Header Ads

বিশ্ববাণিজ্য সংস্থা | WTO | World Trade Organization | GATT | জেনারেল নলেজ | G.K

 বিশ্ববাণিজ্য সংস্থা (WTO)

সম্পূর্ণ রূপ: World Trade Organization

পূর্বের গ্যাট (GATT জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড) এর স্থানে WTO নাম (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) গঠিত হয়। এটি ১ জানুয়ারি ১৯৯৫ থেকে কাজ শুরু করে। ৮৫টি দেশ সম্মিলিতভাবে এটি গঠন করে। এতে ভারতও সহযোগ দান করে।

ইন্টারন্যাশনল মনিটারি ফান্ড (IMF), ও ওয়ার্ল্ড ব্যাঙ্ক (W.B) -এর সঙ্গে সম্মিলিত পর্যায়ে কার্যরত বিশ্ববাণিজ্য সংগঠন বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার তৃতীয় স্তম্ভ স্বরূপ।

বিশ্ববাণিজ্য সংগঠনের কার্যাবলী : রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্যের ব্যাপারে মতবিভেদ সৃষ্টি হ'লে এই সংগঠন তার মীমাংসা করে থাকে। কৃষি এবং পরিষেবা ক্ষেত্রগুলিতে মুক্ত বাণিজ্য ব্যবস্থায় উৎসাদ প্রদান করে। এই গ্যাট (GATT) অপেক্ষা ব্যাপকতর ক্ষেত্রে কাজ করতে সক্ষম, যদিও তা গত ৪৭ বছর ধরে প্রভাবশালী ভাবে কার্যরত ছিল। বিশ্ববাণিজ্য সংগঠন (WTO) সীমা-শুল্ক এক তৃতীয়াংশ কম করাবার বিষয়ে বিচার বিবেচনা করেএবং আগামী বাজার দর ও নতুন বাজার গড়ে তোলার বিষয়গুলিতে যুক্ত থাকে। বিশ্ব বাণিজ্য সংগঠনের চেষ্টার

পরিপ্রেক্ষিতে আশা করা যায় আগামী দিনে বিশ্বের বাণিজ্য ব্যবস্থায় উন্নতি দেখা যাবে। গ্যাট (GATT) প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী ২০০৫ নাগাদ বিশ্ব বাণিজ্য সংগঠনের মাধ্যমে প্রায় ৫২০ বিলিয়ন ইউ.এস. ডলারের কারবার হওয়ার সম্ভাবনা।

যদিও ২৫টি রাষ্ট্র “উরুগুয়ে রাউন্ডে” হস্তাক্ষর করে এবং এই সংগঠনে যোগদানের ইচ্ছা প্রকাশ করে কিন্তু

১৯৯৫ তে বিশ্বের সকল দেশ একে সম্পূর্ণ সমর্থন দিতে সমর্থ হয়নি। এই কারণে সিদ্ধান্ত নেওয়া হয় যে গ্যাট

ও ডব্লুটিও (GATT ও WTO) আরো এক বছর এক সঙ্গে পাশাপাশি কাজ করে চলবে। গ্যাট এর কার্যাবলী অনুযায়ী ডব্লু.টি.ও বাণিজ্য সামগ্রীর নিয়ন্ত্রণ করবে, সাথে সাথে সীমাপারের কিছু পরিষেবা, যেমন বীমা এবং পর্যটনেরও দেখাশুনা করবে।


Thanks


No comments

Powered by Blogger.