প্রশ্নোত্তরে ইতিহাস (জেনারেল নলেজ)

 

● প্রথম কোন্ ভারতীয় সম্রাটের শিলালিপি পাওয়া যায় ?

উত্তর:— অশোক।

● ভারতের ইতিহাসে প্রথম কোন্ বন্দরের নাম জানা যায় ? 

উত্তর:— লোথাল।

● ঋকবেদে কতগুলি স্তোত্র আছে ?

উত্তর:—১০২৮। 

● ফা হিয়েনের লেখা বইয়ের নাম কী ?

উত্তর:— ফো-কুও-কি।

● শূন্যের আবিষ্কর্তা কে?

উত্তর:— ব্রহ্মগুপ্ত।

● কোন্ গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় ? 

উত্তর:— রাজতরঙ্গিনী।

● বিশ্বে প্রথম কোথায় তুলা চাষের প্রচলন ছিল ?

উত্তর:— সিন্ধু সভ্যতায়।

● সিন্ধু সভ্যতার মানুষেরা কোন্ ধাতুর ব্যবহার জানতেন না ?

উত্তর:— লোহা।

● হরপ্পা সভ্যতার স্বতন্ত্র বৈশিষ্ট্য কী ?

উত্তর: — শহর পরিকল্পনা।

● সিন্ধু সভ্যতার মানুষেরা কোন্ প্রাণীর ব্যবহার জানতেন না ?

উত্তর:— ঘোড়া।

● সুলতান মামুদ কত সালে ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন ?

উত্তর:— ১০০০ খ্রিস্টাব্দে।

● সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ

করেছিলেন ?

উত্তর:— ১৭ বার।

● পানিপথের প্রথম যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য কী ?

উত্তর:— ভারতবর্ষে যুদ্ধে প্রথম কামানের ব্যবহার।

● শেরশাহের সমাধি কোয়ায় আছে ?

উত্তর:—সাসারামে।

● কোন্ রাজ্যজয়কে স্বরণীয় করে রাখার জন্য আকবর 'বুলন্দ দরওয়াজা' নির্মান করেন ? 

উত্তর:—গুজরাট।

● ‘কুতবশাহী' সামাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:—কুলিকুতুব শাহ। 

● কত খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধি দক্ষিণ আফ্রিকা থেকে

ভারতে ফেরেন ?

উত্তর— ১৯১৪ খ্রিষ্টাব্দে। 

● কোন্ ভারতীয় শাসক রাষ্ট্রের খরচে হজযাত্রার ব্যবস্থা করেন?

উত্তর:— আকবর।

● মানুষ যে যুগে পাথর ও তামার যন্ত্রপাতির ব্যবহার করত তার নাম কী ? 

উত্তর:— ধাতুর যুগ।

● হরপ্পার কোন্ জায়গায় একটি পোতাশ্রয় ছিল ?

উত্তর:— লোথাল।

● মহেঞ্জোদারো নগরের অন্যতম আকর্ষণীয় বস্তু কি ছিল ? 

উত্তর:—স্নানাগার।

● কোন্ সাম্রাজ্যের শাসকবর্গকে দেব-দেবীর সাথে তুলনা করা হত ? 

উত্তর:—গুপ্ত সাম্রাজ্য।

● মহম্মদ বিন তুঘলক কোন্ নতুন মুদ্রার প্রবর্তন করেন ?

উত্তর:— দোকানী।

● ‘মীরার ভজন' কোন্ ভাষায় লেখা ? 

উত্তর:— ব্রজবুলি। 

● নিমাই পন্ডিত কার কাছে দীক্ষা লাভ করেন ? 

উত্তর:— শ্রী ঈশ্বর পুরী।

● "The Indian war of Independence' রচয়িতা কে ?

উত্তর:— বিনায়ক দামোদর সাভারকর।

● স্যার উইলিয়াম কার্জন উইলিকে কে হত্যা করেন ?

উত্তর:— মদনলাল থিংড়া। 

● চাপেকর ভ্রাতৃদ্বয় কারা ? 

