প্রশ্নোত্তরে সন্ধি, বাংলা ব্যাকরণ


 ১. ‘সন্ধি’ কী ?

উত্তর: পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির যোগ হওয়াকে সন্ধি বলে ।

২. সন্ধি’ কথার অর্থ কী ?

উত্তর: মিলন ।

৩. সন্ধি ব্যাকরনের কোন প্রসঙ্গে আলোচনা করা হয় ?

উত্তর: ধ্বনিতত্ত্বে ।

৪. সন্ধি কয় প্রকার ?

উত্তর: ৩ প্রকার ।

৫. বাংলা সন্ধির কয়টি ভাগ ?

উত্তর: ২ টি ।

৬. স্বর সন্ধি কাকে বলে ?

উত্তর: স্বরবর্নের সহিত স্বরবর্নের মিলনকে ।

৭. পরস্পর দুটি বর্ণের মিলনকে কী বলে ?

উত্তর: সন্ধি 

৮. পানিনি সন্ধির অপর নাম কী দিয়েছিলেন ?

উত্তর: সংহতি ।

৯. উত্তর: সংস্কৃতে সন্ধি কয়প্রকার ?

উত্তর: ৩ প্রকার ।

১০. সন্ধির প্রধান সুবিধা কী?

উত্তর:  বানান অনুযায়ী শব্দের অর্থের সুবিধা।

১১. বিসর্গ সন্ধি কয় প্রকার?

উত্তর: দুই প্রকার (র জাত ,স জাত)

১২. 'ই' বা 'ঈ' কারের সাথে 'ই' বা 'ঈ' যোগ করলে কী  পাওয়া যায় ?

উত্তর: ‘ঈ’ কার ।

১৩ . 'অ'/'আ'-র পর 'উ'/'ঊ' থাকলে উভয় মিলে কী হয় ?

উত্তর: ‘ও’ কার ।

১৪.  নিপাতন শব্দের অর্থ কী ?

উত্তর: ব্যাকরণ ই নিয়ম বহির্ভুত যে সন্ধি তাকেই নিপাতন সন্ধি বলে। 

১৫. কোন ধরণের সন্ধি কোন নিয়ম মেনে হয় না ?

উত্তর:  নিপাতনে সিদ্ধ সন্ধি।

১৬. বিসর্গের সঙ্গে কোন বর্ণ মিলিত হয়ে বিসর্গসন্ধি হয়?

উত্তর: স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ন

১৭.  ত বা দ এর পরে শ থাকলে সন্ধির ক্ষেত্রে কি হয়?

উত্তর: ‘চ’ ।

১৮. কোন পদ্ধতিতে সন্ধি করলে 'এ' পাওয়া যায় ?

উত্তর: অ/আ কারের পর ই/ঈ কার থাকলে। 

১৯. মিতা+আলি = ‘মিতালি’-- এটি কোন সন্ধি ?

উত্তর:  স্বরসন্ধি

১৯. 'সরোজ' কোন সন্ধিজাত শব্দ ?

উত্তর: সরঃ+জ(বিসর্গ সন্ধি)

২০. সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো?

উত্তর: বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে সন্ধি বলে। শব্দের সঙ্গে শব্দের মিলনকে সমাস বলে।

২১. সন্ধিতে কিসের পরিবর্তন হয় ?

উত্তর: ধ্বনির।

২২. বাংলায় কোন পদের সঙ্গে সন্ধি হয় না ?

উ: অব্যয় ।

২২. সন্ধি বিচ্ছেদ করো: ‘গীতাঞ্জলি’

উত্তর: গীত+ অঞ্জলি ।

২৩. সন্ধি বিচ্ছেদ করো:  ‘সানুকম্প’

উত্তর: স+অনুকম্প

২৪. সন্ধি বিচ্ছেদ করো: ‘উত্থান’

উত্তর: উৎ+থান

২৫. সন্ধি বিচ্ছেদ করো: 'চলোর্মি'

উত্তর: চল + ঊর্মি

২৭. সন্ধি বিচ্ছেদ করো: ‘নবান্ন’

উত্তর: নব+অন্ন

২৮. সন্ধি বিচ্ছেদ করো:  ‘স্বল্প’

