কিছু বিখ্যাত ঐতিহাসিক উক্তি


১। জয় হিন্দু — নেতাজী সুভাষচন্দ্র বসু।  

২।  বন্দেমাতরম — বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়।

৩। জন গন মন অধিনায়ক জয় হে —রবীন্দ্রনাথ ঠাকুর।

৪। করেঙ্গে ইয়া মরেঙ্গে — মহাত্মা গান্ধী।

৫। দিল্লী চলো — নেতাজী সুভাষচন্দ্র বসু।

৬। সারে জাঁহাসে আচ্ছা — মহম্মদ ইকবাল।

 ৭। মারো ফিরিঙ্গি কো — মঙ্গল পান্ডে।

৮। সাইমন গো ব্যাক — লালা লাজপত রায়।

৯। সত্যমেব জয়তে —মদনমোহন মালব্য।

১০। ইনকিলাব জিন্দাবাদ — ভগত সিং। 

১১। গরীবি হঠ্যাও — ইন্দিরা গান্ধী।

১২। জয় জওয়ান জয় কিষাণ — লাল বাহাদুর শাস্ত্রী। 

১৩। মেরা ভারত মহান — রাজীব গান্ধী। 

১৪। সব লাল হো জায়েগা — রনজিত সিং।

১৫। ভারত ভারতীয়দের জন্য — স্বামী দয়ানন্দ সরস্বতী। 

১৬। আরাম হারাম হ্যায় — জওহরলাল নেহেরু। 

১৭। পূর্ণ স্বরাজ —জওহরলাল নেহেরু।

১৮।  নেহেরূ একজন দেশপ্রেমিক, যেখানে জিন্না একজন রাজনীতিবিদ —  মহম্মদ ইকবাল।

১৯। গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির — চার্চিল।

 ২০। জাতীয় কংগ্রেস হল তিন দিনের তামাসা — অশ্বিনীকুমার দত্ত।

২১। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব — নেতাজী সুভাষচন্দ্র বসু 

২২। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলতে প্রকৃতপক্ষে কংগ্রেসের ইতিহাসকে বোঝায় — পট্রভি সিতারামাইয়া।

২৩। জিন্না হলেন হিন্দু-মুসলিম ঐক্যের দূত — সরোজিনী নাইডু।

২৪। জয় জগত — বিনোবা ভাবে।

২৫। স্বরাজ আমার জন্মগত অধিকার — বাল গঙ্গাধর তিলক।




THANKS