শিশু মনস্তত্ত্ব (জনক)
১. "শিশু কেন্দ্রিক শিক্ষা"-এর জনক কে ?
উত্তর:- রুশো ।
২. "নৈতিক বিকাশের তত্ত্ব"-এর জনক কে ?
উত্তর:- কোহল বার্গ ।
৩. "বুনিয়াদি শিক্ষা" -এর জনক কে ?
উত্তর :- গান্ধীজী ।
৪. কিন্ডার গার্টেন পদ্ধতির জনক কে ?
উত্তর:- ফ্রয়েবেল ।
৫. শিখনের সক্রিয়া অনুবর্তন তত্ত্ব'-এর জনক কে ?
উত্তর :- স্কিনার।
৬.'শিখনের প্রাচীন অনুবর্তন তত্ত্ব '–এর জনক কে ?
উত্তর :- প্যাভলভ।
৭. "বুদ্ধির সংগঠন সংক্রন্ত তত্ত্ব"-এর জনক কে ?
উত্তর:- গিলফোর্ড।
৮. "মন: সামাজিক বিকাশ তত্ত্ব"–এর জনক কে ?
উত্তর :- এরিকসন।
৯."সমস্যা সমাধান মুলক গবেষনা"–একজন জনক কে ?
উত্তর :- থর্ন ডাইক।
১০ "শিখনের সামাজিক নির্মিতিবাদ"–এর জনক কে ?
উত্তর :- ভাইগটস্কি।