Header Ads Widget

রাধাকৃষ্ণাণ কমিশন || Radhakrisnan Commision || ভারতের শিক্ষা কমিশন




রাধাকৃষ্ণান কমিশন



অন্য নাম:- বিশ্ব বিদ্যালয় কমিশন ।

কমিশনটি গঠিত হয়:- 1948 খ্রিস্টাব্দের, 4ঠা নভেম্বর ।

কমিশনের সভাপতি:- ড.সর্ব্বোপল্লী রাধাকৃষ্ণান।

কমিশনের ফাইল প্রকাশ:- 1949 খ্রিস্টাব্দে।

সদস্য বৃন্দ:- ড.সর্ব্বোপল্লী রাধাকৃষ্ণান, ড. জাকির হোসেন, ড.তারাচাঁদ, ড.মেঘনাদ সাহা, ড.মুদালিয়ার, ড. নির্মল কুমার, ড. মর্গ্যান, ড. জেমস ডাব, ড. টিগার্ট।

কমিশনটির লক্ষ্য ও উদ্দেশ্য:- জাতীয় শিক্ষার মান উন্নয়ন, পাঠক্রম রচনা, শিক্ষক নির্বাচন, নারী শিক্ষা, গ্রামীণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা ।

কমিশনের সুপারিশ:- শিক্ষা পরিকাঠামোগত উন্নয়ন, প্রয়োজন ও চাহিদা অনুসারে পাঠক্রমের রূপায়ণ, শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষা ব্যবস্থা সংস্কার, আঞ্চলিক ভাষার গুরুত্বদান, নারী শিক্ষার সুযোগ বৃদ্ধি, গ্রামীণ শিক্ষার উন্নতি সাধন, ধর্মীয় শিক্ষার প্রতি নজর দেওয়া।

THANKS