কিছু বিখ্যাত দৈশিক সীমানা
- র্যাডক্লিফ লাইন : ভারত ও পাকিস্তানের মধ্যে (স্যার সিরিল র্যাডক্লিফ)।
- ম্যাকমোহন লাইন : ভারত ও চিনের মধ্যে (১১২০ কিমি. লম্বা, ১৯৬২ সালে অঙ্কিত হয়)।
- 24তম প্যারালাল : ভারত ও পাকিস্তান (কচ্ছের কাছে)।
- 28 তম প্যারালাল : ভারত ও পাকিস্তান
- 37তম প্যারালাল : ভারত ও মায়ানমার
- তিন বিঘা করিডোর : ভারত ও বাংলাদেশ।
- সমব্রেরো চ্যানেল : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
- গ্রেট চ্যানেল : ভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা
- পক প্রণালী : ভারত ও শ্রীলঙ্কা।
- লাইন অব কন্ট্রোল (LOC) : ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যে।
- ডুরান্ড লাইন : ভারত (অধুনা পাকিস্তান) ও আফগানিস্তানের মধ্যে।
- 8° চ্যানেল : ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ।
- 9° চ্যানেল : লাক্ষ্মাদ্বীপ ও মিনিকয় দ্বীপ
- 10° চ্যানেল : আন্দামান ও নিকোবর
- ডানকান প্যাসেজ : সাউথ আন্দামান ও লিটল আন্দামান।
- ম্যাগিনট লাইন : ইতালি, জার্মানি ও ফ্রান্স।
- ইংলিশ চ্যানেল : ইংল্যান্ড ও ফ্রান্স।
- মালাক্কা প্রণালী : মালয়েশিয়া ও সুমাত্রা।
- জিব্রাল্টার প্রণালী : ইউরোপ ও আফ্রিকা।
- লোহিত সাগর : এশিয়া ও আফ্রিকা।
- হিনডেন বার্গ লাইন : জার্মানি ও পোল্যান্ডের মধ্যে (১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময়)
- ওডার নাইসে লাইন : পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে।
- সেগফ্রেড লাইন : জার্মান ও ফ্রান্সের মধ্যে।
- ম্যাগিনট লাইন : জার্মান ও ফ্রান্সের মধ্যে।
- 16তম প্যারালাল : নামিবিয়া ও অ্যাঙ্গোলা
- 17তম প্যারালাল : উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে।
- সাত-এল-আরব : ইরান ও ইরাক।
- 38 তম প্যারালাল : উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে।
- 49 তম প্যারালাল (বৃহত্তম) : কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে।
- হট লাইন : ক্রেমলিন ও হোয়াইট হাউস।
- ম্যানারহেম লাইন : রাশিয়া ও ফিনল্যান্ড।
0 Comments
Post a Comment