Header Ads Widget

উপসর্গ | উপসর্গ কাকে বলে ? বাংলা ব্যাকরণে উপসর্গ

 


 উপসর্গ 

বাংলায় শব্দের পূর্বে যুক্ত হয়ে অব্যয় জাতীয় কতকগুলি শব্দ নতুন অর্থে নতুন শব্দ সৃষ্টি করে, এগুলিকে বাংলা ব্যাকরণে বাংলা উপসর্গ বলা হয়েছে। উপসর্গ বলতে যা বোঝায়, খাঁটি বাংলায় তা দেখতে পাওয়া যায় না।

বাংলা উপসর্গের দ্বারা গঠিত কয়েকটি শব্দের উদাহরণ নীচে দেওয়া হল—
  • অ, অনা→ অজানা, অকেজো, অবুঝ, অসুবিধা, অদেখা, অবেলা,অক্ষম, অকথ্য ইত্যাদি।
  • রাম→ রামদা, রামছাগল ইত্যাদি।
  • → আধোয়া, আকাড়া, আকাচা, আলুনি ইত্যাদি।
  • কু→ কুদৃশ্য, কুকাজ, কুকথা, কুপথ্য, কুদিন, কুনজর ইত্যাদি। 
  • হা → হা ঘরে, হা-ভাতে, হা-হতাশ ইত্যাদি। 
  • ভর→ ভরপেট, ভরদুপুরে, ভরদিন, ভররাত্রি ইত্যাদি।
  • ভরা→ ভরা নদী, ভরাযৌবন, ভরাডুবি ইত্যাদি।
  • অজ→ অজপাড়াগাঁয় , অজমূর্খ ইত্যাদি।




ধন্যবাদ 

Post a Comment

0 Comments