Header Ads Widget

জ্ঞানপীঠ পুরস্কার || Gyanpith Prize || Gyanpith Purukshkar

 


জ্ঞানপীঠ পুরস্কার


● পুরস্কারের নাম— জ্ঞানপীঠ

● সূচনা— ১৯৬৫ সাল।

● পুরস্কারের মূল্য— ৫ লক্ষ টাকা।

● পুরস্কার প্রদানকারী সংস্থার নাম — ভারতীয় জ্ঞানপীঠ এটি একটি সাংস্কৃতিক সাহিত্য সমাজ ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত বিশিষ্ট শিল্পপতি শান্তি প্রসাদ জৈন দ্বারা।

● পুরস্কার প্রদানকারী ক্ষেত্রের নাম — সাহিত্য।

● পুরস্কারটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য— ‘জ্ঞানপীঠ পুরস্কার' হল ভারতের সাহিত্য সম্পর্কিত পুরস্কার। এই পুরস্কার প্রদান করে 'ভারতীয় জ্ঞানপীঠ' সংস্থা, আর এর প্রতিষ্ঠাতা হল শাহু জৈন পরিবার (শাহু শাস্তি প্রসাদ জৈন)। এই পরিবারই হল 'দ্য টাইমস অফ ইন্ডিয়া' সংবাদপত্রের প্রকাশক। ১৯৪৩ সালের ডিসেম্বর মাসে বারাণসীতে ১২তম 'অল ইন্ডিয়া ওরিয়েন্টাল কনফারেন্সে' উপস্থিত কয়েকজন বিশিষ্ট ব্যক্তি অনুরোধ করেন। শাহু শান্তি প্রসাদ জৈনকে। ফলে ১৯৪৪ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতীয় জ্ঞানপীঠ' সংস্থার রেজিস্ট্রেশন হয়। তবে ‘জ্ঞানপীঠ পুরস্কার' এর প্রতিষ্ঠা হয় ১৯৬১ সালের ২২ মে। এই পুরস্কারের আর্থিক মূল্য হল ৫০,০০০ টাকা, সার্টিফিকেট ও জ্ঞানপীঠ পদক। আর প্রথম এই পুরস্কার প্রদান শুরু হয় ১৯৬৫ সালে। প্রথম শুধুমাত্র সাহিত্যভিত্তিক কোনো লেখা বা বইয়ের জন্য এই পুরস্কার দেওয়া হত। ১৯৮২ সাল থেকে তা বদলে সমগ্র সাহিত্যে তাঁর অবদানের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া শুরু হয়। এই পুরস্কারের দাবিদার হতে পারেন ভারতীয় সংবিধানভুক্ত যে কোনো ভারতীয় ভাষাভাষীর সাহিত্যিক। এমনি অষ্টম তপশিলের সাহিত্যিকও এর অন্তর্ভূক্ত। 

 Thanks

 🙏

Post a Comment

0 Comments