মৌলিক ধাতু বা একদল ধাতু
যে ধাতুগুলি একমাত্র সিলেবল (Syllable) বা দলের, যাকে ভাঙলে ভগ্নাংশের অর্থ হয় না, এমন ধাতুকে বলা হয় মৌলিক ধাতু বা একদল ধাতু। যথা—√দেখ্,√চিল্, √খা্, √হাস্, √আস্, √রাখ্ ইত্যাদি।
মনে রাখা দরকার, সংস্কৃত, তদ্ভব, বাংলা প্রভৃতি একদল বা মৌলিক ধাতু থেকে নানাপ্রকার ধাতু বা ধাতুজাত শব্দ গড়ে উঠেছে। যেমন—
সংস্কৃত: √দুহ, √জ্বল, √ভজ্, √শুষ, √চর্ ,√লিখ্, √সাধ্ প্রভৃতি।
তদ্ভব : √হাস্ (< √হস্), √মর্ (√মৃ), √জাগ্ (√জাগৃ), পড়্ (< পঠ্), যুঝ্ (< √যুধ), কাঁদ্ (<√ক্রন্দ্), শুন(<√শ্রু), √রাখ্ (< রক্ষ্) প্রভৃতি।
বাংলা: √কাট্, √হাট্ ,√ঠেল্, √রুখ্, √টুট্, √ডাক্,√ভাস্,√বল্ প্রভৃতি।
একদল বা মৌলিক ধাতুনিষ্পন্ন ক্রিয়া একপদী ক্রিয়া বা মৌলিক ক্রিয়া। যেমন—আগুন জ্বলছিল। আমরা চিঠি লিখিব।
ধন্যবাদ
আরো পড়ুন
0 Comments