Header Ads Widget

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি | হাইনরিখ হাইনে | ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা | WB Class VI Bengali Solution

 

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি
হাইনরিখ হাইনে

উত্তরে বুনো নগ্ন পাহাড় 'পরে, 

দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে, 

যেন বরফের রূপালি কাপড় প'রে, 

স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে।


স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি প'রে 

সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে, 

তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভ'রে 

দাঁড়ায়ে রয়েছে পামগাছ মরুতটে।


অনুবাদ: সৌম্যেন্দ্রনাথ ঠাকুর

লেখক পরিচিতি:—

হাইনরিখ হাইনে (১৭৯৭-১৮৫৬) জন্ম জার্মানির রাইন নদীর তীরে ড্যুসেলডর্ফ-এ। উনবিংশ শতকের অন্যতম বিশিষ্ট জার্মান কবি। তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক হিসেবেও তাঁর খ্যাতি ছিল। তবে গীতিকবি হিসেবেই তিনি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন। ১৮১৭ সালে প্রথম কবিতা প্রকাশিত হয়। ১৮২৬ সালে প্রকাশিত হয় হার্বসূদ্রাইজে (Harzreise) বা হার্স যাত্রা। ১৮২৭ সালে প্রকাশিত কাব্যগীতিগ্রস্থ (Buch der Lieder) উত্তর সাগরগীতিকা তাঁকে বিশ্বজনীন খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। এ ছাড়াও নতুন কবিতা, জার্মানি: এক শীতের রূপকথা প্রভৃতি কাব্যগ্রন্থ এবং ফরাসি পরিস্থিতি, রোমান্টিক কাব্যধারা, ধর্মের ইতিহাস প্রভৃতি উল্লেখযোগ্য আলোচনাগ্রন্থ। পৃথিবীর বিভিন্ন ভাষায় তাঁর গীতিকবিতাগুলি অনূদিত হয়েছে।

লেখক পরিচিতি থেকে প্রশ্ন:—

১.১ কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়?

উত্তর: জার্মানির রাইন নদীর তীরে ড্যুসেলডর্ফ-এ।

১.২ কবি হাইনে-র লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।

উত্তর: কবি হাইনে-র লেখা দুটি কবিতার বইয়ের নাম 

১.৩ কবি হাইনে-র লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো।

উত্তর: কবি হাইনে-র লেখা দুটি গদ্যগ্রন্থের নাম   নতুন কবিতা, জার্মানি: এক শীতের রূপকথা ।

২. ঠিক উত্তরের উপরে দাও—

২.১ (উত্তরে/দক্ষিণে/পশ্চিমে) বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে।

উত্তর:উত্তরে।

২.২ যেন বরফের (সোনালি/রূপালি/সব্জে) কাপড় পরে।

উত্তর: রূপালি ।

২.৩ মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন/পাম/খেজুর) গাছ।

উত্তর: পাম গাছ।

২.৪ জার্মান ভাষায় কবিতা লেখেননি (গোয়ঠে/রিলকে/শেক্সপিয়র)।

উত্তর: শেক্সপিয়র।

৩. নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর লেখো:

৩.১ পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়?

উত্তর: পাইন গাছ সাধারণত পার্বত্য বা পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়।

৩.২ পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে?

উত্তর: পাইন গাছ রূপালি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে।

৩.৩ পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে?

উত্তর:পাম গাছ মরুতটে দাঁড়িয়ে আছে।

৩.৪ পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে?

উত্তর: পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে ।

৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

৪.১ পাম গাছের বুক বেদনায় ভরা কেন ?

উত্তর: coming soon

৪.২ পাইন গাছ কী স্বপ্ন দেখে ?

উত্তর: Comming soon 

৪.৩ বরফের দেশের পাইনগাছ, মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন?

উত্তর: comming soon


thanks

Post a Comment

0 Comments