উত্তর: সু+ অল্প

২৯. সন্ধি বিচ্ছেদ করো:  ‘গবেষণা’

উত্তর: গো+এষণা

৩০. সন্ধি বিচ্ছেদ করো: 'উদ্ধৃতি'

উত্তর: উদ্ + হৃতি 

৩১. সন্ধি বিচ্ছেদ কর:  'দ্যুলোক'

উত্তর: দুঃ + লোক

৩২. সন্ধি বিচ্ছেদ করো:  ‘পরীক্ষাগার’

উত্তর: পরীক্ষা+ আগার

৩৩. সন্ধি বিচ্ছেদ করো: ‘ষষ্ঠ’

উত্তর: ষষ+থ ।

৩৪. সন্ধি বিচ্ছেদ করো: ‘অভ্যুত্থান’

উত্তর: অভি+ উত্থান

৩৫. সন্ধি বিচ্ছেদ করো: ‘কারাগার’

উত্তর: কার+আগার

৩৬. সন্ধি বিচ্ছেদ করো: ‘নিরন্ধ্র’

উত্তর: নিঃ+অন্ধ

৩৭. সন্ধি বিচ্ছেদ করো: 'চলোর্মি'

উত্তর: চল + ঊর্মি

৩৮. সন্ধি বিচ্ছেদ করো:  ‘ইত্যাদি’

উত্তর: ইতি+ আদি

৩৯. সন্ধি বিচ্ছেদ করো:  ‘ষড়মাস’

উত্তর: ষট +মাস

৪০. সন্ধি বিচ্ছেদ করো:  ‘সর্বস্বান্ত’

উত্তর: সর্বস্ব+অন্ত

৪১. সন্ধি বিচ্ছেদ করো: 'যশোভীপ্সা’

উত্তর: যশ:+অভীপ্সা

৪২. সন্ধি বিচ্ছেদ করো: ‘শাবক’

উত্তর: শৌ+অক

৪৩. সন্ধি বিচ্ছেদ করো: ‘দাবানল’

উত্তর: দাব+ অনল

৪৪. সন্ধি বিচ্ছেদ করো: ‘দেবালয়’

উত্তর: দেব+আলয়

৪৫. সন্ধি বিচ্ছেদ করো: ‘আর্ত’

 উত্তর: আ+ঋত

৪৬. সন্ধি বিচ্ছেদ করো -‘তৎসম’

উত্তর: তদ্+সম

৪৭. সন্ধি বিচ্ছেদ করো:  ‘উড্ডীন’

উত্তর: উৎ+ডিন

৪৮. সন্ধি বিচ্ছেদ করো:  ‘আশ্চর্য’

উত্তর: আঃ + চর্য

৪৯. সন্ধি বিচ্ছেদ করো: ‘নাবিক’

উত্তর: নৌ+ইক

৫০. সন্ধি বিচ্ছেদ করো:  ‘মহাকাশ’

উত্তর: মহা+আকাশ

৫১. সন্ধি বিচ্ছেদ করো: ‘কুজ্ঝটিকা’

উত্তর: কুৎ+ঝটিকা

৫২. সন্ধি বিচ্ছেদ করো: ‘ভবেশ’

উত্তর: ভব + ঈশ

৫৩. সন্ধি বিচ্ছেদ করো: ‘দ্রাবক’

উত্তর: দ্রৌ + অক

৫৪. সন্ধি বিচ্ছেদ করো: ‘মনোরম’

উত্তর: মন:+রম

৫৫. সন্ধি বিচ্ছেদ করো: ‘চাল্লাখ’

উত্তর: চার + লাখ

৫৬. সন্ধি বিচ্ছেদ করো: ‘ক্ষুধার্থ’

উত্তর: ক্ষুধা+ অর্থ

৫৭. সন্ধি বিচ্ছেদ করো:  'তজ্জন্য'

উত্তর: তৎ +জন্য 

৫৮. সন্ধি বিচ্ছেদ করো: ‘প্রৌঢ়’

উত্তর: প্র+ঊঢ়

৫৯. সন্ধি বিচ্ছেদ করো: ‘স্বাধীনতা’

উত্তর: স্ব+অধীনতা

৬০. সন্ধি বিচ্ছেদ করো: ‘পবন’

