গুরুচণ্ডালি দোষ
বাংলা গদ্যে চলিত বা সাধু যে-কোনো একটি ভাষারীতি অনুসরণ করতে হয়। একই লেখার উভয় ভাষারীতির শ্রুতিকটূ মিশ্রন হলে, তাকে গুরুচণ্ডালি দোষ বলে।
- তারা এখন মড়া পোড়াতে গেছে।(চলিত রীতি)
- তাহারা এখন শবদাহ করিতে গিয়াছে।(সাধু রীতি)
কিন্তু, এই দুটো রীতিকে মিশিয়ে যদি আমরা বলি — ‘তারা এখন মড়া দাহ করতে গেছে’ তাহলেই গুরুচণ্ডালি দোষ হয় । এধরনের খিচুড়ি ভাষা গদ্যে প্রয়োগ করা যায় না।
গুরুচণ্ডালি দোষের আরো উদাহরণ: নদীর বুকে শত শত আলো জোনাকির মতো ঘুরিয়া বেড়াচ্ছে।(গুরুচণ্ডালি দোষ)
THANKS
0 Comments
Post a Comment