Header Ads Widget

প্লুতস্বর

 প্লুতস্বর

আমরা অনেক সময় কারও নাম ধরে দূর থেকে কাউকে ডাকতে শুনি; কখনও দূর থেকে ভেসে আসা কীর্তনের গান শুনি। সেখানে অনেক সময় একটি স্বরধ্বনিকে অত্যন্ত জোর দিয়ে বিলম্বিত করা হয়। যেমন— 'হরি হে-এ-এ-এ দিন তো গেল সন্ধ্যা হল।' এখানে ‘হে’-এর সঙ্গে যে অতিরিক্ত মাত্রা টেনে উচ্চারণ করা হয়েছে, তাই হল প্লুতস্বর। অর্থাৎ একই স্বরধ্বনিকে অনেকক্ষণ ধরে টানলে যে-ধ্বনি সৃষ্টি হয় তাকে প্লুতস্বর বলে।

উদাহরণ : 

১) দূর থেকে আহ্বানে : ও মাঝি ভাই-ই-ই-ই, মধু হে-এ-এ-এ

২) গানে : ও আমার দেশের মাটি-ই-ই-ই

৩) কান্নার : ও মাগো-ও-ও-ও


ধন্যবাদ।

ভালো লাগলে Share করুন।




Post a Comment

0 Comments