পাঠ্যপুস্তকঃ রচনার উৎস
সাহিত্য সঞ্চয়ন (নবম শ্রেণি)
১. ‘কলিঙ্গ দেশে ঝড়-বৃষ্টি’—মুকুন্দ চক্রবর্তী—‘চন্ডীমঙ্গল (আখেটিক খন্ড)’।
২. ‘ধীবর বৃত্তান্ত’—কালিদাস—‘অভিজ্ঞানম্ শকুন্তলম্’।
৩. ‘সাত ভাই চম্পা’—বিষ্ণু দে—‘সাত ভাই চম্পা’।
৪. ‘ইলিয়াস’—লিও তলস্তয়—‘টোয়েন্টি থ্রি টেলস’।
৫. ‘দাম’—নারায়ন গঙ্গোপাধ্যায়—‘একজিবিশন’।
৬. ‘এই জীবন’—সুনীল গঙ্গোপাধ্যায়—‘দেখা হল ভালবাসা বেদনায়’।
৮. ‘নূতন জীবন’—হিরন্ময়ী দেবী —(______?)
৯. ‘ঝোড়ো সাধু’—মহাশ্বেতা দেবী—‘ছোটদের গল্প সঙ্কলন’ (কিন্তু মূলগ্রন্থ = ?)
১০. ‘আকাশে সাতটি তারা’—জীবনানন্দ দাশ—‘রূপসী বাংলা’।
১১. ‘বর্ষা’—প্রমথ চৌধুরী—‘বিচিত্র’।
১২. ‘ছুটি’—রবীন্দ্রনাথ ঠাকুর—‘গল্পগুচ্ছ’।
১৩. ‘চন্দ্রনাথ’—তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়—‘আগুন’।
১৪. ‘নব নব সৃষ্টি’—সৈয়দ মুজতবা আলী—‘চতুরঙ্গ’ ।
১৫. ‘পথে প্রবাসে’—অন্নদাশঙ্কর রায়—‘পথে প্রবাসে’
১৬. ‘ঘর’—অমিয় চক্রবর্তী—‘খসড়া’।
১৭. ‘হিমালয় দর্শন’—বেগম রোকেয়—‘কূপমণ্ডুকের হিমালয় দর্শন’
১৮. ‘নোঙর’—অজিত দত্ত—‘শাদা মেঘ কালো পাহাড়’।
১৯. ‘পালামৌ’—সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়—‘পালামৌ’।
২০. ‘খেয়া’— রবীন্দ্রনাথ ঠাকুর—‘চৈতালী’।
২১. ‘আবহমান’—নীরেন্দ্রনাথ চক্রবর্তী—‘অন্ধকার বারান্দা’।
২২. ‘উপোষ’—বিভূতিভূষণ মুখোপাধ্যায়—‘দুষ্টু লক্ষ্মীদের গল্প’।
২৩. ‘ভাঙার গান’— কাজী নজরুল ইসলা—‘ভাঙার গান’।
২৪. ‘চিঠি’—স্বামী বিবেকানন্দ—‘বাণী ও রচনা’।
২৫. ‘আমরা’—সত্যেন্দ্রনাথ দত্ত— ‘কুহু ও কেকা’।
২৬. ‘নিরুদ্দেশ’—প্রেমেন্দ্র মিত্র —‘সামনে চড়াই’।
২৭. ‘ব্যথার বাঁশি’—জসীমউদ্দীন—‘নকশি কাঁথার মাঠ’।
২৮. ‘জন্মভূমি আজ’—বীরেন্দ্র চট্টোপাধ্যায় — ‘মুন্ডহীন ধড়গুলি আহ্লাদে চিৎকার করে’।
২৯. ‘রাধারাণী’—বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়—‘রাধারাণী’।
৩০. ‘এই তার পরিচয়’— কবিতা সিংহ — (______?)
0 Comments
Post a Comment