উত্তর:— দামোদর চাপেকর ও বালকৃষ্ণ চাপেকর। 

● 'হিন্দুস্থান সোস্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়ান' বিপ্লবী দলটির প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:—ভগৎ সিং।

● গান্ধি-আরউইন চুক্তি কবে হয় ?

উত্তর:— ১৯৩১ সালের ৫ই মার্চ। (WBCS-2022) 

● নিউ ইন্ডিয়া ও দি কমন উইল' সংবাদপত্র দ্বয়ের সম্পাদক কে ছিলেন ? 

উত্তর:— অ্যানি বেসান্ত।

●‘গান্ধি আরউইন' চুক্তি কার কি নামে পরিচিত ?

উত্তর:— দিল্লি চুক্তি।

● সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন ? 

উত্তর:— ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড।

● ‘কায়েদে-ই-আজম' কে ? 

উত্তর:—মহম্মদ আলি জিন্না। 

● কংগ্রেস সোশালিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:— জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব।

● ভারতের প্রথম শ্রমিক সংঘের নাম কী ? 

উত্তর:— বোম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন।

● মহারাজা রনজিৎ সিংহের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ? 

উত্তর:— লাহোর। 

● বাহমনী রাজ্যের রাজধানীর নাম কী ? 

উত্তর:— খুলবর্গা। 

● বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখা যায় কোথায়?

উত্তর:—হাল্পীতে। 

● কোন্ মুঘল সম্রাট ইংরেজদের ভারতের সঙ্গে

 বাণিজ্যের অনুমতি দেন ?

 উত্তর:— জাহাঙ্গির। 

● বাবর কোথা দিয়ে ভারতে প্রথম প্রবেশ করেন ?

উত্তর:— পাঞ্জাব।

● শেরশাহ কাদের সহিত রাজস্ব নির্ধারণ করেন?

উত্তর:— কৃষক।

● রনজিৎ সিং যে মিশলস এর নেতা ছিলেন তার নাম কী ?

উত্তর:— সুকারচাকিয়া।

● হায়দ্রাবাদের চারমিনার কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর:— কুলি কুতুব শাহ ।

● আগ্রানগরের পত্তন করেন কোন্ সম্রাট ?

উত্তর:— সিকান্দার লোদী।

● কোন মুঘল সম্রাট 'গাজি' উপাধি ধারণ করেছিলেন ? 

উত্তর:— জাহাঙ্গির।

● কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার বিলোপ হয়?–১৮৫৩ সালে।

● বাংলার প্রথম নবাব কে ছিলেন ? 

উত্তর:— মুর্শিদকুলী খান।

● কোন্ ঐতিহাসিক ভারতবর্ষকে ‘নৃতত্ত্বের জাদুঘর' বলেছেন?

উত্তর:—ভিনসেন্ট স্মিথ। 

● তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:— গিয়াসুদ্দিন তুঘলক।

● জুনাগড় লিপি কোন্ রাজার বিষয়ে জানতে সাহায্য করে ?

উত্তর:— শক মহাক্ষত্রপ রুদ্রদমন।

● ইংরেজরা দেওয়ানি লাভ করেন কবে ? 

উত্তর:—১৭৬৫ খ্রিঃ।

● নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন?

উত্তর:—১৭৩৯ খ্রিঃ।

● বিধবা বিবাহ আইন কবে পাশ হয় ? 

উত্তর:— ১৮৫৬ খ্রিঃ।

● ‘সব মুনিষে প্ৰজা মম’- কার উক্তি ?

উত্তর:—অশোক।

● পালযুগের দুজন ভাস্করের নাম লেখ। 

উত্তর:— ধীমান ও বিত পাল।

● ‘দানসাগর’ ও ‘অদ্ভূতসাগরে'-র রচয়িতা কে ?

উত্তর:— বল্লাল সেন।

● মহম্মদ বিন তুঘলকের পূর্বের নাম কী ছিল ? 

উত্তর:— জুনা খাঁ।

● ভারত অভিযানের সময় মামুদের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন ? 

উত্তর:— আনন্দ পাল।

● দিল্লির সুলতানী আমল কবে শুরু হয় ?