উত্তর: পো+অন

৬১. সন্ধি বিচ্ছেদ করো: ‘হিংসা’

উত্তর: হিনস্ + আ

৬২. সন্ধি বিচ্ছেদ করো : 'প্রত্যেক’

উত্তর: প্রতি + এক

৬৩. সন্ধি বিচ্ছেদ করো: ‘লম্বোদর’

উত্তর: লম্ব+উদর

৬৪. সন্ধি বিচ্ছেদ করো: হিতৈষণা

উত্তর: হিত+ এষণা

৬৫. সন্ধি বিচ্ছেদ করো: ‘কান্না’

উত্তর: কাঁদ+না

৬৬. সন্ধি বিচ্ছেদ করো:  ‘নায়িকা’

উত্তর:  নৈ+ইকা

৬৭. সন্ধি বিচ্ছেদ করো:  ‘নিরুপমা’

উত্তর: নি :+ উপমা

৬৮. সন্ধি বিচ্ছেদ করো:  ‘তস্কর’

উত্তর: তঃ+কর

৬৯. সন্ধি বিচ্ছেদ করো:  ‘তৎকালীন’

উত্তর: তদ্+কালীন

৭০.  সন্ধি বিচ্ছেদ করো: ‘মনোহর’

উত্তর: মনঃ+হর

৭১. সন্ধি বিচ্ছেদ করো: 'পানীয়'

উত্তর: পা+অনীয়

৭২. সন্ধি বিচ্ছেদ করো: 'যজ্ঞ’

উত্তর: যজ্+ন

৭৩. সন্ধি বিচ্ছেদ কর: ‘হিমালয়’

উত্তর: হিম + আলয়

৭৪. সন্ধি বিচ্ছেদ কর: ‘ব্যর্থ’

উত্তর: বি+অর্থ

৭৫. সন্ধি বিচ্ছেদ করো: ‘অন্যান্য’

উত্তর: অন্য+অন্য

৭৬. সন্ধি বিচ্ছেদ করো: ‘মহেশ’

উত্তর: মহা+ঈশ

৭৭. সন্ধি বিচ্ছেদ করুন - "বিদ্যুল্লসিত"

উত্তর: বিদ্যুৎ +উল্লসিত

৭৮. সন্ধি বিচ্ছেদ করো: ‘স্রোতোপথ’

উত্তর: স্রোতঃ +পথ 

৭৯. সন্ধি বিচ্ছেদ করো: ‘লবণ’

 উত্তর: লো+ অন 

৮০. সন্ধি বিচ্ছেদ করো: ‘পতঞ্জলি’

উত্তর: পতৎ+অঞ্জলি 

৮১. সন্ধি বিচ্ছেদ করো : ‘মিশকালো’

উত্তর: মিশি+কালো 

৮২. সন্ধি বিচ্ছেদ করো:  ভবেশ

উত্তর: ভব+ঈশ

৮৩. সন্ধি বিচ্ছেদ করো : ‘বৃদ্ধ’

উত্তর: বৃধ+অ

৮৪.  সন্ধি বিচ্ছেদ করো: সমীক্ষা 

উত্তর: সমি+ঈক্ষা

৮৫. সন্ধি বিচ্ছেদ করো: ‘বহির্ভূত’

উত্তর: বহিঃ +ভূত 

৮৬. সন্ধি বিচ্ছেদ করো: ‘অন্তোকরণ’

উত্তর: অন্তঃ+করণ

৮৭. সন্ধি বিচ্ছেদ করো: ‘অহোরাত্র’

উত্তর: অহঃ+ রাত্র 

৮৮. সন্ধি বিচ্ছেদ করো: ‘কটুক্তি’

উত্তর: কটু + উক্তি 

৮৯. সন্ধি বিচ্ছেদ করো :  ‘আকৃষ্ট’

উত্তর: আকৃষ+ ত 

৯০. সন্ধি বিচ্ছেদ করো: ‘পাদোদক’

উত্তর: পাদ +উদ্ক 

৯১. সন্ধি বিচ্ছেদ করো: ‘শতেক’

উত্তর: শত+এক

৯২. সন্ধি বিচ্ছেদ করো: স্বাগত

উত্তর: সু+আগত

৯৩. সন্ধি বিচ্ছেদ করো:  ‘শচীন্দ্র’

