Header Ads Widget

উপসর্গ | বাংলা উপসর্গ | বাংলা ব্যাকরণে উপসর্গ


অনুসর্গ

যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের আগে বসে শব্দের অর্থকে আংশিক অথবা সম্পূর্ণ বদলে দেয়, সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে উপসর্গ বলে। অথবা সংস্কৃতে কতকগুলি অব্যয় আছে যেগুলি ধাতু বা শব্দের পূর্বে বসে তার অর্থের পরিবর্তন ঘটায় তাদের উপসর্গ বলে। 

উপসর্গ ধাতুর পূর্বে বসে কখনও ধাতুর অর্থ প্রকাশ করে, কখনও-বা ধাতুটির অর্থের পুষ্টিসাধন করে, আবার কখনও-বা অর্থের উৎকর্ষ অপকর্ষবিধান করে নানারূপ অর্থান্তর ঘটায়। এজন্য নতুন শব্দসৃষ্টির ক্ষেত্রে উপসর্গের সাহায্য একান্ত অপরিহার্য। সংস্কৃতে উপসর্গ আছে ২০টি। এগুলি হল—প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, পরি, প্রতি, অভি, অপি, উপ, আ।

উদাহরণ: প্র→ প্রভাত, প্রকাশ, প্রশান্ত ইত্যাদি। পরা→ পরাজয়, পরাধীন ইত্যাদি।

অপ→ অপকার, অপমত্রান, অপযশ ইত্যাদি। 

সম্→ সমাদর, সমুচিত, সংস্কার, সংগীত ইত্যাদি।

নি→ নিক্ষেপ, নিবিষ্ট, নিকৃষ্ট, নিপাত, নিগ্রহ ইত্যাদি। নির→ নির্ণয়, নির্ধারণ, নির্মুক্ত ইত্যাদি।


আরো পড়ুন.......

বাংলা ব্যাকরণে উপসর্গ 

ধন্যবাদ 

 

Post a Comment

0 Comments