উত্তর:—১২০৬ খ্রিঃ।

● তৈমুরলঙ্গের ভারত আক্রমণের সময় ভারতে সম্রাট কে ছিলেন? 

উত্তর:— তুঘলক বংশের শেষ সম্রাট নাসিরুদ্দীন মামুদ।

● পোদ্দন কে ছিলেন ?

উত্তর:— কৃষ্ণদেব রায়ের প্রধান সভাকবি ও সর্বশ্রেষ্ঠ তেলেগু কবি।

● বাবরের আসল নাম কী ?

উত্তর:—জুহিরউদ্দিন মহম্মদ

● আকবরের আসল নাম কী ছিল ? 

উত্তর:— জালালউদ্দীন আহম্মেদ আকবর।

● দ্বৈতশাসন এর প্রবক্তা কে ? 

উত্তর:— লর্ড ক্লাইভ। 

● শাহজাহান ও ঔরঙ্গজেবের আমলে ভারতে আগত দুজন পর্যটকের নাম কী ? 

উত্তর:— বর্নিয়ে, মানুচি।

● কংগ্রেসের সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন ? 

উত্তর:— পট্টভি সীতারামাইয়া।

● দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন ? 

উত্তর:—তেজো।

● স্যার টমাস রো কার দরবারে এসেছিলেন? 

উত্তর:— জাহাঙ্গীরের দরবারে।

● পাকিস্তান কথাটি প্রথম ব্যবহৃত হয় কোথায় ?

উত্তর:— ১৯৩৩ সালে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী ও তার সহযোগী প্রচারিত Now and Never নামক ক্ষুদ্র পুস্তিকায়।

● ‘গদর' পার্টির প্রতিষ্ঠাতা কে ? 

উত্তর:— লালা হরদয়াল।

● 'হোমরুল আন্দোলন'-এর প্রবক্তা কে ?

উত্তর:— অ্যানি বেসান্ত।

● ‘নব্যবঙ্গ' আন্দোলনের প্রবক্তা কে ? 

উত্তর:— ডিরোজিও।

● ‘আজাদ হিন্দ ফৌজ’ কত সালে গঠিত হয় ? 

উত্তর:— ১৯৪২ খ্রিঃ।

● আজাদ হিন্দ সরকার গঠন কত সালে হয় ?

উত্তর:— ১৯৪৩ সালের ২১ অক্টোবর। 

● মহাত্মা গান্ধি ডান্ডি অভিযান কবে করেন ?

উত্তর:— ৬ই এপ্রিল, ১৯৩০।

● জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কবে ঘটে ? উত্তর:— ১৩ এপ্রিল, ১৯১৯।

● সুভাষচন্দ্র বসু কবে ছদ্মবেশে ভারত পরিত্যাগ

করেন ?

উত্তর:—১৭ জানুয়ারি, ১৯৪১।

● ভারতে নৌ বিদ্রোহ কবে হয় ? 

উত্তর:— ১৯৪৬ সালের ১৮ই ফেব্রুয়ারি।

● ওয়াহাবি আন্দোলনের সাথে কার নাম জড়িত ?

উত্তর:— স্যার সৈয়দ আহমেদ। 

● তিতুমিরের আসল নাম কী ? 

উত্তর:— মীর নিসার আলি।

● সৈয়দ ভ্রাতৃদ্বয়ের নাম কী ? 

উত্তর:— হুসেন আলী আবদুল্লা।

● 'আমার পরেই আসবে প্লাবন' কার উক্তি ? 

উত্তর:— সম্রাট ঔরঙ্গজেব।

● কোন্ মুঘল সম্রাটের আমলে নাদির শাহ ভারতআক্রমন করেন? 

উত্তর:— সম্রাট মহম্মদ শাহ।

● শেষ পেশোয়া কে ছিলেন?

উত্তর:—দ্বিতীয় বাজীরাও, মতান্তরে নানাসাহেব। 

● কোন্ পেশোয়া ‘নানাসাহেব' নামে পরিচিত ?

উত্তর:— বালাজী বাজীরাও।

● ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন্ মুঘলসম্রাট ‘দেওয়ানি' অধিকার দিয়েছিলেন ? 

