী, সিদ্ধিদা, কুম্ভান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী ও কালরাত্রি।


৫৮। অষ্টযোগ কী ?

উত্তর: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা ও সমাধি।


৫৯। অষ্টনাগ কী ?

উত্তর: অনন্ত, বাসুকি, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলীর, কর্কট ও শঙ্খ।


৬০। অষ্টনায়িকা কারা?

উত্তর: মঙ্গলা, বিজয়া, ভদ্রা, জয়ন্তী, অপরাজিতা, নন্দিনী, নারসিংহী ও কৌমারী।


৬১। অষ্ট দিপাল কে ?

উত্তর: ইন্দ্র, বহ্নি, যম, নৈঋত, বরুণ, মরুৎ, কুবের ও ঈশান।


৬২। সপ্তলোক কী ?

উত্তর: ভূঃ, ভুবঃ, স্বঃ, জনঃ, মহঃ, তপঃ ও সত্য।


৬৩। সপ্ত সমুদ্র কী ?

উত্তর: লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দধি, দুগ্ধ ও জল।


৬৪। সপ্ত পাতাল কী ?

উত্তর: তল, অতল, বিতল, সূতল, তলাতল, মহাতল ও রসাতল।


৬৫। সড়রিপু কী ?

উত্তর: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য।


৬৬। পণ্যযজ্ঞ কী?

উত্তর: ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ ও নৃযজ্ঞ


৬৭। চতুরাশ্রম কী ?

উত্তর: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বাণপ্রস্থ ও সন্ন্যাস।


৬৮। চতুবর্গ কী?

উত্তর: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ।


৬৯। ত্রিকাল কী ?

উত্তর: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।


৭০। ত্রিগুণ কী ?

উত্তর: সত্ত্ব, রজঃ ও তমঃ।


৭১। ত্রিমূর্তি কী?

উত্তরব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর।


৭২। ত্রিপাপ কী ?

উত্তর: অতিপাতিক, উপপাতিক ও মহাপাতিক।


৭৩। ত্রিদশা কী ?

উত্তর: মাতৃদশা, পিতৃদশা ও গুরুদশা।


৭৪। ত্রিকুল কী ?

উত্তর: পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল।


৭৫। দুর্গা প্রতিমার দশ হাতের দশটি অস্ত্রের নাম কী ?

উত্তর: খলা, ত্রিশূল, চক্র, বাণ, শক্তি, ঢাল, খেটক, পূর্ণচাপ, পাশ ও অঙ্কুশ।


৭৬। রামায়ণের সাতটি কাণ্ড কী কী?

উত্তর: আদি কান্ড, অযোধ্যা কান্ড, অরণ্য কান্ড, কিষ্কিন্ধ্যা কান্ড, সুন্দরা কান্ড, লঙ্কা কাও ও উত্তরা কাণ্ড।


৭৭। মহাভারতের ১৮টি পর্ব কী কী ?

উত্তর: আদি পর্ব, সভ্যা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, শ্রীপর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বামেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মুশল পর্ব, মহাপ্রস্থান পর্ব ও স্বর্গারোহণ পর্ব।


৭৮। সমুদ্রমন্থনে কী উঠেছিল?

উত্তর: পারিজাত, চন্দ্র, উচ্চৈঃশ্রবা, ঐরাবত, লক্ষ্মী, কৌস্তভ মণি, ধন্বন্তরি, এককুম্ভ, অমৃত ও হলাহল।


৭৯। প্যবাণ কী ?

উত্তর: অরবিন্দ, অশোক, আম্র, নবমল্লিকা ও নীলোৎপল।


৮০। পঞ্চাঙ্গুলি কী?

উত্তর: বৃদ্ধ, তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা।


৮১। পঞ্চগুণ কী?

উত্তর: রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ।


৮২। পঞ্চতিক্ত কী ?

উত্তর: নিম, গুলঞ্চ, বাসক, পলতা ও কণ্টকারী।


৮৩। পঞ্চপিতা কে ?

উত্তর: জন্মদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, দীক্ষাদাতা ও শ্বশুর।


৮৪। পঞ্চনখী কী?

উত্তর: খরগোশ, শজারু, গোসাপ, গণ্ডার ও কচ্ছপ।


৮৫। ষড়দর্শনে কে কী লেখেন?

উত্তর: ঔ'সাংখ্য' লেখেন কপিল, 'যোগ' লেখেন পতঞ্জলি, 'ন্যায়শাস্ত্র' লেখেন গৌতম, 'বৈশেষিক' লেখেন কণাদ, 'পূর্ব মীমাংসা' লেখেন জৈমিনি, 'উত্তর মীমাংসা' লেখেন বেদব্যাস।


৮৬। সপ্তরথী কারা ?

উত্তর: দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, শকুনি, দুর্যোধন ও দুঃশাসন।


৮৭। অষ্টবজ্র কী ?

উত্তর: বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি ও দুর্গার অসি।


৮৯। দশকর্ম কী?

