একনজরে ভারতের শিক্ষা কমিশন
'উডেরডেসপাচ'মিশন কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮৫৪ খ্রিস্টাব্দ।
'হান্টার কমিশন' কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৮৮২ খ্রিস্টাব্দ।
'স্যাডলার কমিশন' কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯১৭ খ্রিস্টাব্দ।
'হাটর্গ কমিটি'(প্রাথমিক শিক্ষা) কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯২৯ খ্রিস্টাব্দ।
'নই তালিম' (বুনিয়াদি শিক্ষা) কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৩৭ খ্রিস্টাব্দ।
'সার্জেন কমিটি' কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৪৪ খ্রিস্টাব্দ।
'রাধাকৃষ্ণণ কমিশন' (উচ্চশিক্ষা শিক্ষা কমিশন) কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৪৮/৪৯ খ্রিস্টাব্দ।
'মুদালিয়ার কমিশন'(মাধ্যমিক শিক্ষা কমিশন) কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৫২ খ্রিস্টাব্দ ।
'হংস মেহেতা কমিটি' (নারী শিক্ষা কমিশন) কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৬১ খ্রিস্টাব্দ।
'ভক্তবতসলম কমিটি' কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৬৩ খ্রিস্টাব্দ।
'কোঠারী কমিশন'(প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা) কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৬৪ খ্রিস্টাব্দের ১৪ই জুলাই ।
'জনার্দন কমিটি' কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৯২ খ্রিস্টাব্দ।
'মিত্র কমিশন' কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৯২ খ্রিস্টাব্দ।