শিশু মনস্তত্ত্ব (শিক্ষা বিজ্ঞান), PART -1



1.   সঠিক উত্তরটি চিহ্নিত করো— 

    শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য হল—

  (A) শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা 

  (B) শিক্ষার পাঠক্রম নির্ণয়ে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা

  (C) শিক্ষণ পদ্ধতি নির্বাচনে ব্যক্তি শিশুর বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করা 

  (D) উপরের সবগুলি

2. শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন—

     (A) ফ্রয়েবেল

    (B) মাদাম মন্তেসরি

    (C) রুশো

    (D) জন ডিউই

3. নীচের কোন্‌টি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়?

    (A) শিশুর সক্রিয়তা

    (B) অবাধ স্বাধীনতার সুযোগ দান

    (C) শিশু হল প্রাপ্তবয়স্কদের ক্ষুদ্র সংস্করণ 

    (D) ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতির ব্যবহার

4. নীচের কোন্‌টি সঠিক?

     শিশুকেন্দ্রিক শিক্ষা—

    (A) ইন্দ্রিয় অনুশীলনের উপর গুরুত্ব দান

    (B) মনস্তত্ত্বভিত্তিক

    (C) বিকাশমুখী

    (D) উপরের সবগুলি

5. নীচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার নীতি নয় ?

    (A) শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী অনুকূল পরিবেশ গঠন করা 

    (B) বয়স অনুযায়ী দায়িত্ব অর্পণ

    (C) সমবেতভাবে কাজের পরিবেশ সৃষ্টি করা 

    (D) প্রতিযোগিতামূলক কাজের পরিবেশ সৃষ্টি করা

6. (i) শিশুশিক্ষা এবং শিশুকেন্দ্রিক শিক্ষা এক 

   (ii) শিশুশিক্ষা এবং শিশুকেন্দ্রিক শিক্ষা একই অর্থে ব্যবহৃত হয় না

   (iii) শিশুকেন্দ্রিক শিক্ষা একটি ধারণা

   (iv) শিশুশিক্ষা বয়সভিত্তিক

উপরের কোন্‌গুলি সঠিক?

    (A) i, ii ও iii

    (B) ii, iii ও iv

    (C) i, iii ও iv

    (D) i, ii, iii ও iv

7. শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক হবে—

    (A) পিতা ও পুত্রের ন্যায়

    (B) দাতা ও গ্রহীতার ন্যায়

    (C) বন্ধুর ন্যায়

    (D) শাসক ও শাসিতের ন্যায় 

৪. সঠিক উত্তরটি চিহ্নিত করো—

    (A) শিশুকেন্দ্রিক শিক্ষায় সমাজ অপেক্ষা ব্যক্তির চাহিদার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে।

    (B) শিশুকেন্দ্রিক শিক্ষায় ব্যক্তি অপেক্ষা সমাজের চাহিদার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

    (C) শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যক্তি ও সমাজের চাহিদার মধ্যে সমন্বয় ঘটায় 

    (D) সমাজের ভূমিকা স্বীকার করলেও শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে।

9. সঠিক উত্তরটি চিহ্নিত করো—

    (A) আদর্শবাদ শিক্ষাদর্শন শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে

    (B) প্রকৃতিবাদী শিক্ষাদর্শন শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে 

    (C) প্রয়োগবাদী শিক্ষাদর্শন শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে

    (D) উপরের সবগুলি

10. নীচের কোনটি সঠিক নয়?

      শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য হল—

    (A) স্বাধীনতা

    (C) সমাজকেন্দ্রিকতা

    (B) সক্রিয়তা

   (D) সৃজনশীলতা

11. শিশুকেন্দ্রিক শিক্ষা ও জীবনকেন্দ্রিক শিক্ষার মধ্যে সম্পর্ক হল— 

   (A) শিশুকেন্দ্রিক শিক্ষা ও জীবনকেন্দ্রিক শিক্ষা এক।

   (B) শিশুকেন্দ্রিক শিক্ষা জীবনকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য অর্জনে সহায়তা করে।

   (C) শিশুকেন্দ্রিক শিক্ষা জীবনকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য অর্জনে বাধার সৃষ্টি করে। 

   (D) শিশুকেন্দ্রিক শিক্ষার কেন্দ্র বিন্দু হল শিশু জীবনকেন্দ্রিক শিক্ষার কেন্দ্র বিন্দু হল সমগ্র জীবন।


12. কোন্‌টি সঠিক নয়?

      শিশুকেন্দ্রিক শিক্ষার অন্তরায় হল—

     (A) অর্থের অভাব

     (B) তথ্যের অভাব

     (C) খেলার উপর গুরুত্ব দান

     (D) পরিবারের ভূমিকা

13. শিশু শিক্ষা আন্দোলনের প্রধান কারণ হল

    (A) জৈবিক

    (B) দার্শনিক

   (C) মনস্তাত্তিক

    (D) সামাজিক

14. সঠিক উত্তরটি চিহ্নিত করো

(i) প্রগতিবাদী শিক্ষাদর্শনের অন্যতম ভিত্তি হল প্রয়োগবাদ

(ii) প্রগতিবাদী শিক্ষাদর্শনের অন্যতম ভিত্তি হল প্রকৃতিবাদ

(iii) প্রগতিবাদী শিক্ষাদর্শনের অন্যতম ভিত্তি হল ভাববাদ

 (iv) প্রগতিবাদী শিক্ষাদর্শনের অন্যতম ভিত্তি হল পরীক্ষণমূলকবাদ।

   (A) i ও ii

   (B) i এবং iv

   (C) ii এবং iii

   (D) ii এবং iv

15. প্রগতিবাদী শিক্ষাদর্শনের আন্দোলন শুরু হয়—

   (A) ইংল্যান্ডে

   (B) আমেরিকায়

   (C) জার্মানে

   (D) উপরের কোনোটিতেই নয়

16. প্রগতিবাদী শিক্ষাদর্শনের আন্দোলনের পশ্চাতে কারণগুলি হল—

   (A) আমেরিকায় আর্থিক সংকট

   (B) স্বেচ্ছাচারী শিক্ষাদর্শন

   (C) পুনরায় বিশ্বযুদ্ধের আশঙ্কা

   (D) উপরের সবগুলি

17. সঠিক উত্তরটি চিহ্নিত করো—

    প্রগতিবাদী শিক্ষাদর্শনের আন্দোলনে পথিকৃৎ হলেন—

    (A) জন ডিউই

   (C) ডব্লিউ সি বাগলে

   (B) স্ট্যানলি হল

   (D) কিলপ্যাট্রিক

18. সঠিক উত্তরটি চিহ্নিত করো—

     প্রগতিবাদী শিক্ষাদর্শনের বিরোধী হল 

    (A) শিক্ষাব্যবস্থাকে আদর্শায়ন করা

    (C) পাঠদানে গণপদ্ধতি ব্যবহার

    (B) মনকে শৃঙ্খলাবদ্ধ করা

    (D) উপরের সবগুলি

19. নীচের কোন্‌টি প্রগতিবাদী শিক্ষার বৈশিষ্ট্য নয়

    (A) শিক্ষক হবেন শিক্ষার্থীর টাস্কমাস্টার

    (B) পাঠ্যপুস্তকের উপর গুরুত্ব হ্রাস

   (C) শারীরিক ও ব্যক্তিত্ব বিকাশের উপাদানগুলির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা

    (D) শিক্ষাপদ্ধতি হিসেবে প্রকল্পের সাহায্য গ্রহণ

20. সঠিক উত্তরটি চিহ্নিত করো—

     প্রগতিবাদী শিক্ষার নীতি হল—

     (A) স্বাভাবিক বিকাশের জন্য শিশুর স্বাধীনতা প্রয়োজন

     (B) জীবনকেন্দ্রিক পাঠক্রমের উপর গুরুত্ব আরোপ 

     (C) সামাজিক দায়িত্ববোধ এবং গণতন্ত্রের জন্য শিক্ষা

     (D) উপরের সবগুলি

21. কোন্‌টি সঠিক নয়?

