Header Ads Widget

সংখ্যাবাচক ও পূরণবাচক বিশেষণ (Cardinals and Ordinals)

 


সংখ্যাবাচক ও পূরণবাচক বিশেষণ 
(Cardinals and Ordinals)


সংখ্যাবাচক বিশেষণ: যে বিশেষণপদ গণনাযোগ্য বিশেষ্যের সংখ্যা নির্দেশ করে তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে।

 এক থেকে আরম্ভ করে কোটি-অর্বুদের মধ্য দিয়ে পরার্ধ পর্যন্ত গণনার রীতি সংস্কৃতে পাওয়া যায়। বাংলায় আমরা কোটিকেই বৃহত্তম সংখ্যা হিসেবে ধরি। তার বেশি গণনা করতে দশ কোটি, পাঁচশ কোটি, হাজার কোটি বলে নির্দেশ করি। অবশ্য অযুতের স্থলে দশ হাজার, আর নিযুতের স্থলে দশ লক্ষ বলা হয়।

সংখ্যাবাচক বিশেষণের এক হচ্ছে একবচন, তার অধিক যেকোনো সংখ্যা বা যেকোনো ভগ্নাংশ বহুবচন। যেমন:— “সপ্তকোটি-কণ্ঠকলকলনিনাদকরালে, দ্বিসপ্তকোটিভুজৈধৃতখর-করবালে।” “আজি হতে শতবর্ষ পরে।" সাড়ে আট ঘণ্টার কাজ। "আদিম মহাভারতে চতুর্বিংশতি সহস্র মাত্র শ্লোক ছিল।" -বঙ্কিমচন্দ্র।

সংখ্যাবাচক বিশেষণের উত্তর টি, টা, খানি, গাছা ইত্যাদি পদাশ্রিত নির্দেশক যোগ করা হয়। "একখানি ছোটো ক্ষেত।" "তিনখানা দিলে একখানা রাখে।" দশ-দশটা টাকা হারিয়ে ফেললি!

সংখ্যাবাচক বিশেষণপদ বিশেষ্যরূপেও ব্যবহৃত হয়। যেমন : "দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ।" "হাজারে বেজার নেই, শ'য়ে নেই ভয়।"


পূরণবাচক বিশেষণ(Ordinals) : যে বিশেষণ বিশেষ্যের কোনো নির্দিষ্ট স্থান প্রকাশ করে তাকে পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ বলে। পূরণবাচক বিশেষণ বিশেষ্যের ক্রমিক সংখ্যা বোঝায় বলে সর্বত্রই একবচন। ছন্দা আমার দ্বিতীয়া কন্যা। অলোক পঞ্চম স্থান অধিকার করেছে। গ্রন্থের প্রথম সংস্করণে কিছু ত্রুটি থাকে।

সংখ্যাবাচক শব্দ ও পূরণবাচক শব্দের পার্থক্যটি মনে রেখো। সংখ্যাবাচক শব্দে সমষ্টি বোঝায়, কিন্তু পূরণবাচক শব্দে নির্দিষ্ট একটি স্থানই বোঝায়। 

যেমন:— (ক) দ্রৌপদীর পঞ্চপুত্র অশ্বত্থামার হাতে নিহত হয়। (পাঁচজনের সকলেই) (খ) অনশনের আজ পঞ্চম দিবস। (চার দিনের পরের দিন-একটি নির্দিষ্ট দিন)

"বাংলা ভাষায় নিজস্ব সংখ্যাবাচক শব্দ আছে, কিন্তু পূরণবাচক শব্দ সংস্কৃত হইতে লইতে হয়।" ছাত্রছাত্রীদের সুবিধার জন্য সংস্কৃত সংখ্যাবাচক শব্দ ও বন্ধনীমধ্যে সংস্কৃত পূরণবাচক শব্দের একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল।—

এক থেকে দশ পর্যন্ত: এক (প্রথম), দ্বি (দ্বিতীয়), ত্রি (তৃতীয়), চতুঃ (চতুর্থ), পঞ্চ (পঞ্চম), ষট্ (ষষ্ঠ), সপ্ত (সপ্তম), অষ্ট (অষ্টম), নব (নবম), দশ (দশম)।


আরো পড়ুন—


Post a Comment

0 Comments