'কি' :- যখন কোনো প্রশ্নের উত্তর 'হ্যাঁ' বা 'না' -এর দ্বারা দেওয়া যায়, তখন 'কি' ব্যবহার করা হয়।
উদাহরণ :- তুমি কি খেয়েছ ?
উত্তর: হ্যাঁ/ না ।
'কী' :- যখন কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে শুধু 'হ্যাঁ' বা 'না' এর দ্বারা দেওয়া যায় না, অনেক গুলি শব্দের প্রয়োগ করা হয়, সে ক্ষেত্রে ‘কী’ ব্যবহার করা হয়।
উদাহরণ:- তুমি কী খেয়েছ ?
উত্তর: ভাত খেয়েছি ।
কি' ও 'কী'-এর পদ-পরিচয়
কি
'কি' পদটি একটি অব্যয় পদ। এটি একটি প্রশ্নবাচক অব্যয়। এটি অনেক সময় সংশয়সূচক অব্যয় হিসেবেও ব্যবহৃত হয়।
'কি'-এর ব্যবহার
প্রশ্নসূচক অব্যয় হিসেবে—
(ক) তুমি কি খাবে ?
(খ) সে কি আজ আসবে ?
(গ)তোমরা কি পড়াশোনা করবে না ?
সংশয়-সূচক অব্যয় হিসেবে —
(ক) সে কি আর কখনও ফিরবে!
(ক) ওইটুকু ছেলে কি একা একা এতটা পথ যেতে পারবে!
অবজ্ঞার ভাব বোঝাতে অব্যয় হিসেবে —
(ক) সাধে কি তোকে গাধা বলি!
(খ) জানলে কি আর বলতাম না!
কী
'কী' পদটি একটি সর্বনাম পদ। এটি একটি প্রশ্নসূচক সর্বনাম। তবে বিস্ময়বোধক অব্যয় হিসেবেও এর ব্যবহার আছে।
‘কি'-এর ব্যবহার
প্রশ্নবোধক সর্বনাম হিসেবে —
(ক) তুমি কী খেয়েছো?
উত্তর- ভাত বা অন্য কিছু ।
(খ) আমার জন্য কী এনেছো ?
উত্তর- অনেক কিছু এনেছি।
বিস্ময়সূচক অব্যয় হিসেবে —
(ক) কী ভয়ানক দৃশ্য!
(ক) কী! তুমি এই কাজ করতে পারলে ?
__ধন্যবাদ__
1 Comments
Nice
ReplyDelete