     প্রগতিবাদী শিক্ষার লক্ষ্য হল 

    (A) সামাজিক গণতন্ত্রের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ

    (B) ব্যক্তির বিকাশ অপেক্ষা সামাজিক বিকাশের উপর অধিক গুরুত্ব আরোপ 

    (C) সমবেতভাবে সামাজিক কাজে অংশগ্রহণে সাহায্য করা

    (D) যে-কোনো উপায়ে সমগ্র ব্যক্তির বিকাশ

22. নীচের কোন্‌টি সঠিক নয়?

    প্রগতিবাদের সমর্থকগণ—

    (A) পূর্বনির্ধারিত পাঠ্যপুস্তককেন্দ্রিক পাঠক্রমের বিরোধিতা করেন

    (B) কোনো বিষয়কে নির্দিষ্ট জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখতে সুপারিশ করেন

    (C) একাধিক বিষয়কে সম্পর্কযুক্ত করার সুপারিশ করেন

    (D) অভিজ্ঞতাভিত্তিক পাঠক্রম সুপারিশ করেন

23. নীচের কোনটি সঠিক?

প্রগতিবাদকে শক্তিশালী করতে নিম্নোক্ত বিষয়গুলি পাঠক্রমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন—

    (A) ইতিহাস

    (C) বিজ্ঞান

   (B) গণিত

   (D) উপরের সবগুলি

24. প্রগতিবাদী শিক্ষায় শিক্ষণ পদ্ধতি হল—

    (i) ব্যক্তিগত পদ্ধতি যেমন ডালটন পদ্ধতি 

   (ii) প্রোজেক্ট পদ্ধতি

   (iii) বক্তৃতা পদ্ধতি

   (iv) আলোচনা পদ্ধতি

   (A) ii ও iii

   (B) i ও ii

   (C) i ও iii

   (D) ii ও iv

25. সঠিক উত্তরটি চিহ্নিত করো—

    প্রগতিবাদী শিক্ষকের বৈশিষ্ট্য হল—

    (A) শিক্ষক প্রগতির পথ দেখাবেন, শিক্ষার্থীরা তা অনুসরণ করবে

    (B) শিক্ষক এমন পরিস্থিতি সৃষ্টি করবেন যাতে শিক্ষার্থীরা আত্মনিয়ন্ত্রণে হয় এবং যে কোনো সমস্যার সম্মুখীন হতে সাহস পায় 

   (C) তাঁর সম্পর্কে শিক্ষার্থীদের সমালোচনা স্বাগত জানাবেন

   (D) উপরের সবগুলি

26. শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ হল 

   (A) শিশুদের শিক্ষাব্যবস্থা

   (B) শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা

   (C) শিশুর প্রকৃতি অনুযায়ী শিক্ষাব্যবস্থা

   (D) উপরের সবগুলি

27. নীচের কোনটি সঠিক নয়?

    (A) শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক সহায়কের ভূমিকা পালন করে।

    (B) শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান লক্ষ্য হল শিশুর চাহিদা পূরণ

    (C) শিশুকেন্দ্রিক শিক্ষা মানবিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।

    (D) শিশুকেন্দ্রিক শিক্ষা পুরস্কার ও শাস্তির মাধ্যমে শৃঙ্খলা নিয়ন্ত্রণের পক্ষপাতী

 28. শিশুকেন্দ্রিক শিক্ষার বিকাশে যে সমস্ত জ্ঞানের বিষয়ের অবদান আছে তার মধ্যে অন্যতম হল—

     (A) মনোবিদ্যা

    (C) সমাজবিদ্যা

    (B) জীববিদ্যা

    (D) উপরের সবগুলি



PLEASE SHARE

THANK YOU