অমৃতা প্রীতম
(১৯১৯-২০০৫)
জন্ম:— ৩১ আগস্ট ১৯১৯ (গুজরানওয়ালা, ব্রিটিশ ইন্ডিয়া, বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবে)।
পেশা:— ঔপন্যাসিক, কবি এবং প্রাবন্ধিক।
জাতীয়তা:— ভারতীয়।
স্বামীর নাম:— প্রীতম সিং।
অমৃতা প্রীতম একজন পাঞ্জাবি লেখিকা। তিনি একাধারে কবি এবং প্রাবন্ধিক। তিনি হিন্দিতেও অনেক কবিতা লেখেন। তাঁকে পাঞ্জাবের প্রথম মহিলা কবি ধরে নেওয়া হয়। ছয় দশক ধরে তিনি ১০০ কবিতা লিখেছেন। এ ছাড়া প্রবন্ধ, জীবনপঞ্জী, একগুচ্ছ পাঞ্জাবি লোকগান লেখার জন্যও তিনি বিখ্যাত হয়ে আছেন। এই পাঞ্জাবি গানগুলিকে আরও অন্যান্য ভারতীয় এবং বিদেশি ভাষায় অনুবাদ করা হয়। তাঁর বিখ্যাত কবিতা 'আজ এখন ওয়ারিস সাহ নু' (Ode to Waris Shah)
সাহিত্যকীর্তি
কাব্যগ্রন্থ— অমৃতা প্রীতমের প্রথম কাব্যগ্রন্থ —“অমৃত লেহেরে"। প্রকাশিত হয় ১৯৩৬ খ্রিস্টাব্দে। তাঁর অন্যান্য কাব্যগুলি হল— Jiunda Jiwan, O Gitan Valia, Badlam de Laali, Pathar Geetey ইত্যাদি।
উপন্যাস — Pinjar (এই উপন্যাসটি নিয়ে ২০০৩ খ্রিস্টাব্দে নির্মিত হয় হিন্দি চলচ্চিত্র। মহিলাদের উপর হওয়া নির্মম অত্যাচারের হাত থেকে রক্ষা করা পুরো(একটি স্মরণীয় চরিত্র)-র অন্যতম কাজ। এই উপন্যাস ২০০৩ খ্রিস্টাব্দে মহিলাদের চলচ্চিত্র হিসেবে প্রকাশিত হয়। অন্যান্য উপন্যাস গুলি হলো — Doctor Dev, Dharti, Rang ka Patta, Dilli ki Galiyan, Bulaaba, Yatri ইত্যাদি।
আত্মজীবনী মূলক রচনা — Shadows of Words, Rasidi Ticket.
পুরুস্কার — ১৯৫৬ খ্রিস্টাব্দে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পান। তাঁর বিখ্যাত কবিতা 'সুনিহাদে'-র জন্য। তাঁর 'কাগজ তে ক্যানভাস'-এর জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান। ১৯৬৯ খ্রিস্টাব্দে পদ্মশ্রী পান। সবশেষে তিনি সাহিত্য আকাদেমি ফেলোশিপ পান তাঁর সারাজীবনের কাজের জন্য।
MCQ MULTIPLE CHOICE QUESTIONS—
১। অমৃতা প্রীতম-এর জন্ম—
(ক) ২ মার্চ, ১৯১৯ খ্রিস্টাব্
(খ) ২ জানুয়ারি, ১৯১৯ খ্রিস্টাব্দে
(গ) ৩১ আগস্ট, ১৯১৯ খ্রিস্টাব্দে
(ঘ) ২ জুলাই, ১৯১৯ খ্রিস্টাব্দে
২। অমৃতা প্রীতম পেশায় ছিলেন—
(ক) উকিল, ডাক্তার, প্রাবন্ধিক
(গ) ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক
(খ) গায়ক, অভিনেত্রী, নাট্যকার
(ঘ) কোনোটিই নয়
৩। অমৃতা প্রীতমের স্বামী ছিলেন—
(ক) প্রীতম চক্রবর্তী
(গ) প্রীতম সরকার
(খ) প্রীতম দাস
(ঘ) প্রীতম সিং
৪। কোনটি অমৃতা প্রীতমের লেখা উপন্যাস ?
(ক) ঢোঁড়াই চরিত মানস
(গ) পিঞ্জর
(খ) রাঙামাটির দেশ
(ঘ) সাঁওতালপল্লী
৫। অমৃতা প্রীতম 'সাহিত্য আকাদেমি' পুরস্কার পান—
(ক) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
৬। অমৃতা প্রীতম ১৯৬৭ খ্রিস্টাব্দে কোন্ উপাধি পান ?
(ক) ভারতরত্ন
(খ) পদ্মশ্রী
(গ) বঙ্গবিভূষণ
(ঘ) কোনোটিই নয়
৭। অমৃতা প্রীতমের জন্মস্থান কোথায় ছিল ?
(ক) পাঞ্জাব
(খ) হরিয়ানা
(গ) অসম
(ঘ) পশ্চিমবঙ্গ
৮। বিবাহের পূর্বে তার নাম কী ছিল ?
(ক) অমৃতা প্রীতম
(খ) অমৃতা রাও
(গ) অমৃতা কাউর
(ঘ) অমৃতা অরোরা
৯। 'পিঞ্জর' উপন্যাসটির প্রকাশকাল কত খ্রিস্টাব্দে ?
(ক) ১৯৩০
(খ) ১৯৬০
(গ) ১৯৪০
(ঘ) ১৯৫০
১০। 'পিঞ্জর' উপন্যাসটি চলচ্চিত্রে রূপায়িত হয়—
(ক) ১৯৯০ খ্রিস্টাব্দে
(খ) ২০০৩ খ্রিস্টাব্দে
(গ) ২০০০ খ্রিস্টাব্দে
(ঘ) ২০০৪ খ্রিস্টাব্দে
১১। অমৃতা প্রীতমের পিতা পেশায় ছিলেন —
(ক) শিক্ষক
(গ) ডাক্তার
(ঘ) অধ্যাপক
(খ) উকিল
১২। অমৃতা প্রীতম কোন্ কোন্ ভাষায় সাহিত্য রচনা করেন ?
ক) পাঞ্জাবি ও হিন্দি
(গ) পাঞ্জাবি ও তামিল
(খ) পাঞ্জাবি ও বাংলা তে
(ঘ) পাঞ্জাবি ও মারাঠি
ধন্যবাদ
আরো পড়ুন —
- কালিদাস
- প্রেমচাঁদ
- ভানুভক্ত
- ইকবাল
- গোপীনাথ মহান্তি
- আইয়াপ্পা পানিকর
0 Comments