বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্টাVarious Characters Of Bengali LiteraturePart—1
প্রশ্ন:- ঘনাদা চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ — প্রমেন্দ্র মিত্র।
প্রশ্ন:- শংকর ও অ্যালভারেস চরিত্র দুটির স্রষ্টা কে ?
উঃ— বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (চাঁদের পাহাড়)।
প্রশ্ন:- টেনিদা চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— নারায়ন গঙ্গোপাধ্যায়।
প্রশ্ন:- ব্যোমক্যাশ বক্সী চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন:- ফেলুদা চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— সত্যজিৎ রায়।
প্রশ্ন:- প্রফেসর শঙ্কু চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— সত্যজিৎ রায়।
প্রশ্ন:-অমল চরিত্রটির স্রষ্টা নাট্যকার কে ?
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (ডাকঘর)।
প্রশ্ন:-ঠকচাচা নামক চরিত্রের স্রষ্টা কে ?
উঃ— প্যারীচাঁদ মিত্র (আলালের ঘরের দুলাল)।
প্রশ্ন:-রোহিনী চরিত্রটি কোন উপন্যাসের ?
উঃ— কৃষ্ণকান্তের উইল।
প্রশ্ন:-চাঁদ সওদাগর বাংলা কোন কাব্য ধারার চরিত্র ?
উঃ— মনসামঙ্গল কাব্য।
প্রশ্ন:- রাজলক্ষ্মী চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (শ্রীকান্ত)।
প্রশ্ন:-অমিত ও লাবন্য চরিত্র গুলির স্রষ্টা কে ?
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।
প্রশ্ন:-ললিতা চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (গোরা)।
প্রশ্ন:-ললিতা ও শেখর চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পরিনীতা)।
প্রশ্ন:-রতন ও দাদাবাবু চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (পোষ্ট মাস্টার)।
প্রশ্ন:-হেমাঙ্গিনী ও কাদম্বিনী চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (মেজদিদি)।
প্রশ্ন:-কুবের চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— মানিক বন্দ্যোপাধ্যায় (পদ্মানদীর মাঝি)।
প্রশ্ন:-মহিম,সুরেশ ও অচলা চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।
প্রশ্ন:-দীপাঙ্কর (দীপু),সতী,লক্ষ্মী চরিত্রটির স্রষ্টা কে?
উঃ— বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।
প্রশ্ন:- দীপাবলী চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— সমরেশ মজুমদার (দীপাবলী)।
প্রশ্ন:-রমা ও রমেশ চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।
প্রশ্ন:-ষোড়শী ও নির্মল চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।
প্রশ্ন:- সতীশ ও সাবেত্রী চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।
প্রশ্ন:-নবকুমার কপালকুন্ডলা চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (কপালকুন্ডলা)।
প্রশ্ন:- নবীন মাধব চরিত্রের স্রষ্টা কে ?
উঃ— দীনবন্ধু মিত্র (নীল দর্পণ)।
প্রশ্ন:-ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ— দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)।
প্রশ্ন:-নন্দলাল চরিত্রটির স্রষ্টা কে?
উঃ— অমৃতলাল বসু (বিবাহ-বিভ্রাট)।
প্রশ্ন:- অপু ও দুর্গা চরিত্র দুটির স্রষ্টা কে ?
উঃ — বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন:-দেবযানী চরিত্রের স্রষ্টা কে ?
উঃ— অমৃতলাল বসু (বিদায়-অভিশাপ)।
প্রশ্ন:-নন্দিনী চরিত্রের স্রষ্টা কে ?
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।
প্রশ্ন:-রাইচরণ চরিত্রের স্রষ্টা কে ?
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।
প্রশ্ন:-মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রগুলির স্রষ্টা কে ?
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।
প্রশ্ন:-সুরবালা চরিত্রের স্রষ্টা কে ?
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।
প্রশ্ন:-দুখিরাম ও চন্দরা চরিত্রগুলির স্রষ্টা কে ?
উঃ— রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।
প্রশ্ন:-পার্বতী ও চন্দ্রমূখী চরিত্রগুলির স্রষ্টা কে ?
উঃ— শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)।
প্রশ্ন:- কালকেতু, ফুল্লরা ও ভাড়ুদত্ত চরিত্রগুলির স্রষ্টা কে ?
উঃ— মুকুন্দ চক্রবর্তী (চণ্ডীমঙ্গল কাব্য)।
Tuesday
Home
/
জেনারেল নলেজ (G.K)
/
বাংলা সাহিত্যের ইতিহাস (Bangla Sahityer Itihas)
/
বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্টা | Various Characters Of Bengali Literature | বিখ্যাত চরিত্র ও স্রষ্টা
বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্টা | Various Characters Of Bengali Literature | বিখ্যাত চরিত্র ও স্রষ্টা

About CHAITANYA DAS
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
বাংলা সাহিত্যের ইতিহাস (Bangla Sahityer Itihas)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment