Header Ads

পঙ্গুক্রিয়া | পঙ্গুক্রিয়া কী ? | পঙ্গুক্রিয়ার উদাহরণ | বাংলা ব্যাকরণ ও নির্মিতি

 পঙ্গুক্রিয়া


বাংলায় এমন কিছু ক্রিয়াপদ আছে যাদের সব ভাব ও কালের রূপ পাওয়া যায় না। এই ধরনের ক্রিয়াপদগুলিকে অসম্পূর্ণ ক্রিয়া বা পঙ্গুক্রিয়া বলা হয়।

যা ধাতু থেকে বর্তমান ও ভবিষ্যৎ কালের রূপ—যাই, যাব, যাও, যান, যাবে, যাবি, যাবেন ইত্যাদি। কিন্তু অতীত ও পুরাঘটিত কালে √ যা ধাতুর রূপ পাওয়া যায় না। সেক্ষেত্রে √ গম্ ধাতুর রূপ ব্যবহৃত হয়। যেমন—গেলাম, গেলে, গেলি, গেলেন, গিয়াছিলাম, গিয়াছিলে, গেছে, গেছেন, গেছিস ইত্যাদি। এরকম আরও দুটি পঙ্গু ধাতু হল— √আছ এবং √বট্‌ ধাতু। আছ ধাতুর নিত্যবৃত্ত এবং ভবিষ্যৎ কালে √থাক্ ধাতুর রূপ হয়—থাকিত, থাকিব, থাকিবে ইত্যাদি। √বট্ ধাতুর অতীত ও ভবিষ্যৎ নেই। আছে শুধু বর্তমান। যেমন—‘একা দেখি কুলবধূ কে বট আপনি।' কেমন আছ ?


No comments

Powered by Blogger.