উত্তর:— সম্রাট শাহ আলম।

● সিপাহী বিদ্রোহ দমনে প্রধান প্রধান ইংরেজ সেনাপতি কারা ছিলেন? 

উত্তর:— জন লরেন্স, আউটরাম, হ্যাভলক। 

● কোন্ গভর্ণর জেনারেলের আমলে সিপাহী বিদ্রোহ হয় ? 

উত্তর:— লর্ড ক্যানিং-এর আমলে।

● ভারতীয় রেলপথের জনক কে ? 

উত্তর:— লর্ড ডালহৌসী।

● ভারতের প্রথম সূতাকল কে কোথায় স্থাপন

করেন? 

উত্তর:— কোয়াসব্জি নানাভাই। বোম্বাইতে (১৮৫৩)

● কে স্বদেশ ভূমিকে ‘শৈশবের ক্রীড়াভূমি, যৌবনের উপবন, বাধ্যর্কের বারনসী বলেন ?

উত্তর:— স্বামীবিবেকানন্দ।

● ‘বন্দেমাতরম' সঙ্গীতটি কোন্ পুস্তকের অন্তর্ভূক্ত ?

উত্তর:— আনন্দমঠ।

● ‘শের-ই-পাঞ্জাব' কাকে বলা হয়?

উত্তর:— লালা লাজপত রায়।

● গদর পার্টির মুখপত্র কী ?

উত্তর:— গদর-ই-গঞ্জ (বিপ্লবের প্রতিধ্বনি) 

● কে ‘ভারতের বিপ্লববাদের জননী' ছিলেন?

উত্তর:— মাদাম ভিকাজী রুস্তমজি কামা। 

● ফ্রি ইন্ডিয়া সোসাইটি কে গঠন করেন ?

উত্তর:— মাদামকামা।

● মানুচি কোন্ দেশের পর্যটক ?

উত্তর:— ইতালির পর্যটক।

● কোলকাতার ফোর্ট উইলিয়াম কার নামানুসারে করা হয়?

উত্তর:— ইংল্যান্ডের সম্রাট তৃতীয় উইলিয়াম।

● ভারত থেকে ইংরাজ বনিকদের দুটি রপ্তানীদ্রব্যের নাম কী ? 

উত্তর— সোরা ও সূতা, রেশমীবস্ত্র।

● মুঘলযুগে দুটি ভারতীয় সুতীবস্ত্রকেন্দ্রের নাম কী ?

উত্তর:— জৌনপুর ও আগ্রা। 

● 'দশশালা বন্দোবস্তু' কে করেন? 

উত্তর:—লর্ড কর্ণওয়ালিশ।

● সংবাদ প্রভাকরের সম্পাদক কে ? 

উত্তর:— ঈশ্বরচন্দ্র গুপ্ত।

● ‘সংবাদ কৌমুদী' এর সম্পাদক কে ?

উত্তর:—রাজা রামমোহন রায়। 

● রেগুলেটিং আইন কবে পাশ হয় ? 

উত্তর:— ১৭৭৩ খ্রিস্টাব্দে।

● রেগুলেটিং আইন অনুসারে ভারতে কোম্পানির প্রথম গভর্নর জেনারেন কে? 

উত্তর:— ওয়ারেন হেস্টিংস্।

● ‘সপ্তদশ বিধি' কী?

উত্তর:— লর্ড বেন্টিংক এই আইন পাশ করিয়ে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। 

● ‘সপ্তদশ বিধি' কবে পাশ হয় ? 

উত্তর:— ১৮২৯ সালে।

● ঈশ', 'কেন', 'কন্ঠ', 'মন্ডক' ও 'মাণ্ডুক্য' এই পাঁচখানি উপনিষদের বাংলা অনুবাদ করে প্রকাশ করেন ?

উত্তর:— রাজা রামমোহন রায়।

● আধুনিক ভারতের পথিকৃৎ কাকে বলা হয় ?

উত্তর:— রাজা রামমোহন রায়কে।

● রাজা রামমোহন রায়কে 'ভারত পথিক' আখ্যা কে দেন ?

