কবি ও সাহিত্যিকদের উৎসর্গীকৃত রচনা


কবি ও সাহিত্যিকদের উৎসর্গীকৃত রচনা নিয়ে কিছু প্রশ্নোত্তর ——

১. অচিন্ত্যকুমার সেনগুপ্ত তার ‘টুটাফুটা’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর: প্রেমেন্দ্র মিত্রকে।

২. অন্নদাশঙ্কর রায় তার ‘দেশকালপাত্র’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—রামানন্দ চট্টোপাধ্যায়কে।

৩. অলোকরঞ্জন দাশগুপ্ত তার ‘যৌবন বাউল’ রচনা টি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—ইন্দিরা দেবী চৌধুরানীকে।

৪. আনন্দ বাগচী তার ‘স্বগত সন্ধ্যা’ রচনা টি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—বুদ্ধদেব বসুকে।

৫. উৎপল দত্ত তার ‘ফেরারী ফৌজ’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—কল্পনা দত্তকে।

৬. কমলকুমার মজুমদার তার ‘অন্তর্জলী যাত্রা’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—দয়াময়ী মজুমদারকে।

৭. গোপাল হালদার তার ‘আর একদিন’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—সুকান্ত ভট্টাচার্যকে।

৮. গজেন্দ্রকুমার মিত্র তার ‘জন্মেছি এই দেশে’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—সবিতেন্দ্রনাথ রায়কে।

৯. জ্যোতিরিন্দ্র নন্দী তার ‘বনানীর প্রেম’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—বিমল করকে।

১০. জীবনানন্দ দাশ তার‘ ধূসর পাণ্ডুলিপি’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর: —বুদ্ধদেব বসুকে।

১১. জরাসন্ধ তার ‘চলতি মেঘের ছায়া’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—গজেন্দ্রকুমার মিত্রকে ।

১২. জয় গোস্বামী তার ‘সূর্য পোড়া ছাই’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—সাগরময় ঘোষকে।

১৩. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার ‘নীলকণ্ঠ’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—সুভাষচন্দ্র বসুকে।

১৪. দেবেন্দ্রনাথ সেন তার ‘গোলাপগুচ্ছ’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর: —রবীন্দ্রনাথ ঠাকুরকে।

১৫. নারায়ণ গঙ্গোপাধ্যায় তার ‘বীতংস’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—মনোজ বসুকে।

১৬. নবীনচন্দ্র সেন তার ‘পলাশীর যুদ্ধ’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

১৭. নরেন্দ্রনাথ মিত্র তার ‘হলদেবাড়ি’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:— নারায়ণ গঙ্গোপাধ্যায়কে।

১৮. প্রমথনাথ বিশী তার ‘ঋণং কৃত্বা’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে।

১৯. প্রমথনাথ বিশী তার ‘কেরী সাহেবের মুন্সি’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—দেবেশচন্দ্র রায়

২০. বিমল মিত্র তার ‘নফর সঙ্কীর্তন’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—রামপরায়ণ রায়কে।

২১. বিষ্ণু দে তার ‘চোরাবালি’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—রবীন্দ্রনারায়ণ ঘোষকে।

২২. বুদ্ধদেব বসু তার ‘দময়ন্তী’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—সমর সেন 

২৩. বনফুল তার ‘অগ্নীশ্বর’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়

২৪. বনফুল তার ‘হাটেবাজারে’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—শ্রীমতী পুতুলকে ।

২৫. মোহিতলাল মজুমদার তার ‘বিস্মরণী’ রচনা টি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—করুণানিধান বন্দ্যোপাধ্যায়কে।

২৬. মনোজ বসু তার ‘নিশিকুটুম্ব’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—রামলাল বসুকে।

২৭. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তার ‘কর্মদেবী’ রচনাটি কাকে উৎসর্গ করে ছিলেন ?

উত্তর:—রাজেন্দ্রলাল মিত্রকে।


................................................🌸...................................................
 যদি কোনও সুযোগে  আমার পোস্টে ত্রুটি থাকে  তবে মন্তব্যে আমাকে জানাতে দ্বিধা করবেন না।