দেশী শব্দ
বঙ্গদেশে আর্যজাতির প্রভাব পড়বার অনেক আগে থেকে কোল (অস্ট্রিক), দ্রাবিড় প্রভৃতি অনার্যজাতির মানুষ এখানে বসবাস করে আসছে। তাদের ভাষার কিছু কিছু শব্দও বাংলা ভাষায় এসেছে। এইসব শব্দকে দেশী শব্দ বলা হয়।
দেশী শব্দ: বঙ্গদেশের প্রাচীনতম অধিবাসী কোল, ভিল প্রভৃতি অনার্যজাতির ভাষা থেকে প্রতমূল বা অজ্ঞাতমূল যে-সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে, সেগুলিকে দেশী শব্দ বলে। দেশী শব্দের উদাহরণ:— অঢেল, কাঁচুমাচু, খোকা, খুকি, গাড়ি, গোড়া, ঘাড়, ঘোড়া, চাল, চাঙ্গা, চিড়, চিংড়ি, চেঁচামেচি, ছানা, ঝাঁকা, কাঁটা, ঝিঙে, কুলি, ঝানু, ঝোল, টের, টোল, ডগমগ, ডাহা, ডাগর, ডাক, ডাব, ডোবা, ডাঁটো, ডাঁসা, ডিঙি, টেকি, ঢেউ, ঢিল, ঢল, ঢাল, ঢোল, তেঁতুল, দরমা, থোড়, নাদা, পাঁঠা, বাদুড়, বাবা, বিটকেল, ভিড়, মুড়ি। দেশী শব্দের প্রচলন প্রবচনে ও চলিত ভাষায় নিরঙ্কুশ।
No comments:
Post a Comment