উত্তর:— রবীন্দ্রনাথ।

● রাজা রামমোহন রায়কে ‘নবযুগের প্রবর্তক কে অ্যাখ্যা দেন?

 উত্তর:— বিপিনচন্দ্র পাল।

● বিদ্যাসাগরকে কে 'বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী' অ্যাখ্যা দেন ?

উত্তর:— রবীন্দ্রনাথ ঠাকুর।

● 'দুদু মিঞার আসল নাম কী ?

উ:— মহম্মদ মুসিন। 

● ‘ওহাবিয়া' শব্দের অর্থ কী ?

উত্তর:— নবজাগরণ।

● রাজসভা অলংকৃত করতেন ? 

উত্তর:—বিক্রমাদিত্য

● অশোকের শাসনকালে ‘রাজুকরা' কি করতেন ? 

 উত্তর:— ন্যায়বিভাগের প্রশাসন।

● বৈদিক যুগে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য কী প্রতিষ্ঠান ছিল? 

 উত্তর:— সভা ও সমিতি।

● 'বেদ' শব্দের অর্থ কী? 

উত্তর:— জ্ঞান।

● সৎকর্ম, সৎব্যবহার সজ্ঞান আসলে কী ?

উত্তর:—মহাবীর প্রলিত ত্রিরত্ন

● আলেকজান্ডারের ভারত আক্রমনের প্রাক্কালে উত্তর পশ্চিম ভারতের দুটি প্রজাতন্ত্রী রাজ্যের নাম কী ?

উত্তর:— রাজতন্ত্রী–তক্ষশীলা,পুরু এবং প্রজাতন্ত্রী–ক্ষুদ্রক, শিবি।

● 'বজ্রযান সাধক' গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:—অতীশ দীপংকর। 

● আরবরা কবে সিন্ধুদেশ জয় করেন ? 

উত্তর:— ৭১২ খ্রিস্টাব্দে।

● পৃথ্বিরাজ রসো-র রচয়িতা কে ?

উত্তর:— রাজপুত চারন কবি চাঁদ বরদই।

● ভারত অভিযানের সময় সুলতান মামুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? 

উত্তর:— আনন্দ পাল ।

● কার রাজসভায় ‘অষ্টদ্বিগ্গজ' বিরাজ করতেন ?

উত্তর:—বিজয়নগর রাজ কৃষ্ণদেব রাজের রাজসভায়।

● শিখদের প্রথম গুরুর নাম কী ?

উত্তর:—গুরুনানক। 

● কারমন্ত্রী পরিষদে উকিল, দেওয়ান,মিরবক্সি, প্রধান কাজি থাকত ? 

উত্তর:— আকবরের।

● আকবরের রাজসভায় আমিন, কানুনগো,

পটোয়ারী কোন্ বিভাগে ছিল ?

উত্তর:— রাজস্ব বিভাগে। 

● কত খ্রিস্টাব্দে পর্তুগীজদের বাংলা থেকে বিতাড়িত করা হয়? 

উত্তর:— ১৬৩২ খ্রিস্টাব্দে।

● আকবরের জন্মস্থান কোথায় ?

উত্তর:— সিন্ধুদেশের মরুদূর্গ অমর কোটে। 

● ইবাদৎ-খানা কী ?

উত্তর:— সম্রাট আকবরের ধর্মসভাগৃহের নাম ।

● খুরম কার পূর্বনাম ছিল ? 

উত্তর:— শাহাজাহান।

● ভাস্কো-দা-গামা কোন বন্দরে ভারতে নামেন?

উত্তর:— কালিকট বন্দরে।

● আলবুকার্ক কে ছিলেন? 

উত্তর:—পর্তুগীজ নাবিক (১৫০৯ খ্রিস্টাব্দে)। 

● টেভারনিয়ার কোন্ দেশের পর্যটক ?

উত্তর:— ফরাসি দেশের।

● আর্যজাতি প্রথমে কোথায় বসতি স্থাপন করেছিল ? 

উত্তর:— পাঞ্জাব।

● আয়ুর্বেদ শাস্ত্রের উৎস্যভূমি কী ? 

উ:— যর্জুবেদ।


Next Comming Soon