উত্তর: শচী +ইন্দ্র

৯৪. সন্ধি বিচ্ছেদ করো:  ‘ধাত্রী’

উত্তর: ধাতৃ + ঈ

৯৫. সন্ধি বিচ্ছেদ করো:  ‘দুস্তর’

উত্তর: দুঃ + তর

৯৬. সন্ধি বিচ্ছেদ করো: 'স্বায়ত্ত'

উত্তর: স্ব + আয়ত্ত ।

৯৭. সন্ধি বিচ্ছেদ করো: ‘নরাধম’

উত্তর: নর+অধম 

৯৮. সন্ধি বিচ্ছেদ করো: ‘বনস্পতি’

উত্তর: বন +পতি 

৯৯. সন্ধি বিচ্ছেদ করো: ‘বাচস্পতি’

উত্তর: বাচঃ+পতি 

১০০.সন্ধি বিচ্ছেদ করো:  ‘প্রতীক্ষা’

উত্তর: প্রতি + ঈক্ষা

১০১.  সন্ধি বিচ্ছেদ করো:  ‘ন্যায়’

উত্তর: নি+আয় 

১০২. সন্ধি বিচ্ছেদ করো:  ‘মনঃক্ষোভ’

উত্তর: মনঃ+ক্ষোভ 

১০৩. সন্ধি বিচ্ছেদ করো: ‘সন্ধানী’

উত্তর: সম্+ধানী

১০৪. সন্ধি বিচ্ছেদ করো: আশ্চর্য 

উত্তর: আ +চর্য

১০৫. সন্ধি বিচ্ছেদ করো: ‘তচ্ছবি’

উত্তর: তদ্+ছবি 

১০৬. সন্ধি বিচ্ছেদ করো: ‘যথোচিত’

উত্তর: যথা +উচিত 

১০৭. সন্ধি বিচ্ছেদ করো -‘সংঘাত’

উত্তর: সম্+ঘাত

১০৮. সন্ধি বিচ্ছেদ করো: ‘যজ্ঞ’

উত্তর: যজ+ ন 

১০৯. সন্ধি বিচ্ছেদ করো : ‘উন্নয়ন’

উত্তর :  উৎ+নয়ন 

১১০. সন্ধি বিচ্ছেদ করো: ‘কল্পনালোক’

উত্তর: কল্পনা +আলোক

১১১. সন্ধি বিচ্ছেদ করো: ‘পবিত্র’ 

উত্তর: পো + ইত্র

১১২. সন্ধি বিচ্ছেদ করো:  ‘আবিস্কার’

উত্তর: আবিঃ+কার

১১৩. সন্ধি বিচ্ছেদ করো:  ‘অক্ষৌহিণী’

উত্তর: অক্ষ +ঊহিনী

১১৪. সন্ধি বিচ্ছেদ করো: ‘রবীন্দ্র’

উত্তর: রবি+ ইন্দ্র

১১৫. সন্ধি বিচ্ছেদ করো:  ‘গতি’

উত্তর: গম্+তি

১১৬. সন্ধি করো : দুঃ+লভ

উত্তর: দুর্লভ

১১৭. সন্ধি করো:  অহঃ +অহঃ

উত্তর: অহরহ

১১৮. সন্ধি করো: নর+ঈশ

উত্তর: নরেশ 

১১৯. সন্ধি করো:  দিক্+ভ্রান্ত

উত্তর: দিগভ্রান্ত 

১২০. সন্ধি করো:  বি+ছেদ 

উত্তর:  বিচ্ছেদ 

১২১. সন্ধি করো: বৃষ+তি

উত্তর: বৃষ্টি

১২২. সন্ধি করো:  ততঃ + অধিক

উত্তর: ততোধিক

১২৩. সন্ধি করো: পৌ+অক

উত্তর: পাবক

১২৪. সন্ধি করো : পিতৃ + ইক 

উত্তর: পৈতৃক

১২৫. সন্ধি করো : মহা+ঈশ্বর

উত্তর: মহেশ্বর


THANK YOU



প্রশ্নোত্তর ঋণ 

#Target Bangla Facebook Group