প্রফেসর শঙ্কু
- প্রফেসর শঙ্কু পরিচিতি :
* শঙ্কু চরিত্র টির সৃষ্টি কর্তা সত্যজিৎ রায় ।
* বৈজ্ঞানিক ও আবিস্কারক হিসেবে পরিচিত।
* পুরো নাম :- ত্রিলোকেশ্বর শঙ্কু ।
* জন্মদিন :- ১৬ ই জুন ।
* পিতার নাম :- ত্রিপুরেশ্বর শঙ্কু ।
* পিতামহের নাম :- বটুকেশ্বর শঙ্কু ।
* পিতা পেশায় ছিলেন গিরিডির আয়ুর্বেদিক চিকিৎসক ।
* ষোলো বছর বয়সে পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রে স্নাতক হন স্কটিশ চার্চ কলেজ থেকে ।
* কুড়ি বছর বয়সে স্কটিশ চার্চ কলেজের পদার্থ বিদ্যার অধ্যাপক হন ।
২. সমনোলিন - ঘুমের ওষুধ ।
৩. ফিস পিল - বিড়ালের খাদ্য বড়ি ।
৪. স্নাফ গান - হাঁচি সৃষ্টি করা ।
৫. রিমেমব্রেন - হারানো স্মৃতি ফিরে আসে ।
৬. অ্যানিহিলিন - শত্রুকে নিশ্চিহ্ন করার অস্ত্র ।
৭. লুমিনিম্যাক্স - আলো প্রদানকারী যন্ত্র ।
৮. এয়ার কন্ডিশনিং পিল - শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রক ।
৯. বটিকা ইন্ডিকা - খিদে নিবারণকারী বড়ি
১০. লিঙ্গুয়াগ্রাফ - যে কোনো ভাষার অনুবাদক যন্ত্র ।
১১. ক্যামেরাপিড - ছবি তোলা ও প্রিন্ট করার যন্ত্র ।
১২. অমনিস্কোপ - দেখার যন্ত্র ।
১৩. কার্বোথিন জামা - ইলেকট্রনিক শক্তি নিরোধক।
১৪. মার্জারিন - বিড়ালের আয়ুর্বধক ।
২. নিউটন
৩. বিধুশেখর
৪. শঙ্কুর ভৃত্য
৫. পোষা বিড়াল
৬. রোবট ।
২. ক্রোল (জার্মান বিজ্ঞানী)
৩. সমারভিল (ইংরেজ বিজ্ঞানী)
৪. অ্যাকরয়েড (ইংরেজ প্রাণীতত্ত্ববিদ)
- বংশ পরিচয় :
* জন্মদিন :- ১৬ ই জুন ।
* পিতার নাম :- ত্রিপুরেশ্বর শঙ্কু ।
* পিতামহের নাম :- বটুকেশ্বর শঙ্কু ।
* পিতা পেশায় ছিলেন গিরিডির আয়ুর্বেদিক চিকিৎসক ।
- শঙ্কুর ছাত্রজীবন ও কর্ম জীবন :
* ষোলো বছর বয়সে পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রে স্নাতক হন স্কটিশ চার্চ কলেজ থেকে ।
* কুড়ি বছর বয়সে স্কটিশ চার্চ কলেজের পদার্থ বিদ্যার অধ্যাপক হন ।
- প্রফেসর শঙ্কুর শখ :
- বৈজ্ঞানিক হিসেবে তাঁর আবিষ্কার :
২. সমনোলিন - ঘুমের ওষুধ ।
৩. ফিস পিল - বিড়ালের খাদ্য বড়ি ।
৪. স্নাফ গান - হাঁচি সৃষ্টি করা ।
৫. রিমেমব্রেন - হারানো স্মৃতি ফিরে আসে ।
৬. অ্যানিহিলিন - শত্রুকে নিশ্চিহ্ন করার অস্ত্র ।
৭. লুমিনিম্যাক্স - আলো প্রদানকারী যন্ত্র ।
৮. এয়ার কন্ডিশনিং পিল - শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রক ।
৯. বটিকা ইন্ডিকা - খিদে নিবারণকারী বড়ি
১০. লিঙ্গুয়াগ্রাফ - যে কোনো ভাষার অনুবাদক যন্ত্র ।
১১. ক্যামেরাপিড - ছবি তোলা ও প্রিন্ট করার যন্ত্র ।
১২. অমনিস্কোপ - দেখার যন্ত্র ।
১৩. কার্বোথিন জামা - ইলেকট্রনিক শক্তি নিরোধক।
১৪. মার্জারিন - বিড়ালের আয়ুর্বধক ।
- প্রফেসর শঙ্কুর সর্বসময়ের সঙ্গী :
২. নিউটন
৩. বিধুশেখর
৪. শঙ্কুর ভৃত্য
৫. পোষা বিড়াল
৬. রোবট ।
- প্রফেসর শঙ্কুর বিদেশী বন্ধু :
২. ক্রোল (জার্মান বিজ্ঞানী)
৩. সমারভিল (ইংরেজ বিজ্ঞানী)
৪. অ্যাকরয়েড (ইংরেজ প্রাণীতত্ত্ববিদ)
- প্রফেসর শঙ্কুর প্রাপ্ত পুরস্কার :