ছোটোগল্প 


১. আধুনিক ছোটোগল্পের জনক কাকে বলা যেতে পারে ?

উত্তর: আধুনিক ছোটোগল্পের জনক হলেন এডগার এলান পো। 

২. কোন্ ধরনের রচনায় আধুনিক ছোটোগল্পের বীজ নিহিত ছিল?

উত্তর: আধুনিক ছোটোগল্পের বীজ নিহিত ছিল প্রাচীন নীতিগল্প বা ফেবসে।

৩. বাংলা ছোটোগল্পের প্রবর্তক কাকে বলা হয় ? 

উত্তর: বাংলা ছোটোগল্পের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়।

৪. বাংলা ছোটোগল্পের বিকাশে কোন্ কোন্ পত্রিকার অবদান আছে ?

উত্তর:  বাংলা ছোটোগল্পের বিকাশে হিতবাদী, ভারতী, সাধনা, সবুজপত্র, বিচিত্রা, সাহিত্য, প্রবাসী, কল্লোল, কালি কলম, প্রগতি, পরিচয় ইত্যাদি পত্রিকার অবদান আছে।

৫. ছোটোগল্পের বৈশিষ্ট্য কী ? 

উত্তর: ছোটোগল্পের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

  ক। ছোটোগল্প শুরু হয় প্রথম পংক্তি থেকেই। 

  খ। ছোটোগল্পে উপকরণের বাহুল্য থাকে না।

  গ। ছোটোগল্পে চরিত্র সংখ্যা স্বল্প হয়।

  ঘ। ছোটোগল্পে থাকে একটিই মাত্র ক্লাইমাক্স থাকে।

  ঙ। ছোটোগল্পে আদি মধ্য অন্ত বিশিষ্ট একক ধারণা           

  চ। ছোটোগল্পের সমাপ্তিতে থাকে চমক।

  ছ। ছোটোগল্পে অতিকথন থাকবে না। 

৬. রবীন্দ্রনাথের কোন্ কবিতাটিতে ছোটোগল্পের আঙ্গিকগত পরিচয় খুঁজে পাওয়া যায় ?

উত্তর: রবীন্দ্রনাথের 'সোনার তরী' কাব্যের 'বর্ষাযাপন' কবিতায় ছোটোগল্পের আঙ্গিকগত পরিচয় খুঁজে পাওয়া যায় ।

৭. রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প সম্পর্কে কী বলেছেন ?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘সোনারতরী’ কাব্যের বর্ষাযাপন কবিতায় বলেছেন —


ছোটো প্রাণ, ছোটো ব্যথা     ছোটো ছোটো দুঃখ কথা

 নিতান্তই সহজ ও সরল,

সহস্র বিস্তৃত রাশি        প্রত্যহ যেতেছে ভাসি

তারি দু চারিটি অশ্রুজল।

নাহি বর্ণনায় ছ-টা       ঘটনার ঘনঘটা

নাহি তত্ত্ব, নাহি উপদেশ।

অন্তরে অতৃপ্তি রবে,       সাঙ্গ করি মনে হবে

শেষ হয়ে হইল না শেষ।

৮. বাংলায় প্রথম ছোটোগল্প কোনটি ? গল্পটির লেখক কে ? 

উত্তর: বাংলায় প্রথম ছোটোগল্প 'মধুমতী' (বঙ্গদর্শন, ১২৮০)। লেখক বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়। 

৯. বাংলায় বাস্তবনিষ্ঠ ছোটোগল্পের উদাহরণ কী ?

উত্তর:  বাংলায় বাস্তবনিষ্ঠ ছোটোগল্প হল প্রবোধ স্যান্যালের 'অঙ্গার', মাণিক বন্দ্যোপাধ্যায়ের 'প্রাগৈতিহাসিক', শৈলজানন্দের 'নারীমেধ', বাণী রায়ের ‘ময়নামতীর কড়চা' ইত্যাদি।

১০. বাংলায় অতিপ্রাকৃত গল্প কী কী আছে ? 

উত্তর:  অতিপ্রাকৃত গল্পগুলি হল রবীন্দ্রনাথের 'ক্ষুধিত পাষাণ’, ‘নিশীথে’, বিভূতিভূষণের 'হাসি', 'অভিশপ্ত', সুবোধ ঘোষের 'ন তস্থৌ'।

১১. সামাজিক ছোটোগল্পের উদাহরণ দিন। 

উত্তর: রবীন্দ্রনাথের 'হালদার গোষ্ঠী', 'পোষ্টমাষ্টার', শরৎচন্দ্রের ‘বিন্দুর ছেলে', ‘অভাগীর স্বর্গ' ইত্যাদি।


................................................🌸...................................................
 যদি কোনও সুযোগে  আমার পোস্টে ত্রুটি থাকে  তবে মন্তব্যে আমাকে জানাতে দ্বিধা করবেন না।