উত্তর: গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকন্ন, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন ও বিবাহ।


৯০। চতুর্দশ ভুবন কী?

উত্তর: ভূ, ভুবঃ, স্বঃ, জন, মহ, তপঃ সত্য, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল।


৯১। ষোড়শমাতৃকা কী?

উত্তর: গৌরী, পদ্মা, শচী, মেধা, জয়া, সাবিত্রী, বিজয়া, দেবসেনা, স্বধা, স্বাহ্য, শান্তি, পুষ্টি, তুষ্টি, ধৃতি, কুলদেবতা ও আত্মদেবতা।


৯১। চিরজীবী কারা?

উত্তর: অশ্বথামা, বলি, ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম।


৯২। অজ্ঞাতবাসের সময় পাণ্ডবেরা কে, কী নাম গ্রহণ করেছিলেন?

উত্তর: যুধিষ্ঠির- কঙ্ক, ভীম-বল্লভ, অর্জুন- বৃহন্নলা, নকুল-গ্রন্থিক, সহদেব- অস্তিপাল এবং দ্রৌপদী- সৈরিন্দ্রী।


৯৩। ক্রোধ, হিংসা, ভয় ও মৃত্যু- এরা কারা ?

উত্তর: 'ক্রোধ ও হিংসা' হল কলির পিতা-মাতা নাম। কলির পুত্র ও কন্যার নাম হল 'ভয়' ও 'স্বপ্ন।


৯৪। মুসলমানদের চার খলিফার নাম কী?

উত্তর: আবু বকর, ওমর ফারুক, হজরত আলী ও ওসমান গণি।


৯৫। কাশীরাজের তিন কন্যার নাম কী?

উত্তর: অম্বা, অম্বিকা ও অম্বালিকা।


৯৬। ফতেহা-দোয়াজ দাহাম কী ?

উত্তর: হজরত মহম্মদের জন্মতিথি উপলক্ষে মুসলমানরা এই উৎসব পালন করেন। ৫৭০ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট অর্থাৎ ১২ রবিউল আউয়াল তারিখেই তাঁর জন্ম হয়।


৯৭। মহরম কী ?

উত্তর: মহরম, এমাম হাসান ও এমাম হোসেনের আত্মত্যাগের স্মরণার্থে মুসলমানদের। শোকানুষ্ঠান।


৯৮। গুড ফ্রাইডে কী জন্য অনুষ্ঠিত হয়?

উত্তর: জিশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ অবস্থায় দেহত্যাগকে স্মরণ করে 'গুড ফ্রাইডে' অনুষ্ঠিত হয়।


৯৯। ক্রিসমাস উৎসব কী উপলক্ষে অনুষ্ঠিত হয় ?

উত্তর: খ্রিস্টানদের উৎসব। জিশুখ্রিস্টের জন্মোৎসব উপলক্ষে প্রতি বৎসর ২৫ ডিসেম্বরর এই অনুষ্ঠান পালন করা হয়।


১০০। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কী কী ?

উত্তর: শ্রী বিশ্বেশ্বর বা কাশী বিশ্বনাথ (বারাণসী, উত্তর প্রদেশ), শ্রী কেদারনাথ (উত্তরাখণ্ড); শ্রীমল্লিকা অর্জুন স্বামী (ঋষভ পাহাড়, অন্ধ্রপ্রদেশ); শ্রী ভীমা শংকর (সহ্যাদ্রি পর্বত, মহারাষ্ট্র); শ্রীমান্ধাতা ওঙ্কারেশ্বর (ইন্দোর, মধ্যপ্রদেশ); শ্রী মহাকালেশ্বর (উজ্জয়িনী, মধ্যপ্রদেশ); শ্রী সোমনাথ (ভেরাবল, গুজরাট); শ্রী বৈদ্যনাথ (দেওঘর, ঝাড়খণ্ড), শ্রীনাগেশ্বর (দ্বারকা, গুজরাট), শ্রীযূষণেশ্বর (মানমদ, মহরাষ্ট্র); শ্রী এ্যম্বকেশ্বর (নাসিক, মহারাষ্ট্র); শ্রী রামেশ্বরম (মণ্ডপম, তামিলনাড়ু)


১০১। পৃথিবীতে কয়টি সূর্য মন্দির আছে?

উত্তর: ৬টি। এগুলি হল-কোনারক সূর্য মন্দির, অনন্ত নাগ সূর্য মন্দির, রাজস্থান সূর্য মন্দির, গুজরাট সূর্য মন্দির, মিশর সূর্য মন্দির, মুলতান সূর্য মন্দির।


১০২। শ্রীমদ্ভাগবত গীতায় কয়টি পরিচ্ছদ এবং কয়টি শ্লোক আছে?

উত্তর: শ্রীমদ্ভাগবত গীতায় ১৮টি পরিচ্ছেদ ও ৭০০ শ্লোক আছে।


THANKS

..............................................🌸.................................................. 

No comments:

Post a Comment